চলতি দলবদলে টটেনহাম ছেড়ে হ্যারি কেনের ম্যানচেস্টার সিটিতে যাওয়ার জোর গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত সিটিতে না গিয়ে টটেনহামেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন কেন। তাঁর এই সিদ্ধান্ত সিটি ভক্তদের নিরাশ করলেও, খুশি হতে পারেন কেনের স্ত্রী কেটি গুডল্যান্ড। তাঁকে খুশি হওয়ার মতো সংবাদটি দিয়েছেন ম্যানসিটি স্ট্রাইকার রিয়াদ মাহারেজের সাবেক স্ত্রী রিটা জোহাল। বলেছেন, সিটিতে গেলে ‘সংসার ভেঙে’ যেত কেনের।
২০১৮ সালে লেস্টার সিটি থেকে ম্যানসিটিতে আসেন মাহারেজ। এরপর থেকে সিটির ফরোয়ার্ড লাইনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন এই আলজেরিয়ান তারকা। তবে জোহালের দাবি, সিটিতে গিয়ে বদলে যাওয়া মাহারেজের কারণে ভেঙে গেছে তাঁদের সংসার। জোহাল বলেছেন, ‘আমি অন্যের জীবন নিয়ে কথা বলতে পারি না। কিন্তু সেখানে (ম্যানসিটি) গিয়ে আমার স্বামী বদলে গিয়েছিল। হ্যারি কেনের স্ত্রী সম্ভবত সৌভাগ্যবশত বেঁচে গেছে। বাকিদেরও সতর্ক থাকা উচিত।’
সিটিতে গিয়ে পাওয়া খ্যাতিই মাহারেজকে বদলে দিয়েছে উল্লেখ করে জোহাল আরও বলেন, ‘খ্যাতি রিয়াদের (মাহারেজ) মাথা ঘুরিয়ে দিয়েছিল। ম্যানচেস্টার সিটিতে গিয়ে সে একেবারেই বদলে গেল। রিয়াদের সঙ্গে প্রথম যখন আমার দেখা হয়েছিল, তখন সে একেবারেই অন্য মানুষ ছিল।’
এত কিছুর পরও অবশ্য রিয়াদকে ঘৃণা করেন না জোহাল, ‘আমি তাকে ঘৃণা করি না। তবে সে যা করেছে তাতে আমি স্তম্ভিত ও মুষড়ে পড়েছিলাম। হঠাৎ করেই সে আমাকে ছেড়ে চলে গেল। ম্যানসিটির হয়ে খেলার চাপকে দায়ী করেছিল সে।’
২০১৪ সালে জোহাল ও মাহারেজের প্রথম লন্ডনে দেখা হয়েছিল। দেখা হওয়ার চার মাসের মাথায় তাঁরা বিয়ে করেন। তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে। বর্তমানে সিটির সাবেক ফুটবলার অ্যাশলে ওয়ার্ডের মেয়ে টেলর ওয়ার্ডের সঙ্গে প্রেম করছেন মাহারেজ।
চলতি দলবদলে টটেনহাম ছেড়ে হ্যারি কেনের ম্যানচেস্টার সিটিতে যাওয়ার জোর গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত সিটিতে না গিয়ে টটেনহামেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন কেন। তাঁর এই সিদ্ধান্ত সিটি ভক্তদের নিরাশ করলেও, খুশি হতে পারেন কেনের স্ত্রী কেটি গুডল্যান্ড। তাঁকে খুশি হওয়ার মতো সংবাদটি দিয়েছেন ম্যানসিটি স্ট্রাইকার রিয়াদ মাহারেজের সাবেক স্ত্রী রিটা জোহাল। বলেছেন, সিটিতে গেলে ‘সংসার ভেঙে’ যেত কেনের।
২০১৮ সালে লেস্টার সিটি থেকে ম্যানসিটিতে আসেন মাহারেজ। এরপর থেকে সিটির ফরোয়ার্ড লাইনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন এই আলজেরিয়ান তারকা। তবে জোহালের দাবি, সিটিতে গিয়ে বদলে যাওয়া মাহারেজের কারণে ভেঙে গেছে তাঁদের সংসার। জোহাল বলেছেন, ‘আমি অন্যের জীবন নিয়ে কথা বলতে পারি না। কিন্তু সেখানে (ম্যানসিটি) গিয়ে আমার স্বামী বদলে গিয়েছিল। হ্যারি কেনের স্ত্রী সম্ভবত সৌভাগ্যবশত বেঁচে গেছে। বাকিদেরও সতর্ক থাকা উচিত।’
সিটিতে গিয়ে পাওয়া খ্যাতিই মাহারেজকে বদলে দিয়েছে উল্লেখ করে জোহাল আরও বলেন, ‘খ্যাতি রিয়াদের (মাহারেজ) মাথা ঘুরিয়ে দিয়েছিল। ম্যানচেস্টার সিটিতে গিয়ে সে একেবারেই বদলে গেল। রিয়াদের সঙ্গে প্রথম যখন আমার দেখা হয়েছিল, তখন সে একেবারেই অন্য মানুষ ছিল।’
এত কিছুর পরও অবশ্য রিয়াদকে ঘৃণা করেন না জোহাল, ‘আমি তাকে ঘৃণা করি না। তবে সে যা করেছে তাতে আমি স্তম্ভিত ও মুষড়ে পড়েছিলাম। হঠাৎ করেই সে আমাকে ছেড়ে চলে গেল। ম্যানসিটির হয়ে খেলার চাপকে দায়ী করেছিল সে।’
২০১৪ সালে জোহাল ও মাহারেজের প্রথম লন্ডনে দেখা হয়েছিল। দেখা হওয়ার চার মাসের মাথায় তাঁরা বিয়ে করেন। তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে। বর্তমানে সিটির সাবেক ফুটবলার অ্যাশলে ওয়ার্ডের মেয়ে টেলর ওয়ার্ডের সঙ্গে প্রেম করছেন মাহারেজ।
টেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৪ মিনিট আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
১ ঘণ্টা আগেএবারের আইপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং সায়মন ডুল। পিচ নিয়ে সমালোচনার কারণে এবার তাঁরা কলকাতার ঘরের মাঠের ম্যাচগুলোতে নিষিদ্ধ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
২ ঘণ্টা আগেবেশির ভাগ সময় বিদেশিরা আইপিএলে ছড়ি ঘোরালেও এবারেরটা একটু ব্যতিক্রম। ১৮তম আইপিএলে ভারতীয় ক্রিকেটাররা খেলছেন দাপট দেখিয়েছেন। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ভারতীয়দের জয়জয়কার। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতে পেয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে