Ajker Patrika

ইয়ামালের দেয়ালচিত্র নষ্ট করল কারা, ঘটনা কী

ক্রীড়া ডেস্ক    
ইয়ামালের দেয়ালচিত্রের ওপর ‘সেভেন ডোয়ার্ফ’ এঁকে নষ্ট করা হয়েছে। ছবি: এএফপি
ইয়ামালের দেয়ালচিত্রের ওপর ‘সেভেন ডোয়ার্ফ’ এঁকে নষ্ট করা হয়েছে। ছবি: এএফপি

বয়স মাত্র ১৮ হলেও লামিনে ইয়ামাল তাঁর পায়ের জাদুতে মুগ্ধ করছেন ভক্ত-সমর্থকদের। অল্প বয়সেই গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। বার্সেলোনার ‘ওয়ান্ডারকিড’ নামে পরিচিত এই ফুটবলারকে নিয়ে বানানো হয়েছে একটি দেয়ালচিত্র। সেই দেয়ালচিত্র নষ্ট হতেও অবশ্য বেশি সময় লাগেনি।

বার্সেলোনা শহরের ভিলা দে গ্রাসিয়া অঞ্চলের প্লাসা জোয়ানিক এলাকায় ইয়ামালের দেয়ালচিত্রকে নষ্ট করেছে দুর্বৃত্তরা। সামাজিক মাধ্যমে গত রাত থেকে তা ভাইরাল। স্প্যানিশ তরুণ ফুটবলারের দেয়ালচিত্রের ওপর ‘সেভেন ডোয়ার্ফ’ এঁকে সেটা আংশিকভাবে ঢেকে দেওয়া হয়। ‘সেভেন ডোয়ার্ফ’ গ্রিম ভাইদের রূপকথার গল্পের বই ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডোয়ার্ফ’–এর সাতটি কাল্পনিক বামন চরিত্র হিসেবে পরিচিত। দুর্বৃত্তরা ইয়ামালের দেয়ালচিত্রের ওপর এবং আশপাশে সাতটি বামন চরিত্র এঁকেছে।

এ বছরের ১৩ জুলাই ইয়ামাল ১৮ বছর পূর্ণ করেছেন। ইএসপিএন গত রাতে এক প্রতিবেদনে জানিয়েছে, তাঁর ১৮তম জন্মদিনের আগে দেয়ালচিত্রটি উন্মোচন করা হয়। দেয়ালচিত্রে কমিক সুপারহিরো চরিত্র ‘সুপারম্যান’–এর পোশাকে ইয়ামালকে ফুটিয়ে তুলেছিলেন ইতালিয়ান নগরশিল্পী সালভাতরে বেনিনতেন্দে। এই বেনিনতেন্দে ‘টিভিবয়’ নামে পরিচিত। এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের গতকালের এক প্রতিবেদন থেকে জানা গেছে, দেয়ালচিত্রটি গতকাল স্থানীয় সময় বিকেলে আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। যে ‘টিভিবয়’ দেয়ালচিত্র এঁকেছিলেন, তিনিই পরে ঠিকঠাক করেছেন।

ইয়ামালের দেয়ালচিত্র নষ্ট করার কাজটা যে দুর্ঘটনাবশত নয়, সেটা স্প্যানিশ সংবাদমাধ্যমে জানা গেছে। ১৩ জুলাই নিজের ১৮তম জন্মদিনের অনুষ্ঠানে মজা করতেই একদল বামন মানুষকে ভাড়া করেছিলেন ইয়ামাল। তখন ইয়ামালের জন্মদিন উদ্‌যাপনের পার্টিতে প্রতিবন্ধী আইন লঙ্ঘন হয়েছিল কিনা, এ ব্যাপারে স্পেনের সামাজিক অধিকারবিষয়ক মন্ত্রণালয় তদন্তের অনুরোধও করেছিল। জন্মদিনের পার্টি নিয়ে ব্যাপক সমালোচনার শিকারও হয়েছিলেন স্প্যানিশ তরুণ ফুটবলার।

ইয়ামালের দেয়ালচিত্র নষ্ট করার ছবি কদিন আগেই অবশ্য ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে বোঝা যায় যে এআই দিয়ে বানানো হয়েছিল সেই ভাইরাল ছবিগুলো। বার্সেলোনার প্রাক–মৌসুম সফরে ইয়ামাল এখন দক্ষিণ কোরিয়ায় আছেন। দেগু স্টেডিয়ামে স্বাগতিক দেগু ক্লাবকে প্রীতি ম্যাচে গতকাল ৫-০ গোলে হারিয়েছে বার্সা। ইয়ামাল ৪৬ মিনিট খেললেও কোনো গোল করতে পারেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত