হেরেই চলেছে চেলসি, টটেনহামের নাটকীয় হার
চেলসির এমন অবস্থা দেখে কে বলবে, শীতকালীন দলবদলে ইংলিশ প্রিমিয়ার লিগে তো বটে গড়েছিল বিশ্বরেকর্ডও। বিশাল অঙ্কের অর্থ খরচেও চলতি মৌসুমে সাফল্য পাচ্ছে না ব্লুজরা। ব্যর্থতার দায়ে সপ্তাহদুয়েক আগে স্টামফোর্ড ব্রিজ ছাড়তে হয়েছে গ্রাহাম পটারকে।