
ইতোমধ্যে বিশ্ব ফুটবলে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন লামিনে ইয়ামাল। দারুণ সব ফুটবলীয় দক্ষতার কারণে বাকিদের থেকে সহজেই আলাদা করা যায় তাকে। এই স্প্যানিশ তরুণকে লিওনেল মেসি, নেইমারের সঙ্গে তুলনা করা হয়। যেটার ব্যাখ্যা দিলেন বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজ।

লামিনে ইয়ামালকে রেখে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ২৬ সদস্যের দল দিয়েছিলেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্ত। যদিও দল ঘোষণার কয়েক ঘণ্টা পর তাদের দুঃসংবাদ দিল বার্সেলোনা।

২০২৫ ব্যালন ডি’অর জেতার দৌঁড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন উসমান দেম্বেলে ও লামিনে ইয়ামাল। যদিও ফরাসি উইঙ্গারকে পেছনে ফেলে ফুটবলের সবচেয়ে ব্যক্তিগত সম্মানজনক পুরস্কারটি জেতা হয়নি তার। এই না পাওয়াই তাকে ক্যারিয়ারে আরও বেশি অনুপ্রাণিত করবে বলে মনে করেন বার্সেলোনার প্রধান কোচ হান্সি ফ্লিক।

লামিনে ইয়ামালকে পেছনে ফেলে ২০২৫ ব্যালন ডি’অর জিতেছেন উসমান দেম্বেলে। যেটা মেনে নিতে পারছেন না ইয়ামালের বাবা মুনির নাসরাউই। ফরাসি ফরোয়াডের্র ব্যালন ডি’অর জয়কে ফুটবলের জন্য নৈতিক ক্ষতি বলে মনে করছেন তিনি।