Ajker Patrika

মেসির ১০ নম্বর জার্সি এখন ইয়ামালের

ক্রীড়া ডেস্ক    
বার্সেলোনার ১০ নম্বর জার্সি হাতে লামিনে ইয়ামাল। ছবি: এএফপি
বার্সেলোনার ১০ নম্বর জার্সি হাতে লামিনে ইয়ামাল। ছবি: এএফপি

বার্সেলোনায় লিওনেল মেসির আইকনিক ১০ নম্বর জার্সিটা যে তিনিই পেতে যাচ্ছেন, সেটি জানাই ছিল। পরশু নিশ্চিত হলো তা। মেসির ১০ নম্বর জার্সি গায়ে চড়াবেন লামিনে ইয়ামাল। এদিন স্প্যানিশ এই উইঙ্গারের হাতে ১০ নম্বর জার্সি আনুষ্ঠানিকভাবে তুলে দিয়েছে কাতালান দলটি।

১৮ বছর বয়সী ইয়ামালের সঙ্গে গত মাসেই ২০৩১ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা। ওই চুক্তির একটি শর্তই ছিল লম্বা সময় মেসির পরা ক্লাবের ১০ নম্বর জার্সিটি পাবেন ইয়ামাল। তখন সে চুক্তির আনুষ্ঠানিকতার কোনো ছবি প্রকাশ করা হয়নি। করা হয়নি এই কারণে যে ইয়ামালের প্রাণপ্রিয় দাদি উপস্থিত হতে পারেননি। আর ইয়ামালের চাওয়া ছিল-দাদিকে নিয়েই ক্লাবের সঙ্গে নতুন চুক্তি উদ্‌যাপন করবেন। গতকাল ছিল সেই দিন। পরিবারের সবাইকে নিয়েই এদিন নতুন চুক্তি উদ্‌যাপন করেন বার্সেলোনার এই ফুটবল সেনসেশন।

বার্সায় মেসির আইকনিক ১০ নম্বর জার্সি পেলেও এই জার্সির গুরুত্ব জানেন ইয়ামাল। বললেন, ‘মেসি তাঁর পথ তৈরি করেছেন, আমি আমারটি তৈরি করব।

কঠোর পরিশ্রম করব, সবকিছু উজাড় করে দেব। বার্সেলোনা সমর্থক, যাঁরা স্টেডিয়ামে এসে কিংবা বাড়িতে বসে খেলা দেখেন, তাঁদের খুশি রাখার চেষ্টা করব।’

২০২৩ সালে মাত্র ১৫ বছর বয়সে ৪১ নম্বর জার্সিতে বার্সায় অভিষেক ইয়ামালের। এরপর কাতালান দলটির হয়ে ১০০টিরও বেশি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ২৫টি। তাঁর উচ্ছ্বসিত পারফরম্যান্সে মুগ্ধ বার্সেলোনা নতুন চুক্তিতে তাঁর বেতন বাড়িয়েছে। নতুন চুক্তিতে তিনি ক্লাবের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার হয়েছেন। ভবিষ্যতে বার্সায় তিনি আরও ভালো করতে পারবেন বলে আশা করেন ইয়ামাল, ‘গতবারের চেয়েও বেশি উপভোগ করতে পারব এবং নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারব বলে আশা রাখি আমি।’

লিওনেল মেসির মতোই বার্সেলোনোর একাডেমি ‘লা মাসিয়া’ থেকেই তাঁর উঠে আসা। তবে তারও আগে থেকে ইয়ামাল বার্সেলোনায় খেলা ও ক্লাবের ১০ নম্বর জার্সি পরার স্বপ্ন দেখতেন। ইয়ামাল বললেন, ‘বার্সা আমার জীবন। আমি সাত বছর বয়স থেকে এখানে আছি। লা মাসিয়ার সব শিশুদেরই স্বপ্ন থাকে প্রথম দলে খেলার, আমি সেটা করছি, আর আমাকে পরিশ্রম চালিয়ে যেতে হবে। আমি ছোটবেলায় স্বপ্ন দেখতাম বার্সায় খেলার এবং এই ১০ নম্বর জার্সি গায়ে তোলার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনবিআরে আন্দোলন: শাস্তি পেতে পারেন তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী

সাবেক আইজির রাজসাক্ষী হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পুলিশে

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

সরকারি চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হবে না

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত