Ajker Patrika

এশিয়া কাপে আফগানিস্তান দলে নেই বাংলাদেশের ‘আতঙ্ক’

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ২২: ২৬
এশিয়া কাপে আফগানিস্তান দলে নেই বাংলাদেশের ‘আতঙ্ক’। ফাইল ছবি
এশিয়া কাপে আফগানিস্তান দলে নেই বাংলাদেশের ‘আতঙ্ক’। ফাইল ছবি

এশিয়া কাপ ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দলের নেতৃত্বে রয়েছেন নিয়মিত অধিনায়ক রশিদ খান। তবে বাদ পড়েছেন মুজিব-উর রহমান ও নাজিবউল্লাহ জাদরানের মতো তারকা ক্রিকেটাররা।

তবে মুজিব না থাকায় বাংলাদেশের জন্য যেন কিছুটা স্বস্তিও। চূড়ান্ত দলেও যদি না জায়গা হয়, তাহলে এশিয়া কাপে এই রহস্য স্পিনারকে মোকাবিলা করতে হবে না শান্ত-লিটনদের। টি-টোয়েন্টিতে বিভিন্ন ম্যাচে মুজিবের বোলিংয়ে খাবি খেতে দেখা গিয়েছিল বাংলাদেশের ব্যাটারদের। টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের বিপক্ষে তাঁর বোলিং রেকর্ডও বেশ দারুণ। ৯ ম্যাচে শিকার করেছেন ১৩ উইকেট, ইকোনিম ৫.২৫।

প্রাথমিক দলের ক্রিকেটাররা একটি দুই সপ্তাহব্যাপী প্রস্তুতি ক্যাম্পে অংশ নেবেন। তারপর চূড়ান্ত স্কোয়াডটি ১৫ সদস্যে নামিয়ে আনা হবে। এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে আফগানরা ২৯ আগস্ট শারজায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে।

ত্রিদেশীয় সিরিজটি চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। যেখানে আফগানদের সঙ্গে খেলবে পাকিস্তান ও আরব আমিরাত। সিরিজে তিন দলই পরস্পরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। এই সিরিজকে এশিয়া কাপে অংশগ্রহণের আগে গুরুত্বপূর্ণ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে অংশগ্রহণকারী দলগুলো। ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর হবে এশিয়া কাপ। আফগানিস্তানের সঙ্গে ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, হংকং ও শ্রীলঙ্কা।

আফগানিস্তানের প্রাথমিক দল

রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, ওয়াফিউল্লাহ তারাখিল, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ নবী, নাঙ্গিয়াল খারোতি, শরাফুদ্দিন আশরাফ, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মুজিব জাদরান, এ এম গজনফর, নূর আহমদ, ফজলহক ফারুকি, নাভিন-উল-হক, ফরিদ মালিক, সালিম সাফি, আবদুল্লাহ আহমাদজাই ও বশির আহমদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত