খেলা থামিয়ে দর্শকের চিকিৎসার ব্যবস্থা করলেন ফুটবলাররা
গতকাল নিউক্যাসল বনাম টটেনহাম হটস্পার ম্যাচের ৪০ মিনিটের খেলা চলছে তখন। কর্নার পেয়েছিল টটেনহাম, এমন সময় সেন্ট জেমস পার্কের গ্যালারির পূর্ব প্রান্তের দর্শকদের মাঝে হইচই। বারবার দর্শকেরা হাত নাড়িয়ে বোঝাতে চাইলেন কিছু একটা সমস্যা হয়েছে তাদের মধ্যে।