ক্রীড়া ডেস্ক
উইম্বলডনের সেমিফাইনালে ইয়ানিক সিনারের কাছে পরাজিত হওয়ার পর এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি নোভাক জোকোভিচ। এ সপ্তাহে শুরু হতে যাওয়া এটিপি সিনসিনাটি মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ৩৮ বছর বয়সী এই সার্বিয়ান তারকা। টুর্নামেন্ট কমিটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
আগস্টের শেষ সপ্তাহে শুরু হচ্ছে ইউএস ওপেন। তার আগে জোকোভিচের কোনো ম্যাচ খেলারও আর সম্ভাবনা নেই বললে চলে। ২৪টি গ্র্যান্ড স্লামের মালিক জোকোভিচ ২০০৫ সালে প্রথমবারের মতো সিনসিনাটিতে খেলেছেন। ২০২৩ সালে সবশেষ এই মাস্টার্স টুর্নামেন্টের তৃতীয় শিরোপা জয় করেছিলেন। এর আগে পরাজিত হয়েছেন পাঁচটি ফাইনালে।
এদিকে বিশ্রামের কারণে জোকোভিচ ও কার্লোস আলকারাজের মতোই বর্তমানে এটিপি টরন্টো মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় সিনার। উইম্বলডনের পর নিজেকে আবারও সতেজভাবে ফিরিয়ে আনার লক্ষ্যেই টরন্টোতে খেলছেন না সিনার। তবে সিনসিনাটিতে তাঁকে দেখা যাবে।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে সিনার ও তাঁর দল গলফ কোর্সে একটি সেলফি পোস্ট করেন। গতকাল থেকে প্রাক্-ইউএস ওপেনের প্রথম অনুশীলন সেশনে যোগ দিয়েছেন সিনার।
উইম্বলডনের সেমিফাইনালে ইয়ানিক সিনারের কাছে পরাজিত হওয়ার পর এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি নোভাক জোকোভিচ। এ সপ্তাহে শুরু হতে যাওয়া এটিপি সিনসিনাটি মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ৩৮ বছর বয়সী এই সার্বিয়ান তারকা। টুর্নামেন্ট কমিটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
আগস্টের শেষ সপ্তাহে শুরু হচ্ছে ইউএস ওপেন। তার আগে জোকোভিচের কোনো ম্যাচ খেলারও আর সম্ভাবনা নেই বললে চলে। ২৪টি গ্র্যান্ড স্লামের মালিক জোকোভিচ ২০০৫ সালে প্রথমবারের মতো সিনসিনাটিতে খেলেছেন। ২০২৩ সালে সবশেষ এই মাস্টার্স টুর্নামেন্টের তৃতীয় শিরোপা জয় করেছিলেন। এর আগে পরাজিত হয়েছেন পাঁচটি ফাইনালে।
এদিকে বিশ্রামের কারণে জোকোভিচ ও কার্লোস আলকারাজের মতোই বর্তমানে এটিপি টরন্টো মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় সিনার। উইম্বলডনের পর নিজেকে আবারও সতেজভাবে ফিরিয়ে আনার লক্ষ্যেই টরন্টোতে খেলছেন না সিনার। তবে সিনসিনাটিতে তাঁকে দেখা যাবে।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে সিনার ও তাঁর দল গলফ কোর্সে একটি সেলফি পোস্ট করেন। গতকাল থেকে প্রাক্-ইউএস ওপেনের প্রথম অনুশীলন সেশনে যোগ দিয়েছেন সিনার।
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে বাজে সময় পার করছে সুইডেন। সেই বাজে সময়কে আরও দীর্ঘ করে সবশেষ ম্যাচে কসোভোর কাছে ১–০ গোলে হেরেছে সুইডিশরা। এই হারে কপাল পুড়ল দলটির প্রধান কোচ ইয়ন ডাল টমাসনের।
২০ মিনিট আগেরাকিব হোসেন গোল পেয়েই যাবেন, এমন আভাস মিলছিল। হংকং তখন ১০ জন নিয়ে খেলছে। বাংলাদেশের আক্রমণের সামনে কোনোভাবে দাঁড়াতে পারছিল না হংকং। একের পর এক চাপে শেষ পর্যন্ত ভেঙে যায় তাদের রক্ষণ। ৮৫ মিনিটে ফাহামিদুল ইসলামের অ্যাসিস্ট থেকে বল জালে ফেলতে আর কোনো ভুল করেননি রাকিব। বিজ্ঞাপন বোর্ডের ওপর বসে ফাহামিদুলক
২৪ মিনিট আগেহংকংয়ের বিপক্ষে ড্রয়ের পরপরই বাংলাদেশের চোখ চলে যায় ভারত-সিঙ্গাপুর ম্যাচের দিকে। ভারত জিতলেই মূলপর্বে যাওয়ার লড়াইয়ে টিকে থাকত। ঘরের মাঠে ভারত এগিয়েও যায়। কিন্তু সেই আশা চিরতরে নিভিয়ে দেয় সিঙ্গাপুর। গোয়ার ফাতোর্দা স্টেডিয়ামে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। সেই সঙ্গে ভারতের পাশাপাশি বিদায় ঘণ্টা বেজে
৩০ মিনিট আগেইব্রাহিম জাদরান ও রহমানুল্লাহ গুরবাজের ব্যাটে উড়ন্ত সূচনা পেয়েছিল আফগানিস্তান। মাঝের ওভারে ধাক্কা খেলেও সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশের সামনে ২৯৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করিয়েছে হাশমতউল্লাহ শাহিদির দল। অর্থাৎ সিরিজ জিততে বাংলাদেশের দরকার ২৯৪ রান।
২ ঘণ্টা আগে