ঢাকা: কদিন আগেই মৌসুম শেষে টটেনহাম ছাড়ার কথা বলেছিলেন হ্যারি কেন। যাওয়ার আগে চেয়েছিলেন স্পার্স অন্তত আগামী চ্যাম্পিয়নস লিগও খেলুক। চেলসি সেটা হতে দিলে তো! কাল স্টামফোর্ড ব্রিজে লেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে টটেনহামের চ্যাম্পিয়নস লিগ খেলার আশায় জল ঢেলে দিয়েছে চেলসি। যদিও চ্যাম্পিয়নস লিগের টিকিট নিশ্চিত করতে চেলসিকে অপেক্ষা করতে হবে ২৩মে পর্যন্ত।
কাল লেস্টারের বিপক্ষে চেলসি যে প্রতিশোধস্পৃহা নিয়ে খেলেছে, সেটি তাদের পারফরম্যান্সেই বোঝা যায়। শনিবার ওয়েম্বলিতে লেস্টারের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে এফএ কাপের ফাইনাল হেরেছিল টমাস টুখেলের শিষ্যরা। অবশ্য চেলসির সঙ্গে সমানে সমানেই লড়েছে লেস্টার।
৭ মিনিটে চেলসি মিডফিল্ডার এনগোলো কন্তের শট দুর্দান্ত দুর্দান্তভাবে ফিরিয়ে দেন লেস্টার গোলরক্ষক কাসপার স্মাইকেল। বেশ কয়েকবার লেস্টার দুর্গে হানা দিয়েও অবশ্য গোলের দেখা পায়নি চেলসি। এতে লেস্টারদের তো কৃতিত্ব্ব তো ছিলই, চেলসিরও দায় তাতে কম ছিল না! ২১ মিনিটে টিমো ভেরনার গোল করলেও অফসাইড পতাকা দেখান লাইনসম্যান। পাল্টা আক্রমণ করে লেস্টারও। ২৪ মিনিটে ইয়ুরি তিয়েলেমানসের কর্নার থেকে পাওয়া সুযোগ জেমস ভার্ডি গোলপোস্টের অনেক ওপর থেকে উড়িয়ে দেন। ৩৪ মিনিটে হেডে গোল করতে গিয়ে হ্যান্ডবল করে বসেন ভেরনার।
প্রথমার্ধে বারবার সুযোগ মিস করা চেলসি দ্বিতীয়ার্ধে খুব অল্প সময়েই পেয়ে যায় গোলের দেখা। ৪৭ মিনিটে বেন চিলওয়েলের কর্নার থেকে পাওয়া বল আলতো করে লেস্টারের জালে জড়িয়ে দলকে ১-০ গোলে এগিয়ে নেন আন্তোনিও রুডিগার। ৬৬ মিনিটে পেনাল্টিতে গোল করে চেলসিকে ২–০ করে দেন জর্জিনিও। জর্জিনিও এই ইংলিশ প্রিমিয়ার লিগে পেনাল্টিতে সাত গোল করেছেন। দুটো গোল খাওয়ার পর গোল শোধে মরিয়া হয়ে ওঠে লেস্টার। ৭৬ মিনিটে দুই নাইজেরিয়ানের যৌথ প্রচেষ্টায় ব্যবধান কমায় লেস্টার। উইলফ্রেড এনদিদির সহায়তায় লেস্টারকে ম্যাচের প্রথম গোল এনে দেন কেলেচি ইহিয়ানাচো। সমতায় ফেরাতে লেস্টার আপ্রাণ চেষ্টা করলেও আর সেটা সম্ভব হয়নি।
২-১ ব্যবধানে জিতে এখনো সেরা চারে নিজেদের জায়গা নিশ্চিত করতে পারেনি চেলসি। বরং ঝুলিয়ে রেখেছে লেস্টার ও লিভারপুলের ভাগ্যও। ৩৭ ম্যাচ শেষে চেলসির পয়েন্ট ৬৭, সমান সংখ্যক ম্যাচ খেলে লেস্টার পেয়েছে ৬৬। আর ৩৬ ম্যাচ খেলে লিভারপুলের সংগ্রহ ৬৩ পয়েন্ট। সেরা চারে কারা উঠছে তা জানতে অপেক্ষা করতে হবে ২৩ মে পর্যন্ত।
ঢাকা: কদিন আগেই মৌসুম শেষে টটেনহাম ছাড়ার কথা বলেছিলেন হ্যারি কেন। যাওয়ার আগে চেয়েছিলেন স্পার্স অন্তত আগামী চ্যাম্পিয়নস লিগও খেলুক। চেলসি সেটা হতে দিলে তো! কাল স্টামফোর্ড ব্রিজে লেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে টটেনহামের চ্যাম্পিয়নস লিগ খেলার আশায় জল ঢেলে দিয়েছে চেলসি। যদিও চ্যাম্পিয়নস লিগের টিকিট নিশ্চিত করতে চেলসিকে অপেক্ষা করতে হবে ২৩মে পর্যন্ত।
কাল লেস্টারের বিপক্ষে চেলসি যে প্রতিশোধস্পৃহা নিয়ে খেলেছে, সেটি তাদের পারফরম্যান্সেই বোঝা যায়। শনিবার ওয়েম্বলিতে লেস্টারের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে এফএ কাপের ফাইনাল হেরেছিল টমাস টুখেলের শিষ্যরা। অবশ্য চেলসির সঙ্গে সমানে সমানেই লড়েছে লেস্টার।
৭ মিনিটে চেলসি মিডফিল্ডার এনগোলো কন্তের শট দুর্দান্ত দুর্দান্তভাবে ফিরিয়ে দেন লেস্টার গোলরক্ষক কাসপার স্মাইকেল। বেশ কয়েকবার লেস্টার দুর্গে হানা দিয়েও অবশ্য গোলের দেখা পায়নি চেলসি। এতে লেস্টারদের তো কৃতিত্ব্ব তো ছিলই, চেলসিরও দায় তাতে কম ছিল না! ২১ মিনিটে টিমো ভেরনার গোল করলেও অফসাইড পতাকা দেখান লাইনসম্যান। পাল্টা আক্রমণ করে লেস্টারও। ২৪ মিনিটে ইয়ুরি তিয়েলেমানসের কর্নার থেকে পাওয়া সুযোগ জেমস ভার্ডি গোলপোস্টের অনেক ওপর থেকে উড়িয়ে দেন। ৩৪ মিনিটে হেডে গোল করতে গিয়ে হ্যান্ডবল করে বসেন ভেরনার।
প্রথমার্ধে বারবার সুযোগ মিস করা চেলসি দ্বিতীয়ার্ধে খুব অল্প সময়েই পেয়ে যায় গোলের দেখা। ৪৭ মিনিটে বেন চিলওয়েলের কর্নার থেকে পাওয়া বল আলতো করে লেস্টারের জালে জড়িয়ে দলকে ১-০ গোলে এগিয়ে নেন আন্তোনিও রুডিগার। ৬৬ মিনিটে পেনাল্টিতে গোল করে চেলসিকে ২–০ করে দেন জর্জিনিও। জর্জিনিও এই ইংলিশ প্রিমিয়ার লিগে পেনাল্টিতে সাত গোল করেছেন। দুটো গোল খাওয়ার পর গোল শোধে মরিয়া হয়ে ওঠে লেস্টার। ৭৬ মিনিটে দুই নাইজেরিয়ানের যৌথ প্রচেষ্টায় ব্যবধান কমায় লেস্টার। উইলফ্রেড এনদিদির সহায়তায় লেস্টারকে ম্যাচের প্রথম গোল এনে দেন কেলেচি ইহিয়ানাচো। সমতায় ফেরাতে লেস্টার আপ্রাণ চেষ্টা করলেও আর সেটা সম্ভব হয়নি।
২-১ ব্যবধানে জিতে এখনো সেরা চারে নিজেদের জায়গা নিশ্চিত করতে পারেনি চেলসি। বরং ঝুলিয়ে রেখেছে লেস্টার ও লিভারপুলের ভাগ্যও। ৩৭ ম্যাচ শেষে চেলসির পয়েন্ট ৬৭, সমান সংখ্যক ম্যাচ খেলে লেস্টার পেয়েছে ৬৬। আর ৩৬ ম্যাচ খেলে লিভারপুলের সংগ্রহ ৬৩ পয়েন্ট। সেরা চারে কারা উঠছে তা জানতে অপেক্ষা করতে হবে ২৩ মে পর্যন্ত।
ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
১৭ মিনিট আগেনিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
১ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
২ ঘণ্টা আগেএম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের শিরোপা উদ্যাপনের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করে কোর্ট। এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্ট আয়োজনে ‘অসুরক্ষিত’ বলছে তদন্ত কমিশনের রিপোর্ট।
৩ ঘণ্টা আগে