Ajker Patrika

অশ্রাব্য ভাষায় প্রতিক্রিয়া দেখিয়ে জরিমানা গুনলেন তামিম

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৯ মে ২০২১, ১৮: ৩১
অশ্রাব্য ভাষায় প্রতিক্রিয়া দেখিয়ে জরিমানা গুনলেন তামিম

ঢাকা: শেষ ওয়ানডেতে আম্পায়ারের আউট দেওয়া নিয়ে মাঠেই অসন্তুষ্টি দেখিয়েছিলেন তামিম ইকবাল। আম্পায়ার শরিফুদ্দৌল্লা ইবনে শহীদ সৈকতের উদ্দেশে কিছু বলতেও দেখা যায় তাঁকে। শাস্তি হিসেবে বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের ম্যাচ ফির ১৫ শতাংশ কাটা গেছে।

আজ আইসিসি জানিয়েছে, আম্পায়ারকে অশ্রাব্য ভাষায় প্রতিক্রিয়া দেখিয়ে তামিম আইসিসির আচরণবিধির ২.৩ ধারা ভেঙেছেন। তামিম ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের কাছে দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। গত ২৪ মাসে এমন ঘটনা ঘটায় তামিমের নামের পাশে একটি ডেমেরিট পয়েন্ট যুক্ত করা হয়েছে।

বাংলাদেশ ইনিংসের ১০তম ওভারে এ ঘটনা ঘটে। দুশমান্থ চামিরার বলে ক্যাচ আবেদন করলে আঙুল তুলে দেন আম্পায়ার শরিফুদ্দৌলা। তবে তামিম রিভিউ নেন। স্নিকোতে দেখা গেছে, ফুল লেংথের বলে ড্রাইভ করতে গিয়ে তামিমের ব্যাট পিচে আঘাত করে। একই সময় বল গেছে তামিমের ব্যাট ঘেঁষে। তা দেখেই থার্ড আম্পায়ার তামিমকে আউট দেন। শেষ পর্যন্ত ২৯ বল খেলে ১৭ রান করে মাঠ ছাড়তে হয় তামিমকে।

ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেই বিতর্কিত আউট নিয়ে হতাশা প্রকাশ করেন তামিম। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বলেছেন, ‘এটা খুবই হতাশার। আমি শতভাগ নিশ্চিত ছিলাম যে আমার ব্যাটে বল লাগেনি। দুর্ভাগ্যজনক যে আমার ব্যাটের পাশ দিয়ে বল যাওয়ার সময় ব্যাট মাটিতে লাগে। এটাও আম্পায়ারের জন্য প্রায় অসম্ভব ছিল সিদ্ধান্ত বদলে দেওয়া।’

তামিম এও দাবি করেছেন, অনফিল্ড আম্পায়ার যদি আউট না দিতেন, তাহলে ভিন্ন ঘটনা হতে পারত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত