ক্রীড়া ডেস্ক
বার্সেলোনায় লিওনেল মেসির আইকনিক ১০ নম্বর জার্সিটা যে তিনিই পেতে যাচ্ছেন, সেটি জানাই ছিল। পরশু নিশ্চিত হলো তা। মেসির ১০ নম্বর জার্সি গায়ে চড়াবেন লামিনে ইয়ামাল। এদিন স্প্যানিশ এই উইঙ্গারের হাতে ১০ নম্বর জার্সি আনুষ্ঠানিকভাবে তুলে দিয়েছে কাতালান দলটি।
১৮ বছর বয়সী ইয়ামালের সঙ্গে গত মাসেই ২০৩১ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা। ওই চুক্তির একটি শর্তই ছিল লম্বা সময় মেসির পরা ক্লাবের ১০ নম্বর জার্সিটি পাবেন ইয়ামাল। তখন সে চুক্তির আনুষ্ঠানিকতার কোনো ছবি প্রকাশ করা হয়নি। করা হয়নি এই কারণে যে ইয়ামালের প্রাণপ্রিয় দাদি উপস্থিত হতে পারেননি। আর ইয়ামালের চাওয়া ছিল-দাদিকে নিয়েই ক্লাবের সঙ্গে নতুন চুক্তি উদ্যাপন করবেন। গতকাল ছিল সেই দিন। পরিবারের সবাইকে নিয়েই এদিন নতুন চুক্তি উদ্যাপন করেন বার্সেলোনার এই ফুটবল সেনসেশন।
বার্সায় মেসির আইকনিক ১০ নম্বর জার্সি পেলেও এই জার্সির গুরুত্ব জানেন ইয়ামাল। বললেন, ‘মেসি তাঁর পথ তৈরি করেছেন, আমি আমারটি তৈরি করব।
কঠোর পরিশ্রম করব, সবকিছু উজাড় করে দেব। বার্সেলোনা সমর্থক, যাঁরা স্টেডিয়ামে এসে কিংবা বাড়িতে বসে খেলা দেখেন, তাঁদের খুশি রাখার চেষ্টা করব।’
২০২৩ সালে মাত্র ১৫ বছর বয়সে ৪১ নম্বর জার্সিতে বার্সায় অভিষেক ইয়ামালের। এরপর কাতালান দলটির হয়ে ১০০টিরও বেশি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ২৫টি। তাঁর উচ্ছ্বসিত পারফরম্যান্সে মুগ্ধ বার্সেলোনা নতুন চুক্তিতে তাঁর বেতন বাড়িয়েছে। নতুন চুক্তিতে তিনি ক্লাবের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার হয়েছেন। ভবিষ্যতে বার্সায় তিনি আরও ভালো করতে পারবেন বলে আশা করেন ইয়ামাল, ‘গতবারের চেয়েও বেশি উপভোগ করতে পারব এবং নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারব বলে আশা রাখি আমি।’
লিওনেল মেসির মতোই বার্সেলোনোর একাডেমি ‘লা মাসিয়া’ থেকেই তাঁর উঠে আসা। তবে তারও আগে থেকে ইয়ামাল বার্সেলোনায় খেলা ও ক্লাবের ১০ নম্বর জার্সি পরার স্বপ্ন দেখতেন। ইয়ামাল বললেন, ‘বার্সা আমার জীবন। আমি সাত বছর বয়স থেকে এখানে আছি। লা মাসিয়ার সব শিশুদেরই স্বপ্ন থাকে প্রথম দলে খেলার, আমি সেটা করছি, আর আমাকে পরিশ্রম চালিয়ে যেতে হবে। আমি ছোটবেলায় স্বপ্ন দেখতাম বার্সায় খেলার এবং এই ১০ নম্বর জার্সি গায়ে তোলার।’
বার্সেলোনায় লিওনেল মেসির আইকনিক ১০ নম্বর জার্সিটা যে তিনিই পেতে যাচ্ছেন, সেটি জানাই ছিল। পরশু নিশ্চিত হলো তা। মেসির ১০ নম্বর জার্সি গায়ে চড়াবেন লামিনে ইয়ামাল। এদিন স্প্যানিশ এই উইঙ্গারের হাতে ১০ নম্বর জার্সি আনুষ্ঠানিকভাবে তুলে দিয়েছে কাতালান দলটি।
১৮ বছর বয়সী ইয়ামালের সঙ্গে গত মাসেই ২০৩১ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা। ওই চুক্তির একটি শর্তই ছিল লম্বা সময় মেসির পরা ক্লাবের ১০ নম্বর জার্সিটি পাবেন ইয়ামাল। তখন সে চুক্তির আনুষ্ঠানিকতার কোনো ছবি প্রকাশ করা হয়নি। করা হয়নি এই কারণে যে ইয়ামালের প্রাণপ্রিয় দাদি উপস্থিত হতে পারেননি। আর ইয়ামালের চাওয়া ছিল-দাদিকে নিয়েই ক্লাবের সঙ্গে নতুন চুক্তি উদ্যাপন করবেন। গতকাল ছিল সেই দিন। পরিবারের সবাইকে নিয়েই এদিন নতুন চুক্তি উদ্যাপন করেন বার্সেলোনার এই ফুটবল সেনসেশন।
বার্সায় মেসির আইকনিক ১০ নম্বর জার্সি পেলেও এই জার্সির গুরুত্ব জানেন ইয়ামাল। বললেন, ‘মেসি তাঁর পথ তৈরি করেছেন, আমি আমারটি তৈরি করব।
কঠোর পরিশ্রম করব, সবকিছু উজাড় করে দেব। বার্সেলোনা সমর্থক, যাঁরা স্টেডিয়ামে এসে কিংবা বাড়িতে বসে খেলা দেখেন, তাঁদের খুশি রাখার চেষ্টা করব।’
২০২৩ সালে মাত্র ১৫ বছর বয়সে ৪১ নম্বর জার্সিতে বার্সায় অভিষেক ইয়ামালের। এরপর কাতালান দলটির হয়ে ১০০টিরও বেশি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ২৫টি। তাঁর উচ্ছ্বসিত পারফরম্যান্সে মুগ্ধ বার্সেলোনা নতুন চুক্তিতে তাঁর বেতন বাড়িয়েছে। নতুন চুক্তিতে তিনি ক্লাবের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার হয়েছেন। ভবিষ্যতে বার্সায় তিনি আরও ভালো করতে পারবেন বলে আশা করেন ইয়ামাল, ‘গতবারের চেয়েও বেশি উপভোগ করতে পারব এবং নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারব বলে আশা রাখি আমি।’
লিওনেল মেসির মতোই বার্সেলোনোর একাডেমি ‘লা মাসিয়া’ থেকেই তাঁর উঠে আসা। তবে তারও আগে থেকে ইয়ামাল বার্সেলোনায় খেলা ও ক্লাবের ১০ নম্বর জার্সি পরার স্বপ্ন দেখতেন। ইয়ামাল বললেন, ‘বার্সা আমার জীবন। আমি সাত বছর বয়স থেকে এখানে আছি। লা মাসিয়ার সব শিশুদেরই স্বপ্ন থাকে প্রথম দলে খেলার, আমি সেটা করছি, আর আমাকে পরিশ্রম চালিয়ে যেতে হবে। আমি ছোটবেলায় স্বপ্ন দেখতাম বার্সায় খেলার এবং এই ১০ নম্বর জার্সি গায়ে তোলার।’
জয়রথ ছুটছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের। মে মাসে শ্রীলঙ্কা সফরে যুব ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছিল ৩–২ ব্যবধানে। এবার এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির পর্ব হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে আজিজুল হাকিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম ম্যাচেই ১৩০ রানের বড় জয় তুলে..
৩৩ মিনিট আগেকিছুদিন আগেই ক্রিকেট ছেড়েছেন নিকোলাস পুরান। এবার ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। একের পর এক এভাবে ক্রিকেটারদের জাতীয় দল ছেড়ে যাওয়াকে ভালো চোখে দেখছেন না ব্রায়ান লারা। এর জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকেই (সিডব্লুআই) দুষছেন ক্যারিবিয়ান এই ক্রিকেট কিংবদন্তি।
২ ঘণ্টা আগেঅগোছাল ফুটবলের কারণে শুরুতে অচেনা লাগছিল বাংলাদেশকে। কোচ পিটার বাটলারও তাই একাদশে পরিবর্তন আনতে বাধ্য হন ৩১ মিনিটের মধ্যে। জড়তা কাটিয়ে মেয়েরাও খুঁজে পান ছন্দ। ভুটানকে ৩-০ গোলে হারিয়ে অক্ষত রাখেন টুর্নামেন্টে অপরাজিত থাকার ধারা।
৩ ঘণ্টা আগেম্যাচের শুরু থেকে অপেক্ষা বাংলাদেশ গোল কখন দেবে। কারণ আগের তিন ম্যাচেই প্রথমার্ধে গোলের দেখা পেয়ে যায় পিটার বাটলারের দল। তাও শুরুর দিকে। গোলের দেখা মিলেছে আজও। সেজন্য অপেক্ষা করতে হয় ৩৩ মিনিট। সেই এক গোলে এগিয়ে ভুটানের বিপক্ষে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
৪ ঘণ্টা আগে