Ajker Patrika

তামিমের চোখে যে জার্সিটা সবচেয়ে বর্ণিল

নিজস্ব প্রতিবেদক
তামিমের চোখে যে জার্সিটা সবচেয়ে বর্ণিল

ঢাকা: ১৪ বছরের ক্যারিয়ারে দেশ, ক্লাব, ঘরোয়া–বিদেশি ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে অন্তত ২০ দলের জার্সি গায়ে জড়িয়েছেন তামিম ইকবাল। তবে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক ‘মুগ্ধ’ এমন এক জার্সিতে, যেটি কিনা দেখা গেল এই ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। তামিমের চোখে ডিপিএলের দল ব্রাদার্স ইউনিয়নের জার্সিটা সবচেয়ে বর্ণিল মনে হয়েছে!

আজ দুপুরে অনুশীলনের ফাঁকে ব্রাদার্স ইউনিয়নের মাইশুকুর রহমানের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন তামিম ইকবাল। নিজের ফেসবুক পেজে দেওয়া সেই ছবির ক্যাপশনে তামিম লিখেছেন, ‘এটাই আমার দেখা বাংলাদেশের সবচেয়ে বর্ণিল জার্সি।’ একই সঙ্গে ভক্তদের উদ্দেশে একটা প্রশ্নও ছুড়ে দিয়েছেন বাঁহাতি ওপেনার, ‘এর চেয়ে বর্ণিল কিছু আপনাদের চোখে পড়ে থাকলে বলুন।’

তামিমের চোখে বর্ণিল জার্সিটা আসলে একটু বেশিই রঙিন। কমলা, হলুদ ও নীল রঙের মিশেলে তৈরি জার্সি আর ট্রাউজারটা সার্কাস দলের সদস্যদের কথাই যেন মনে করিয়ে দিচ্ছে! ওপরের অংশটা কমলা রঙের, নিচে কমলার ওপর নীল সবুজের ডোরাকাটা নকশা—একটু ব্যতিক্রমই বটে।

প্রাইম ব্যাংকের হয়ে এই ডিপিএল খেলা তামিমের গায়েও একবার ব্রাদার্স ইউনিয়নের জার্সি উঠেছিল। ২০১৩ মৌসুমে ডিপিএলে ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক ছিলেন তামিম। তাঁর প্রশ্নের জবাবে ভক্তরা আজ বিকেল ৫টা পর্যন্ত প্রায় দুই হাজার মন্তব্য করেছেন। বেশির ভাগ ভক্তই জানিয়েছেন তাঁদের চোখে বাংলাদেশ জাতীয় দলের লাল সবুজের রঙের জার্সিই সবচেয়ে বর্ণিল। অনেকে আবার ব্রাদার্স ইউনিয়নের জার্সিটা নিয়ে প্রশংসার পাশাপাশি মজাও করেছেন, ‘পোশাকে রঙের খেলা একটু বেশিই হয়ে গেছে!’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত