Ajker Patrika

ব্যালন ডি’অরের হতাশা ইয়ামালকে অনুপ্রাণিত করবে, মনে করেন কোচ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২২: ৩৫
ব্যালন ডি’অর অনুষ্ঠান থেকে খালি হাতে ফিরতে হয়নি স্প্যানিশ উইঙ্গারকে। কোপা ট্রফি জিতেছেন তিনি। ছবি: সংগৃহীত
ব্যালন ডি’অর অনুষ্ঠান থেকে খালি হাতে ফিরতে হয়নি স্প্যানিশ উইঙ্গারকে। কোপা ট্রফি জিতেছেন তিনি। ছবি: সংগৃহীত

২০২৫ ব্যালন ডি’অর জেতার দৌঁড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন উসমান দেম্বেলে ও লামিনে ইয়ামাল। যদিও ফরাসি উইঙ্গারকে পেছনে ফেলে ফুটবলের সবচেয়ে ব্যক্তিগত সম্মানজনক পুরস্কারটি জেতা হয়নি তার। এই না পাওয়াই তাকে ক্যারিয়ারে আরও বেশি অনুপ্রাণিত করবে বলে মনে করেন বার্সেলোনার প্রধান কোচ হান্সি ফ্লিক।

ইয়ামালের ব্যালন ডি’অর না জেতার বিষয়টি মেনে নিতে পারছেন না একদল ভক্ত সমর্থক। খুব কাছে গিয়েও ফ্রান্স ফুটবলের ম্যাগাজিনের এই পুরস্কার না জিততে পারা যে খোদ ১৮ বছর বয়সী ফুটবলারকেও কষ্ট দিচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। তার সে অনুভূতি ঠিকই বুঝতে পারছেন ফ্লিক। একই সঙ্গে ইয়ামাল দেম্বেলের ব্যালন ডি’অর জয়কে স্বাভাবিকভাবেই নিয়েছেন বলে বিশ্বাস জার্মান কোচের।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি ইয়ামালের সাথে কথা বলেছি। আমার মনে হয় সে এটাকে সঠিকভাবে দেখছে। এবার ব্যালন ডি’অর জিততে না পারা তার জন্য পরবর্তী বছরগুলোর প্রেরণা হিসেবে কাজ করবে। দেম্বেলে এটার যোগ্য ছিল। এটা একটা ভোটিং প্রক্রিয়া। এখানে অনেক কিছুই হতে পারে। আমার মনে হয় ইয়ামাল এটা ভালোভাবে মেনে নিয়েছে।’

গত মৌসুমে বার্সার ঘরোয়া ট্রেবল জয়ের অন্যতম রূপকার ছিলেন ইয়ামাল। নিজে ১৮ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান আরও ২১ টি। আগামী বছরও ব্যালন ডি’অরের লড়াইয়ে থাকবেন ইয়ামাল–এমনটাই বিশ্বাস ফ্লিকের, ‘হয়তো আগামী মৌসুমেও ইয়ামাল ব্যালন ডি’অরের জন্য একজন বিকল্প হবে। আমার এটা ভেবে সত্যিই ভালো লাগছে যে, আমাদের দলের অনেক খেলোয়াড় ভালো পর্যায়ে আছে। এটা আমাদের জন্য খুবই ভালো একটি বিষয়। এটা প্রমাণ করে যে আমাদের সময় কেমন যাচ্ছে। এই মৌসুমেও আমরা সে ধারাবাহিকতা ধরে রাখতে চায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত