Ajker Patrika

সেঞ্চুরি পাওয়া হলো না মুশফিকের

আপডেট : ২৩ মে ২০২১, ২০: ৪৮
সেঞ্চুরি পাওয়া হলো না মুশফিকের

ঢাকা: ২৩তম ওভারের খেলা চলছিল তখন। ২ উইকেটে ৯৯ রান করা বাংলাদেশ ভালোই এগোচ্ছিল। কিন্তু তখনই পরপর দুই বলে তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুনকে হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। সেখান থেকে মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দলকে পথ দেখান মুশফিকুর রহিম। ১০৯ রানের জুটিতে ব্যাটিংয়ের হাল ধরেছিলেন এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান। কিন্তু শতকের সম্ভাবনা জাগিয়েও ৮৪ রান করে ফিরে গেছেন মুশফিক।

আজ মিরপুরে টস জেতা বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটাও অবশ্য ভালো হয়নি। প্রথম রানটা আসে ইসুরু উদানার ওয়াইড থেকে। ওভারে শেষ বলে চার মেরে রানের খাতা খোলেন তামিম ইকবাল। দুঃসময়ের বৃত্তে থাকা লিটন দ্বিতীয় ওভারে রানের খাতা খোলার আগে অলস এক শটে ধরা পড়েন উইকেটকিপারে হাতে। সাদা বলের ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টিতেও শূন্য রানে ফিরেছিলেন তিনি। এটি ওয়ানডেতে সর্বশেষ সাত ইনিংসে লিটনের তৃতীয় শূন্য। সর্বশেষ ৭ ওয়ানডেতে ৭.৫ গড়ে ৭৬ রান করেছেন এই ওপেনার।

নিউজিল্যান্ড সিরিজে ছুটিতে থাকা সাকিবের ফেরাটাও খুব একটা রঙিন হয়নি। এদিন সাকিব খেলতে নেমেছিলেন পছন্দের তিন নম্বর পজিশনে। দুশমন্থ চামিরাকে কাভার দিয়ে দুর্দান্ত ড্রাইভে চার মেরে শুরুটা ভালোই করেছিলেন সাকিব। চার মেরে শুরু করলেও উইকেটে মোটেই সাবলীল ছিলেন না সাকিব। জড়তা কাটাতে উইকেট থেকে বেরিয়ে মারতে গিয়ে পাথুম নিশাঙ্কার হাতে ধরা পড়েন লং অনে। ৩৪ বলে ১৫ রানে ফেরেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

একপ্রান্ত উইকেট আগলে রেখেছিলেন অধিনায়ক তামিম। ক্যারিয়ারের ৫১তম ফিফটি তুলে নেয়া তামিম ইনিংস বড় করতে ব্যর্থ হয়ে ফিরেছেন দলের ৯৯ রানে। সর্বশেষ ৬ ওয়ানডেতে তামিমের এটি চতুর্থ ফিফটি। পরের বলেই ধনাঞ্জয়া ডি সিলভার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন মোহাম্মদ মিঠুন। বিপদে পড়া দলের হাল ধরেন মুশফিক ও মাহমুদউল্লাহ। ওয়ানডেতে নিজের ৪০তম ফিফটি পেয়েছেন মুশফিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত