Ajker Patrika

সাকিবের মতো স্টাম্প ভাঙার অভিনয় করলেন তামিম

নিজস্ব প্রতিবেদক
সাকিবের মতো স্টাম্প ভাঙার অভিনয় করলেন তামিম

ঢাকা: দুদিন আগে মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসানের স্টাম্প ভাঙা নিয়ে কম তোলপাড় হয়নি। আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তিও পেতে হয়েছে বাঁহাতি অলরাউন্ডারকে। মিরপুরে আজ আরেকটু হলে আবার একই কাণ্ডের দেখা মিলত! সাকিবের সেই স্টাম্প উপড়ে ফেলার হাইলাইটসই যেন দেখাতে চাইলেন ‘বন্ধু’ তামিম ইকবাল। তবে ওয়ানডে অধিনায়ক এই কাজটি নিছক মজা করেই করেছেন।

ঘটনাটি আজ দুপুরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব–আবাহনী ম্যাচের শুরুতে। টস জিতে ব্যাটিংয়ে নামা আবাহনীর দুই ওপেনার ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম ও মুনিম শাহরিয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ইনিংস শুরু করার। বোলিং প্রান্তে নাহিদুল ইসলামের সঙ্গে তখন ছিলেন তামিমও।

বোলিং শুরুর আগে তামিম দুই হাত দিয়ে তিনটি স্টাম্পই ধরার অভিনয় করলেন। দ্রুত আবার হাত সরিয়েও ফেললেন। কয়েক সেকেন্ড পর পুনরায় একইভাবে দুই পাশ থেকে স্টাম্প উপড়ে ফেলার অভিনয় করে আছাড় দেওয়ার ভঙ্গি করলেন। এভাবেই তো সেদিন সাকিব স্টাম্প উপড়ে আছাড় দিয়েছিলেন। তামিম অবশ্য সেই কাজ করতে যাননি, নিজেকে দ্রুত সংবরণ করে হাসতে হাসতে ফিরে যান নিজের ফিল্ডিং পজিশনে। তামিমের এমন কাণ্ডে মজা পেয়েছেন আম্পায়ারসহ অন্যরাও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত