ক্রীড়া ডেস্ক
কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কেকেআর। কলকাতা তাঁর অধীনে ২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। সবশেষ মৌসুমে অবশ্য ভালো যায়নি দলটির। ৮ নম্বরে থেকে মৌসুম শেষ করে তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে কলকাতা নাইট রাইডার্স লিখেছে, ‘ধন্যবাদ চান্দু স্যার। চন্দ্রকান্ত পণ্ডিত নতুন কিছু করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আর কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ হিসেবে কাজ করতে চান না। অমূল্য অবদানের জন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। তাঁর কোচিংয়ে আমরা ২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছি। তিনি একটি শক্তিশালী এবং লড়াকু দল তৈরি করেছিলেন। তাঁর নেতৃত্ব ও শৃঙ্খলা আমাদের দলকে প্রভাবিত করেছিল।’
চন্দ্রকান্তের ভবিষ্যতের জন্য শুভ কামনা জানিয়ে কেকেআর আরও লিখেছে, ‘আপনার ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাচ্ছি আমরা। একজন নাইট, সব সময় নাইট। কলকাতা সব সময় আপনার ঘর থাকবে।’
চন্দ্রকান্ত কেনে পদত্যাগ করলেন, এর স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই। তবে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, গত আইপিএলে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি দল। কোচ চন্দ্রকান্তকে নিয়েও অসন্তুষ্ট ছিলেন কেকেআর কর্তৃপক্ষের একাংশ। শেষ পর্যন্ত তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। চন্দ্রকান্তের সঙ্গে নতুন করে আর চুক্তি হচ্ছে না। কেকেআর কর্তৃপক্ষ জানিয়েছেন, দু’পক্ষ সমঝোতার ভিত্তিতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে।
২০২৫ সালের আইপিএল পর্যন্ত চুক্তি ছিল চন্দ্রকান্তের সঙ্গে। ব্রেন্ডন ম্যাককালামের বিদায়ের পর ২০২৩ সালে চন্দ্রকান্তকে কোচ হিসেবে নিয়োগ দেয় কেকেআর।
কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কেকেআর। কলকাতা তাঁর অধীনে ২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। সবশেষ মৌসুমে অবশ্য ভালো যায়নি দলটির। ৮ নম্বরে থেকে মৌসুম শেষ করে তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে কলকাতা নাইট রাইডার্স লিখেছে, ‘ধন্যবাদ চান্দু স্যার। চন্দ্রকান্ত পণ্ডিত নতুন কিছু করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আর কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ হিসেবে কাজ করতে চান না। অমূল্য অবদানের জন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। তাঁর কোচিংয়ে আমরা ২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছি। তিনি একটি শক্তিশালী এবং লড়াকু দল তৈরি করেছিলেন। তাঁর নেতৃত্ব ও শৃঙ্খলা আমাদের দলকে প্রভাবিত করেছিল।’
চন্দ্রকান্তের ভবিষ্যতের জন্য শুভ কামনা জানিয়ে কেকেআর আরও লিখেছে, ‘আপনার ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাচ্ছি আমরা। একজন নাইট, সব সময় নাইট। কলকাতা সব সময় আপনার ঘর থাকবে।’
চন্দ্রকান্ত কেনে পদত্যাগ করলেন, এর স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই। তবে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, গত আইপিএলে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি দল। কোচ চন্দ্রকান্তকে নিয়েও অসন্তুষ্ট ছিলেন কেকেআর কর্তৃপক্ষের একাংশ। শেষ পর্যন্ত তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। চন্দ্রকান্তের সঙ্গে নতুন করে আর চুক্তি হচ্ছে না। কেকেআর কর্তৃপক্ষ জানিয়েছেন, দু’পক্ষ সমঝোতার ভিত্তিতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে।
২০২৫ সালের আইপিএল পর্যন্ত চুক্তি ছিল চন্দ্রকান্তের সঙ্গে। ব্রেন্ডন ম্যাককালামের বিদায়ের পর ২০২৩ সালে চন্দ্রকান্তকে কোচ হিসেবে নিয়োগ দেয় কেকেআর।
বাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
১০ ঘণ্টা আগেসাকিব-মাশরাফিদের সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট হামাগুড়ি থেকে উঠে দাঁড়াতে শিখেছে। শিখেছে দৌড়াতে। ‘পঞ্চপাণ্ডব’ বাংলাদেশকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। তাঁদের সবার ক্যারিয়ার প্রায় শেষ। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে। মুশফিকুর রহিম খেলছেন শুধু
১০ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সদর দপ্তরে চুরির ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইপিএলের বেশ কিছু জার্সি চুরি হয়েছে বলে জানা গেছে।
১২ ঘণ্টা আগেএশিয়ান কাপে প্রথমবার খেলার সুযোগ পেয়ে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। নবাগত দলটিকে সামলাতে হবে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে। তবে ভয় পাচ্ছেন না বাংলাদেশ কোচ পিটার বাটলার। বরং দেখছেন শেখার মঞ্চ হিসেবে।
১৩ ঘণ্টা আগে