নিজস্ব প্রতিবেদক
ঢাকা: টি–টোয়েন্টিতে জুবায়ের হোসেন ঠিক কতদিন পর উইকেট পেলেন? তা বের করতে যেন ক্যালকুলেটর নিয়ে বসতে হলো! লম্বা হিসেব কষার পর বোকা যন্ত্রটিতে ভেসে উঠল–২০২৯ দিন পর ক্রিকেটের সংক্ষিপ্ততম সংষ্করণে উইকেটের দেখা পেলেন এই লেগ স্পিনার।
জুবায়ের অবশ্য ম্যাচই বা খেলেছেন কয়টি? স্বীকৃত টি–টোয়েন্টিতে জুবায়েরের ম্যাচ সংখ্যা বের করতে ক্যালকুলেটরের দরকার নেই। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজকের ম্যাচটিসহ জুবায়েরের ম্যাচ সংখ্যা ৩ টি।
বড় উইকেট নিয়েই টি–টোয়েন্টিতে উইকেট পাওয়ার অপেক্ষা ফুরালেন এক সময়ের সম্ভাবনাময়ী এই লেগ স্পিনার। বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচে আজ পারটেক্স স্পোর্টিং ক্লাবের জুবায়ের ফিরিয়েছেন তামিম ইকবালকে (৪৭)। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক এই স্পিনারকে তুলে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরেছেন।
২০১৫ সালের ১৩ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক জুবায়েরের। ২ ওভারে ২ উইকেট নিয়ে অভিষেক মন্দ ছিল এই লেগ স্পিনারের। তামিমকে ফিরিয়ে সেই উইকেট সংখ্যা বেড়ে এখন–৩।
গত পরশু ৫ বছর ৬ মাস ২২ দিন পর টি–টোয়েন্টিতে ফিরেছিলেন জুবায়ের। মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে সেই ম্যাচে অবশ্য ফেরাটা রঙিন হয়নি তাঁর। ৩ ওভার বোলিং করে উইকেটশূন্য ছিলেন। দলও হেরেছিল ১০ উইকেটে। আজকে ৩ ওভার বোলিংয়ের সুযোগ পেয়েছেন জুবায়ের। ২২ রান দিয়ে পেয়েছেন তামিমের উইকেটটা। দীর্ঘদিন পর ডিপিএল দিয়ে টি–টোয়েন্টিতে ফেরা শাহাদাত হোসেন দুর্দান্ত বোলিও করলেও ৪ ওভারে ২৭ রান দিয়ে উইকেটশূন্য থেকেছেন।
অবশ্য জুবায়ের–শাহাদাতের দারুণ বোলিংয়ের পরেও প্রাইম ব্যাংক ১৬৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে। তামিম ফিফটি মিস করলেও বহুদিন পর রানে ফেরা মিঠুন উইকেটে ছিলেন শেষ বল পর্যন্ত। ৩৬ বলে তিনটি করে ছক্কা-চারে ৫৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন।
ঢাকা: টি–টোয়েন্টিতে জুবায়ের হোসেন ঠিক কতদিন পর উইকেট পেলেন? তা বের করতে যেন ক্যালকুলেটর নিয়ে বসতে হলো! লম্বা হিসেব কষার পর বোকা যন্ত্রটিতে ভেসে উঠল–২০২৯ দিন পর ক্রিকেটের সংক্ষিপ্ততম সংষ্করণে উইকেটের দেখা পেলেন এই লেগ স্পিনার।
জুবায়ের অবশ্য ম্যাচই বা খেলেছেন কয়টি? স্বীকৃত টি–টোয়েন্টিতে জুবায়েরের ম্যাচ সংখ্যা বের করতে ক্যালকুলেটরের দরকার নেই। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজকের ম্যাচটিসহ জুবায়েরের ম্যাচ সংখ্যা ৩ টি।
বড় উইকেট নিয়েই টি–টোয়েন্টিতে উইকেট পাওয়ার অপেক্ষা ফুরালেন এক সময়ের সম্ভাবনাময়ী এই লেগ স্পিনার। বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচে আজ পারটেক্স স্পোর্টিং ক্লাবের জুবায়ের ফিরিয়েছেন তামিম ইকবালকে (৪৭)। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক এই স্পিনারকে তুলে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরেছেন।
২০১৫ সালের ১৩ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক জুবায়েরের। ২ ওভারে ২ উইকেট নিয়ে অভিষেক মন্দ ছিল এই লেগ স্পিনারের। তামিমকে ফিরিয়ে সেই উইকেট সংখ্যা বেড়ে এখন–৩।
গত পরশু ৫ বছর ৬ মাস ২২ দিন পর টি–টোয়েন্টিতে ফিরেছিলেন জুবায়ের। মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে সেই ম্যাচে অবশ্য ফেরাটা রঙিন হয়নি তাঁর। ৩ ওভার বোলিং করে উইকেটশূন্য ছিলেন। দলও হেরেছিল ১০ উইকেটে। আজকে ৩ ওভার বোলিংয়ের সুযোগ পেয়েছেন জুবায়ের। ২২ রান দিয়ে পেয়েছেন তামিমের উইকেটটা। দীর্ঘদিন পর ডিপিএল দিয়ে টি–টোয়েন্টিতে ফেরা শাহাদাত হোসেন দুর্দান্ত বোলিও করলেও ৪ ওভারে ২৭ রান দিয়ে উইকেটশূন্য থেকেছেন।
অবশ্য জুবায়ের–শাহাদাতের দারুণ বোলিংয়ের পরেও প্রাইম ব্যাংক ১৬৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে। তামিম ফিফটি মিস করলেও বহুদিন পর রানে ফেরা মিঠুন উইকেটে ছিলেন শেষ বল পর্যন্ত। ৩৬ বলে তিনটি করে ছক্কা-চারে ৫৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন।
বোলিংয়ে সৈয়দ খালেদ আহমেদ ঝরিয়েছেন আগুন। তাঁর তোপ দাগানো বোলিংয়ে সিলেটে চোখে সর্ষেফুল দেখেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। ব্যাটিংয়ে এরপর ঝোড়ো সেঞ্চুরি করেছেন নুরুল হাসান সোহান। তবে অধিনায়কের এমন বিস্ফোরক সেঞ্চুরির পরও দিনটা পুরোপুরি নিজের করতে পারল না বাংলাদেশ ‘এ’ দল।
৩৩ মিনিট আগে২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শেষ হতে বাকি ১ ম্যাচ। ১১ জুন লর্ডসে ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। ফাইনালে জয়ী দল পাবে ৪০ কোটি টাকার বেশি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ এক বিবৃতিতে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ফাইনালের অর্থ পুরস্কার ঘোষণা করেছে।
২ ঘণ্টা আগেবাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত সিরিজ হতে আর বেশি দিন বাকি নেই। সিরিজ শুরুর ঠিক দুই দিন আগে দল ঘোষণা করল আমিরাত। মুহাম্মদ ওয়াসিমকে অধিনায়ক করে আমিরাত আজ দল ঘোষণা করেছে। বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করার কথা আজ এক অফিশিয়াল বিজ্ঞপ্তিতে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে।
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার প্রভাব কাটিয়ে ফের সচল হতে চলেছে উপমহাদেশের ক্রিকেট। ১৭ মে থেকে আবার শুরু হচ্ছে দুই দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ—আইপিএল ও পিএসএল। বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে দূর হয়েছে অনিশ্চয়তাও। পাকিস্তানে বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সময়মতোই হতে যাচ্ছে।
৩ ঘণ্টা আগে