ক্রীড়া ডেস্ক
ম্যাচসেরার পুরস্কার হিসেবে সাধারণত ট্রফি কিংবা অর্থ দেওয়া হয় বেশির ভাগ সময়। কিন্তু ডেনমার্কের প্রথম বিভাগ ফুটবল লিগে ঘটল অদ্ভুত এক ঘটনা। ম্যাচসেরা হয়ে ফরাসি ফুটবলার মাক্সিম সুলাস পেলেন ৫৫ কেজি আলু। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
৫৫ কেজি আলুর বস্তা টেনে নেওয়া সহজ নয়; বিশেষ করে সুলাসের জন্য। তাই আলুর সঙ্গে ঠেলাগাড়িও উপহার পান তিনি। রোববার নর্সশেল্যান্ডের বিপক্ষে ৩-২ গোলের জয় পায় তাঁর দল সুন্নরইউস্কে। সেই ম্যাচের প্রথম গোলটি করেন ২৬ বছর বয়সী এই ডিফেন্ডার। নির্বাচিত হন ম্যাচসেরাও।
এত আলু দিয়ে কী করেছেন সুলাস। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘আলুগুলো আমি ক্লাবের ক্যাফেটেরিয়ায় দিয়ে দিয়েছি এবং তারা এর মধ্যে কিছু আলু একটি স্যুপ কিচেনে দিয়েছে।’
দক্ষিণ ফ্রান্সের মপেলিয়ের থেকে উঠে আসা সুলান ডেনমার্কের লিগে প্রথম খেলেন ২০২০ সালে। তখন অবশ্য আমাগেরের খেলোয়াড় ছিলেন তিনি। পরের বছর যোগ দেন সুন্নরইউস্কে। এমন অদ্ভুত পুরস্কার নিয়ে ক্লাব জনসংযোগ বিভাগের পরিচালক ইয়াকব রাভন বলেন, ‘পুরস্কারের বিষয়টি ম্যাচের পৃষ্ঠপোষক ঠিক করে দেয়। আলু দেওয়ার বিষয়টি মজার ব্যাপার ছিল এবং সেই গল্প এখন পুরো বিশ্বে ঘুরছে।’
এমন ব্যতিক্রমী পুরস্কারের উদাহরণ অবশ্য আরও আছে। সম্প্রতি নরওয়ের ঘরোয়া লিগে ব্রাইন এফকের ফুটবলার লাসে কভিগস্ট্যাডকে ম্যাচ সেরার পুরস্কার হিসেবে ১০০ ডিম, ৪০ প্যাকেট ওটস ও ২০ লিটার দুধ দেওয়া হয়।
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ২০১৩ সালে ম্যাচসেরা হয়ে ব্লেন্ডার মেশিন পেয়েছিলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার লুক রাইট। তখন আবাহনী লিমিটেডের হয়ে খেলতেন তিনি। ব্লেন্ডার মেশিন পেয়ে একটি টুইটও করেন এই অলরাউন্ডার; যা ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ম্যাচসেরার পুরস্কার হিসেবে সাধারণত ট্রফি কিংবা অর্থ দেওয়া হয় বেশির ভাগ সময়। কিন্তু ডেনমার্কের প্রথম বিভাগ ফুটবল লিগে ঘটল অদ্ভুত এক ঘটনা। ম্যাচসেরা হয়ে ফরাসি ফুটবলার মাক্সিম সুলাস পেলেন ৫৫ কেজি আলু। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
৫৫ কেজি আলুর বস্তা টেনে নেওয়া সহজ নয়; বিশেষ করে সুলাসের জন্য। তাই আলুর সঙ্গে ঠেলাগাড়িও উপহার পান তিনি। রোববার নর্সশেল্যান্ডের বিপক্ষে ৩-২ গোলের জয় পায় তাঁর দল সুন্নরইউস্কে। সেই ম্যাচের প্রথম গোলটি করেন ২৬ বছর বয়সী এই ডিফেন্ডার। নির্বাচিত হন ম্যাচসেরাও।
এত আলু দিয়ে কী করেছেন সুলাস। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘আলুগুলো আমি ক্লাবের ক্যাফেটেরিয়ায় দিয়ে দিয়েছি এবং তারা এর মধ্যে কিছু আলু একটি স্যুপ কিচেনে দিয়েছে।’
দক্ষিণ ফ্রান্সের মপেলিয়ের থেকে উঠে আসা সুলান ডেনমার্কের লিগে প্রথম খেলেন ২০২০ সালে। তখন অবশ্য আমাগেরের খেলোয়াড় ছিলেন তিনি। পরের বছর যোগ দেন সুন্নরইউস্কে। এমন অদ্ভুত পুরস্কার নিয়ে ক্লাব জনসংযোগ বিভাগের পরিচালক ইয়াকব রাভন বলেন, ‘পুরস্কারের বিষয়টি ম্যাচের পৃষ্ঠপোষক ঠিক করে দেয়। আলু দেওয়ার বিষয়টি মজার ব্যাপার ছিল এবং সেই গল্প এখন পুরো বিশ্বে ঘুরছে।’
এমন ব্যতিক্রমী পুরস্কারের উদাহরণ অবশ্য আরও আছে। সম্প্রতি নরওয়ের ঘরোয়া লিগে ব্রাইন এফকের ফুটবলার লাসে কভিগস্ট্যাডকে ম্যাচ সেরার পুরস্কার হিসেবে ১০০ ডিম, ৪০ প্যাকেট ওটস ও ২০ লিটার দুধ দেওয়া হয়।
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ২০১৩ সালে ম্যাচসেরা হয়ে ব্লেন্ডার মেশিন পেয়েছিলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার লুক রাইট। তখন আবাহনী লিমিটেডের হয়ে খেলতেন তিনি। ব্লেন্ডার মেশিন পেয়ে একটি টুইটও করেন এই অলরাউন্ডার; যা ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এশিয়া কাপ ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দলের নেতৃত্বে আছেন নিয়মিত অধিনায়ক রশিদ খান। তবে বাদ পড়েছেন মুজিব-উর রহমান ও নাজিবউল্লাহ জাদরানের মতো তারকা ক্রিকেটাররা।
২ ঘণ্টা আগেউইম্বলডনের সেমিফাইনালে ইয়ানিক সিনারের কাছে পরাজিত হওয়ার পর এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি নোভাক জোকোভিচ। এ সপ্তাহে শুরু হতে যাওয়া এটিপি সিনসিনাটি মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ৩৮ বছর বয়সী এই সার্বিয়ান তারকা। টুর্নামেন্ট কমিটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগেটি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে একই সঙ্গে ক্রিকেটের এই সংস্করণ ছাড়ার ঘোষণা দেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। কয়েক দিন আগে-পরে এ বছর টেস্ট সংস্করণকে বিদায়ের ঘোষণা দেন তাঁরা। তবে ওয়ানডে ক্যারিয়ার তাঁরা জিইয়ে রেখেছেন এই আশায়—২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলেই ক্যারিয়ারের ইতি টানবেন!
৩ ঘণ্টা আগেইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটার। টেস্ট ক্রিকেটে নিজেকে নিয়ে গেছেন দারুণ এক উচ্চতায়। অভিজাত সংস্করণে রান সংগ্রাহকের তালিকায় তাঁর সামনে শুধু শচীন টেন্ডুলকার। চোখ রাঙানি দিচ্ছেন ভারতীয় কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়ার। ২১ হাজারের বেশি আন্তর্জাতিক রান। ৫৭ সেঞ্চুরি ও ১১৩টি ফিফটি। জিতেছেন ওয়ানডে বিশ্ব
৪ ঘণ্টা আগে