Ajker Patrika

২৫৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

আপডেট : ২৩ মে ২০২১, ১৯: ৫৮
২৫৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

ঢাকা: মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ—তিন অভিজ্ঞ ব্যাটসম্যানই পেয়েছেন ফিফটি। কেউ সেঞ্চুরির দেখা পাননি। তবে যে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ, সেখান থেকে ৫০ ওভারে ৬ উইকেটে ২৫৭—নেহাত মন্দ নয়। ২৫৮ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৬ ওভারে ১ উইকেটে ৩৬ রান।

মিরপুরে আজ টস জেতা বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারের শেষ বলে চার মেরে রানের খাতা খোলেন তামিম ইকবাল। দুঃসময়ের বৃত্তে আটকে পড়া লিটন দ্বিতীয় ওভারে স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগেই অহেতুক অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে ধরা পড়েন লঙ্কান উইকেটকিপারে হাতে। ওয়ানডেতে সর্বশেষ সাত ইনিংসে এটি লিটনের তৃতীয় ‘ডাক’।

তিন মাস পর সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটাও খুব একটা রঙিন হয়নি। পছন্দের তিন নম্বর পজিশনে ফিরে আজ বাঁহাতি অলরাউন্ডার করতে পেরেছেন ৩৪ বলে ১৫ রান। দানুস্কা গুনাতিলাকাকে ডাউন দ্য উইকেটে উড়িয়ে লং অনে ক্যাচ হয়েছেন নিশাঙ্কার।

লিটন-সাকিবের বিদায়ের পর মুশফিকুর রহিমকে নিয়ে ভালোই এগোচ্ছিলেন তামিম। এ ম্যাচেও বাঁহাতি ওপেনারের শুরু ধীরলয়ে। স্ট্রাইকরেট একটা সময়ে নেমে আসে ৬০–এর নিচে। অবশ্য তামিম একাধিকবার বলেছেন, খেলার ধরন তিনি পাল্টাবেন না! সে তামিম না পাল্টান, লম্বা ইনিংস তো খেলতে পারেন। সে পথেই এগোচ্ছিলেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। ক্যারিয়ারের ৫১তম ফিফটি তুলে নিয়েছেন ৬৬ বলে।

তামিম যে নিজেকে ‘মি. ফিফটি’ বানিয়ে ফেলছেন, সেটি বোঝাতেই যেন ফিফটিকে আর তিন অঙ্কে রূপ দিতে পারেননি। লঙ্কান অফ স্পিনার ধনাঞ্জয় ডি সিলভার ইয়র্কার উইকেটে নড়েচড়ে খেলতে গিয়ে পড়লে এলবিডব্লুর ফাঁদে। ফিরলেন ৭০ বলে ৫২ রান করে। সর্বশেষ ৬ ওয়ানডেতে চারবার ফিফটি ছুঁয়েছেন তামিম। অধিনায়কের পথ অনুসরণ করে পরের বলেই আউট মোহাম্মদ মিঠুন (০)।

২ উইকেটে ৯৯ থেকে হুট করে ৪ উইকেটে ৯৯—বেশ চাপে পড়ে যায় বাংলাদেশ। এই বিপর্যয় থেকে দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নেন মুশফিক আর মাহমুদউল্লাহ রিয়াদ। ভীষণ চাপে বাংলাদেশ দলের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান পঞ্চম উইকেটে গড়েন ১০৯ রানের জুটি। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও পারেননি মুশফিক। উদ্ভাবনী শট খেলায় তাঁর বিশেষ আগ্রহ আছে। প্রচুর রানও পান এ ধরনের শট খেলে। আবার কখনো এই শটই হয়ে যায় তাঁর আউটের কারণ। আজও আউট হয়েছেন এমনই ঝুঁকিপূর্ণ শট খেলে। সান্দাকানকে রিভার্স সুইপ করতে গিয়ে ধরা পড়েছেন শর্ট থার্ডে উদানার হাতে। তার আগে খেলেছেন ৮৪ রানের লড়াকু এক ইনিংস। ইনিংসে বাউন্ডারি থেকে যোগ হয়েছে ২২ রান। বাকি ৬২ রান নিয়েছেন দৌড়ে। টেম্পারামেন্ট আর ফিটনেসে চরম পরীক্ষা দিয়ে তীব্র চাপ আর উষ্ণ আবহাওয়ায় ৭৩ শতাংশ রান মুশফিক নিয়েছেন দৌড়ে।

মুশফিক ফেরার পর ইনিংস খুব একটা লম্বা করতে পারেননি রিয়াদও। করেছেন ৭৬ বলে ৫৪ রান করে। শেষ দিকে আফিফ আর সাইফউদ্দিনের ১৭ বলে ২৭ রানের জুটি বাংলাদেশকে এনে দেয় ২৫৮ রানের লড়াইয়ের পুঁজি। আফিফ হোসেনের ২২ বলে অপরাজিত ছিলেন ২৭ রান আর মোহাম্মদ সাইফউদ্দিন উইকেটে ছিলেন ৯ বলে ১৩ রান করে। শেষ ৫ ওভারে বাংলাদেশ তুলেছে ৪৭ রান। ৪৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সফলতম বোলার ধনাঞ্জয় ডি সিলভা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত