চলতি দলবদলে টটেনহাম ছেড়ে হ্যারি কেনের ম্যানচেস্টার সিটিতে যাওয়ার জোর গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত সিটিতে না গিয়ে টটেনহামেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন কেন। তাঁর এই সিদ্ধান্ত সিটি ভক্তদের নিরাশ করলেও, খুশি হতে পারেন কেনের স্ত্রী কেটি গুডল্যান্ড। তাঁকে খুশি হওয়ার মতো সংবাদটি দিয়েছেন ম্যানসিটি স্ট্রাইকার রিয়াদ মাহারেজের সাবেক স্ত্রী রিটা জোহাল। বলেছেন, সিটিতে গেলে ‘সংসার ভেঙে’ যেত কেনের।
২০১৮ সালে লেস্টার সিটি থেকে ম্যানসিটিতে আসেন মাহারেজ। এরপর থেকে সিটির ফরোয়ার্ড লাইনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন এই আলজেরিয়ান তারকা। তবে জোহালের দাবি, সিটিতে গিয়ে বদলে যাওয়া মাহারেজের কারণে ভেঙে গেছে তাঁদের সংসার। জোহাল বলেছেন, ‘আমি অন্যের জীবন নিয়ে কথা বলতে পারি না। কিন্তু সেখানে (ম্যানসিটি) গিয়ে আমার স্বামী বদলে গিয়েছিল। হ্যারি কেনের স্ত্রী সম্ভবত সৌভাগ্যবশত বেঁচে গেছে। বাকিদেরও সতর্ক থাকা উচিত।’
সিটিতে গিয়ে পাওয়া খ্যাতিই মাহারেজকে বদলে দিয়েছে উল্লেখ করে জোহাল আরও বলেন, ‘খ্যাতি রিয়াদের (মাহারেজ) মাথা ঘুরিয়ে দিয়েছিল। ম্যানচেস্টার সিটিতে গিয়ে সে একেবারেই বদলে গেল। রিয়াদের সঙ্গে প্রথম যখন আমার দেখা হয়েছিল, তখন সে একেবারেই অন্য মানুষ ছিল।’
এত কিছুর পরও অবশ্য রিয়াদকে ঘৃণা করেন না জোহাল, ‘আমি তাকে ঘৃণা করি না। তবে সে যা করেছে তাতে আমি স্তম্ভিত ও মুষড়ে পড়েছিলাম। হঠাৎ করেই সে আমাকে ছেড়ে চলে গেল। ম্যানসিটির হয়ে খেলার চাপকে দায়ী করেছিল সে।’
২০১৪ সালে জোহাল ও মাহারেজের প্রথম লন্ডনে দেখা হয়েছিল। দেখা হওয়ার চার মাসের মাথায় তাঁরা বিয়ে করেন। তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে। বর্তমানে সিটির সাবেক ফুটবলার অ্যাশলে ওয়ার্ডের মেয়ে টেলর ওয়ার্ডের সঙ্গে প্রেম করছেন মাহারেজ।
চলতি দলবদলে টটেনহাম ছেড়ে হ্যারি কেনের ম্যানচেস্টার সিটিতে যাওয়ার জোর গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত সিটিতে না গিয়ে টটেনহামেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন কেন। তাঁর এই সিদ্ধান্ত সিটি ভক্তদের নিরাশ করলেও, খুশি হতে পারেন কেনের স্ত্রী কেটি গুডল্যান্ড। তাঁকে খুশি হওয়ার মতো সংবাদটি দিয়েছেন ম্যানসিটি স্ট্রাইকার রিয়াদ মাহারেজের সাবেক স্ত্রী রিটা জোহাল। বলেছেন, সিটিতে গেলে ‘সংসার ভেঙে’ যেত কেনের।
২০১৮ সালে লেস্টার সিটি থেকে ম্যানসিটিতে আসেন মাহারেজ। এরপর থেকে সিটির ফরোয়ার্ড লাইনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন এই আলজেরিয়ান তারকা। তবে জোহালের দাবি, সিটিতে গিয়ে বদলে যাওয়া মাহারেজের কারণে ভেঙে গেছে তাঁদের সংসার। জোহাল বলেছেন, ‘আমি অন্যের জীবন নিয়ে কথা বলতে পারি না। কিন্তু সেখানে (ম্যানসিটি) গিয়ে আমার স্বামী বদলে গিয়েছিল। হ্যারি কেনের স্ত্রী সম্ভবত সৌভাগ্যবশত বেঁচে গেছে। বাকিদেরও সতর্ক থাকা উচিত।’
সিটিতে গিয়ে পাওয়া খ্যাতিই মাহারেজকে বদলে দিয়েছে উল্লেখ করে জোহাল আরও বলেন, ‘খ্যাতি রিয়াদের (মাহারেজ) মাথা ঘুরিয়ে দিয়েছিল। ম্যানচেস্টার সিটিতে গিয়ে সে একেবারেই বদলে গেল। রিয়াদের সঙ্গে প্রথম যখন আমার দেখা হয়েছিল, তখন সে একেবারেই অন্য মানুষ ছিল।’
এত কিছুর পরও অবশ্য রিয়াদকে ঘৃণা করেন না জোহাল, ‘আমি তাকে ঘৃণা করি না। তবে সে যা করেছে তাতে আমি স্তম্ভিত ও মুষড়ে পড়েছিলাম। হঠাৎ করেই সে আমাকে ছেড়ে চলে গেল। ম্যানসিটির হয়ে খেলার চাপকে দায়ী করেছিল সে।’
২০১৪ সালে জোহাল ও মাহারেজের প্রথম লন্ডনে দেখা হয়েছিল। দেখা হওয়ার চার মাসের মাথায় তাঁরা বিয়ে করেন। তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে। বর্তমানে সিটির সাবেক ফুটবলার অ্যাশলে ওয়ার্ডের মেয়ে টেলর ওয়ার্ডের সঙ্গে প্রেম করছেন মাহারেজ।
ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
১৮ মিনিট আগেনিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
১ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
২ ঘণ্টা আগেএম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের শিরোপা উদ্যাপনের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করে কোর্ট। এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্ট আয়োজনে ‘অসুরক্ষিত’ বলছে তদন্ত কমিশনের রিপোর্ট।
৩ ঘণ্টা আগে