Ajker Patrika

তামিমদের চোট নিয়ে চিন্তা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২২ জুন ২০২১, ১৪: ৪৭
তামিমদের চোট নিয়ে চিন্তা

ঢাকা: এই মাসের শেষ সপ্তাহে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল। এই সফরের আগে বাংলাদেশের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে খেলোয়াড়দের চোট সমস্যা। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী অবশ্য আশাবাদী, ঠিক সময়েই চোট থেকে সেরে উঠবেন ক্রিকেটাররা।

বাংলাদেশ দলের চোটের তালিকাটা যথেষ্ট লম্বা হয়ে গেছে। তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, হাসান মাহমুদ, আল-আমিন হোসেন—তালিকায় সর্বশেষ অন্তর্ভুক্ত হয়েছেন তাসকিন আহমেদ। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ১৬ জুন খেলাঘরের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে হাতে চোট পান মোহামেডানের হয়ে খেলা এই পেসার। হাতে সাতটি সেলাই লেগেছে তাঁর। স্বস্তির বিষয় হলো, ডানহাতি পেসার তাসকিনের আঘাতটা বাঁ হাতে। তাঁর চোট নিয়ে কাল মিরপুরে সাংবাদিকদের দেবাশীষ বলেছেন, ‘তাসকিনের বাঁ হাতের প্রথম ও দ্বিতীয় আঙুলের মাঝে ফেটে গেছে। ওখানে আঘাত আগেই ছিল। নতুন করে আবার সেখানে সে আঘাত পেয়েছে। দুই–এক দিন বিশ্রাম নিলে আবার নতুন করে বোলিং শুরু করতে পারবে।’

তাসকিনের আগে চোটে পড়েছেন তামিম। চোট নিয়েই ডিপিএলের লিগ পর্বটা খেলেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। কিছুদিন ধরেই হাঁটুর চোটে ভুগছিলেন তামিম। জিম্বাবুয়ে সফরের কথা চিন্তা করেই চিকিৎসকের পরামর্শ নিয়ে ডিপিএল থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তামিমের চোটের সর্বশেষ অগ্রগতি জানিয়েছেন দেবাশীষ, ‘তামিম গত কয়েক দিন ধরে ওর হাঁটুতে ব্যথার কথা বলছিল। তিন দিন আগে ব্যথার তীব্রতা বেড়ে যাওয়ায় আমাদের পরামর্শে বিশ্রামে যায়। পূর্ণ বিশ্রাম নিতে পারলে চার-পাঁচ দিনের মধ্যে ব্যথা কমে যাবে।’

ডিপিএল খেলার সময় চোটে পড়েছিলেন পেসার মোস্তাফিজুর রহমানও। মাঝপথে দুটি ম্যাচে তিনি খেলতে পারেননি। একটি ম্যাচে একাদশে থেকেও বোলিং করেননি। অবশ্য তিনি মাঠে ফিরেছেন। মোস্তাফিজের চোট নিয়ে দেবাশীষের ব্যাখ্যা, ‘মোস্তাফিজ কোমরে ব্যথার কথা জানিয়েছিল। আমাদের হাতে সময় কম, খুব দ্রুত তার কোমরের নিচে স্ক্যান করিয়েছি। স্ক্যানে খারাপ কোনো চোটের লক্ষণ দেখিনি। দুই-এক দিনের পরিচর্যায় ব্যথাটা অনেক কমে গেছে।’

লিটন দাসের চোট অবশ্য আগের। গত মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর আর মাঠেই নামা হয়নি এই ওপেনারের। কবজির ব্যথায় তাই ডিপিএলে একটি ম্যাচও খেলতে পারেননি তিনি। তবে তিনি চোট থেকে প্রায় সেরে উঠেছেন বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক। গত মার্চে নিউজিল্যান্ড সফর থেকে চোট নিয়ে ফিরেছিলেন পেসার হাসান মাহমুদ। তিনিও চোট থেকে ৭০-৮০ শতাংশ সেরে উঠেছেন।

চোটের সঙ্গে নতুন চিন্তা হয়ে দাঁড়িয়েছে জৈব সুরক্ষাবলয়। মহামারিতে সুরক্ষাবলয়ে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছেন খেলোয়াড়েরা। অনেকে ভুগছেন অবসাদজনিত সমস্যায়। ক্রিকেটারদের ঘুরিয়ে–ফিরিয়ে খেলার বিষয়টা এ কারণেই সামনে এসেছে। বিসিবি অবশ্য ক্রিকেটারদের বিশ্রামকে ইতিবাচকভাবেই দেখছে। দেবাশীষ তাই বললেন, ‘খেলোয়াড়েরা সমস্যার কথা জানাচ্ছে, বোর্ড তাদের (ছুটির) ব্যাপারে অবশ্যই চিন্তাভাবনা করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত