Ajker Patrika

ম্যাচসেরা হয়ে ফুটবলার পেলেন ৫৫ কেজি আলু

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ২১: ৫০
ম্যাচসেরা হয়ে আলু পেয়েছেন মাক্সিম সুলাস। ছবি: এক্স
ম্যাচসেরা হয়ে আলু পেয়েছেন মাক্সিম সুলাস। ছবি: এক্স

ম্যাচসেরার পুরস্কার হিসেবে সাধারণত ট্রফি কিংবা অর্থ দেওয়া হয় বেশির ভাগ সময়। কিন্তু ডেনমার্কের প্রথম বিভাগ ফুটবল লিগে ঘটল অদ্ভুত এক ঘটনা। ম্যাচসেরা হয়ে ফরাসি ফুটবলার মাক্সিম সুলাস পেলেন ৫৫ কেজি আলু। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

৫৫ কেজি আলুর বস্তা টেনে নেওয়া সহজ নয়; বিশেষ করে সুলাসের জন্য। তাই আলুর সঙ্গে ঠেলাগাড়িও উপহার পান তিনি। রোববার নর্সশেল্যান্ডের বিপক্ষে ৩-২ গোলের জয় পায় তাঁর দল সুন্নরইউস্কে। সেই ম্যাচের প্রথম গোলটি করেন ২৬ বছর বয়সী এই ডিফেন্ডার। নির্বাচিত হন ম্যাচসেরাও।

এত আলু দিয়ে কী করেছেন সুলাস। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘আলুগুলো আমি ক্লাবের ক্যাফেটেরিয়ায় দিয়ে দিয়েছি এবং তারা এর মধ্যে কিছু আলু একটি স্যুপ কিচেনে দিয়েছে।’

দক্ষিণ ফ্রান্সের মপেলিয়ের থেকে উঠে আসা সুলান ডেনমার্কের লিগে প্রথম খেলেন ২০২০ সালে। তখন অবশ্য আমাগেরের খেলোয়াড় ছিলেন তিনি। পরের বছর যোগ দেন সুন্নরইউস্কে। এমন অদ্ভুত পুরস্কার নিয়ে ক্লাব জনসংযোগ বিভাগের পরিচালক ইয়াকব রাভন বলেন, ‘পুরস্কারের বিষয়টি ম্যাচের পৃষ্ঠপোষক ঠিক করে দেয়। আলু দেওয়ার বিষয়টি মজার ব্যাপার ছিল এবং সেই গল্প এখন পুরো বিশ্বে ঘুরছে।’

এমন ব্যতিক্রমী পুরস্কারের উদাহরণ অবশ্য আরও আছে। সম্প্রতি নরওয়ের ঘরোয়া লিগে ব্রাইন এফকের ফুটবলার লাসে কভিগস্ট্যাডকে ম্যাচ সেরার পুরস্কার হিসেবে ১০০ ডিম, ৪০ প্যাকেট ওটস ও ২০ লিটার দুধ দেওয়া হয়।

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ২০১৩ সালে ম্যাচসেরা হয়ে ব্লেন্ডার মেশিন পেয়েছিলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার লুক রাইট। তখন আবাহনী লিমিটেডের হয়ে খেলতেন তিনি। ব্লেন্ডার মেশিন পেয়ে একটি টুইটও করেন এই অলরাউন্ডার; যা ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত