Ajker Patrika

তামিমদের টেস্ট কমছে, বাড়ছে টি– টোয়েন্টি

নিজস্ব প্রতিবেদক
তামিমদের টেস্ট কমছে, বাড়ছে টি– টোয়েন্টি

ঢাকা: আন্তর্জাতিক সূচিতে বেশ ব্যস্ত সময় পার করছে বাংলাদেশকে। ঘরে মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশের পরের মিশন জিম্বাবুয়েতে। জুন–জুলাইয়ের এই সফরে তিন সংস্করণেই ম্যাচ খেলবে বাংলাদেশ। জিম্বাবুয়ে সফরে একটি টেস্ট কমিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

কাল মিরপুরে সাংবাদিকদের এটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। সেখানে একটি টেস্ট কমিয়ে একটি টি-টোয়েন্টি বাড়ানো হয়েছে। আকরাম খান বলেছেন, ‘আমরা ওখানে কোয়ারেন্টিনের ব্যাপারে পুরোপুরি জানি না। যেহেতু আমরা জুনের মাঝামাঝিতে যাচ্ছি। তবে আমরা একটা কাজ করেছি, দুইটা টেস্ট ছিল। আমরা একটা টেস্ট কমিয়ে, একটা টি-টোয়েন্টি বাড়িয়েছি। যেহেতু আমাদের বিশ্বকাপ আছে এবং টি-টোয়েন্টি অনেকগুলো খেলা আছে।’

জিম্বাবুয়ে সফরে শেষেই আগস্টে অস্ট্রেলিয়া আসবে বাংলাদেশ সফরে। এই সফরে অজিদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। এই টি-টোয়েন্টির সংখ্যা বাড়িয়ে পাঁচটি করা হবে বলে জানিয়েছেন আকরাম খান। তিনি বলেছেন, ‘পাঁচটা টি–টোয়েন্টি করতে চেয়েছি এবং ওরা রাজি হয়েছে। আমরা প্রস্তুতিটা (টি-টোয়েন্টি বিশ্বকাপ) যতটা ভালো করা যায়, সেই চেষ্টাই করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত