নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বেতন বাড়ছে সাকিব–তামিম–মুশফিকদের। কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারদের বেতন বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মিরপুরে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন আকরাম খান।
আকরাম জানিয়েছেন, প্রাথমিকভাবে কেন্দ্রীয় চুক্তিতে ২৩-২৪ ক্রিকেটারের নাম থাকলেও সেটা কমে আসবে। চূড়ান্ত তালিকাটা হতে পারে ১৮-২০ ক্রিকেটারের। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম সাংবাদিকদের বলেছেন, ‘করোনা পরিস্থিতিতে অন্য বোর্ডে খেলোয়াড়, স্টাফদের বেতন কমিয়েছে। আমরা বোর্ড সভাপতিকে অনুরোধ করেছি, বেতন যেন ১০-২০ শতাংশ বাড়ে। কীভাবে বাড়বে, এটা আমরা ভাবব। তবে মৌখিকভাবে অনুমোদন হয়েছে যে বেতনটা বাড়বে।’
বিসিবির পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হয়েছে জাতীয় দলের মতোই আরও একটি দল গঠন করা হবে। এই দলের নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশ টাইগার্স’। এই ছায়া দলের কাজ কী বা কীভাবে এই দল পরিচালিত হবে—এই বিষয়ে অবশ্য পরিষ্কার নন আকরাম খান। ছায়া দল নিয়ে বিসিবির পরিচালক কাজী ইনাম আহমেদ পরশু সাংবাদিকদের জানিয়েছিলেন, জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটার ও যাঁদের জাতীয় দলে খেলার সম্ভাবনা আছে, এমন ক্রিকেটারদের নিয়ে ছায়া দল হবে। এখন প্রশ্ন উঠেছে, ‘এ’ দলের কাজ কী হবে তাহলে?
যেকোনো দেশে জাতীয় দলের পরই দ্বিতীয় সেরা দল বিবেচনা করা হয় ‘এ’ দলকে। ‘এ’ দল সব সময়ই জাতীয় দল ও জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটারদের সেতু হিসেবে কাজ করে। ছায়া দল নিয়ে কাজী ইনামের যে ধারণা দিয়েছেন, তাতে বোঝা যাচ্ছে, জাতীয় দলের বদলি ক্রিকেটারদের প্রস্তুত রাখা হবে এই দলের মূল লক্ষ্য। সেটিই যদি হয়, ‘এ’ দল আর ছায়া দলের কাজ তো একই দাঁড়াচ্ছে। তাহলে একই আদলে দুই নামে দুই দল কেন গঠন করা?
এই প্রশ্নে আকরামের সরল স্বীকারোক্তি, ‘আমি পরিষ্কার নই, ওদের কাজটা কী। আমি জানি না। আমার সঙ্গে এটা নিয়ে ওদের আলাপ হয়নি। ব্যাপারটা নিয়ে ওদের সঙ্গে বসতে হবে।’
ঢাকা: বেতন বাড়ছে সাকিব–তামিম–মুশফিকদের। কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারদের বেতন বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মিরপুরে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন আকরাম খান।
আকরাম জানিয়েছেন, প্রাথমিকভাবে কেন্দ্রীয় চুক্তিতে ২৩-২৪ ক্রিকেটারের নাম থাকলেও সেটা কমে আসবে। চূড়ান্ত তালিকাটা হতে পারে ১৮-২০ ক্রিকেটারের। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম সাংবাদিকদের বলেছেন, ‘করোনা পরিস্থিতিতে অন্য বোর্ডে খেলোয়াড়, স্টাফদের বেতন কমিয়েছে। আমরা বোর্ড সভাপতিকে অনুরোধ করেছি, বেতন যেন ১০-২০ শতাংশ বাড়ে। কীভাবে বাড়বে, এটা আমরা ভাবব। তবে মৌখিকভাবে অনুমোদন হয়েছে যে বেতনটা বাড়বে।’
বিসিবির পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হয়েছে জাতীয় দলের মতোই আরও একটি দল গঠন করা হবে। এই দলের নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশ টাইগার্স’। এই ছায়া দলের কাজ কী বা কীভাবে এই দল পরিচালিত হবে—এই বিষয়ে অবশ্য পরিষ্কার নন আকরাম খান। ছায়া দল নিয়ে বিসিবির পরিচালক কাজী ইনাম আহমেদ পরশু সাংবাদিকদের জানিয়েছিলেন, জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটার ও যাঁদের জাতীয় দলে খেলার সম্ভাবনা আছে, এমন ক্রিকেটারদের নিয়ে ছায়া দল হবে। এখন প্রশ্ন উঠেছে, ‘এ’ দলের কাজ কী হবে তাহলে?
যেকোনো দেশে জাতীয় দলের পরই দ্বিতীয় সেরা দল বিবেচনা করা হয় ‘এ’ দলকে। ‘এ’ দল সব সময়ই জাতীয় দল ও জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটারদের সেতু হিসেবে কাজ করে। ছায়া দল নিয়ে কাজী ইনামের যে ধারণা দিয়েছেন, তাতে বোঝা যাচ্ছে, জাতীয় দলের বদলি ক্রিকেটারদের প্রস্তুত রাখা হবে এই দলের মূল লক্ষ্য। সেটিই যদি হয়, ‘এ’ দল আর ছায়া দলের কাজ তো একই দাঁড়াচ্ছে। তাহলে একই আদলে দুই নামে দুই দল কেন গঠন করা?
এই প্রশ্নে আকরামের সরল স্বীকারোক্তি, ‘আমি পরিষ্কার নই, ওদের কাজটা কী। আমি জানি না। আমার সঙ্গে এটা নিয়ে ওদের আলাপ হয়নি। ব্যাপারটা নিয়ে ওদের সঙ্গে বসতে হবে।’
যেখানে শুরুর কথা বলার আগেই শেষ—গতকাল অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচ দেখে এমন কিছু মনে পড়াই স্বাভাবিক। কারণ, লেস্টারের গ্রেস রোডে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস ম্যাচে অস্ট্রেলিয়ার যা সর্বনাশ হওয়ার, সেটা শুরুতেই হয়ে গিয়েছে। এমন অবস্থায় অজি পেসার জন হ্যাস্টিংসের যেন মাথা খারাপ হয়ে গেছে।
২ ঘণ্টা আগেদলের পারফরম্যান্স যেমনই হোক, কোচকে সব সময় থাকতে হয় তটস্থ। দল ভালো করলে যেমন হাততালি পাওয়া যায়, তেমনি বাজে পারফরম্যান্সে সব দোষ যেন কোচের ঘাড়ের ওপর গিয়ে পড়ে। বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন তা-ই মনে করেন।
৩ ঘণ্টা আগেনিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত জিম্বাবুয়ে ১৭ টেস্ট খেলেছে। যার মধ্যে কিউইরা জিতেছে ১১ ম্যাচ। বাকি ৬ টেস্ট ড্র হয়েছে। এবার জিম্বাবুয়ে নামছে ভিন্ন গল্প লেখার আশায়। বাংলাদেশ সময় আজ বেলা ২টায় শুরু হবে জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন হয়েছেন গত বছরের নভেম্বরে। তিনি এই পদে আসার পর আট মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) কত কিছুই তো ঘটেছে। ফারুক আহমেদের জায়গায় এ বছরের মে মাসে বিসিবির সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।
৩ ঘণ্টা আগে