বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে সাম্প্রতিক সময়ে দারুণ সাফল্য পেয়েছেন ইউলিয়ান নাগেলসমান। কোচ হিসেবে নাগেলসমানের নিবেদনের কথাও কারও অজানা নয়। তবে ফুটবল-পাগল নাগেলসমানের এমন নিবেদনের খেসারত দিতে হয় তাঁর স্ত্রী ভেরেনাকে। এমনকি নাগেলসমানের যন্ত্রণায় ভেরেনার ঘুমও হারাম হয়ে গেছে।
ভেরেনার জন্য ঘটনাটি যন্ত্রণার হলেও, বায়ার্ন ভক্তদের জন্য আনন্দের হতে পারে খবরটি। কোচিংয়ের জন্য নিজেকে উজাড় করে দেওয়া নাগেলসমান নাকি ঘুমের মধ্যেও নিজের দায়িত্ব পালন করেন। ঘুমের মধ্যেই খেলোয়াড়দের নাম চিৎকার করে ওঠেন তিনি। আর তাতেই ঘুম হারাম হয়েছে ভেরেনার। উদ্ভট এই কাণ্ডের কথা স্বীকার করেছেন নাগেলসমান নিজেই।
সম্প্রতি একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে নাগেলসমান বলেছেন, ‘কখনো কখনো ম্যাচ শেষে ঘুমের মধ্যে আমি খেলোয়াড়দের নাম ধরে চিৎকার করে উঠি। আমরা স্ত্রী একবার এটা আমাকে বলেছিল। এই চিৎকার অনেক সময় ওকেও জাগিয়ে দেয়।’
নাগেলসমান আরও বলেছেন, ‘আমার মাথার পাশে সব সময় একটা নোটবুক থাকে। অনেক সময় ম্যাচের পর আমি সেখানে কিছু লেখা খুঁজে পাই। তবে রাতের বেলা কখন সেগুলো লিখেছি, তা আমি নিজেও মনে করতে পারি না।’
তবে নাগেলসমান আশা করেন যে, তাঁর শিষ্যরা তাঁকে খুব বেশি ঘুমহীন রাত উপহার দেবে না। আর তেমনটা হলে সেটি ভেরেনার জন্যও স্বস্তির কারণ হবে।
শুধু নাগেলমানই নন; একই সমস্যায় ভোগেন ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পারের কোচ আন্তোনিও কন্তেও। ম্যাচ হারলে ঠিক মতো ঘুমাতে পারেন না কন্তে। ঘুমালেও বেশি সময়ের জন্য নয়। এ ব্যাপারে ইতালিয়ান কোচের ভাষ্য, ‘জয়ের রাতে আমি খুব সহজেই ঘুমাতে পারি। কিন্তু জিততে না পারলে দুই থেকে চার ঘণ্টার মধ্যে ঘুম ভেঙে যায়। আমি উঠে বসে পড়ি আর ম্যাচ হারার কারণ খুঁজতে থাকি।’
বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে সাম্প্রতিক সময়ে দারুণ সাফল্য পেয়েছেন ইউলিয়ান নাগেলসমান। কোচ হিসেবে নাগেলসমানের নিবেদনের কথাও কারও অজানা নয়। তবে ফুটবল-পাগল নাগেলসমানের এমন নিবেদনের খেসারত দিতে হয় তাঁর স্ত্রী ভেরেনাকে। এমনকি নাগেলসমানের যন্ত্রণায় ভেরেনার ঘুমও হারাম হয়ে গেছে।
ভেরেনার জন্য ঘটনাটি যন্ত্রণার হলেও, বায়ার্ন ভক্তদের জন্য আনন্দের হতে পারে খবরটি। কোচিংয়ের জন্য নিজেকে উজাড় করে দেওয়া নাগেলসমান নাকি ঘুমের মধ্যেও নিজের দায়িত্ব পালন করেন। ঘুমের মধ্যেই খেলোয়াড়দের নাম চিৎকার করে ওঠেন তিনি। আর তাতেই ঘুম হারাম হয়েছে ভেরেনার। উদ্ভট এই কাণ্ডের কথা স্বীকার করেছেন নাগেলসমান নিজেই।
সম্প্রতি একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে নাগেলসমান বলেছেন, ‘কখনো কখনো ম্যাচ শেষে ঘুমের মধ্যে আমি খেলোয়াড়দের নাম ধরে চিৎকার করে উঠি। আমরা স্ত্রী একবার এটা আমাকে বলেছিল। এই চিৎকার অনেক সময় ওকেও জাগিয়ে দেয়।’
নাগেলসমান আরও বলেছেন, ‘আমার মাথার পাশে সব সময় একটা নোটবুক থাকে। অনেক সময় ম্যাচের পর আমি সেখানে কিছু লেখা খুঁজে পাই। তবে রাতের বেলা কখন সেগুলো লিখেছি, তা আমি নিজেও মনে করতে পারি না।’
তবে নাগেলসমান আশা করেন যে, তাঁর শিষ্যরা তাঁকে খুব বেশি ঘুমহীন রাত উপহার দেবে না। আর তেমনটা হলে সেটি ভেরেনার জন্যও স্বস্তির কারণ হবে।
শুধু নাগেলমানই নন; একই সমস্যায় ভোগেন ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পারের কোচ আন্তোনিও কন্তেও। ম্যাচ হারলে ঠিক মতো ঘুমাতে পারেন না কন্তে। ঘুমালেও বেশি সময়ের জন্য নয়। এ ব্যাপারে ইতালিয়ান কোচের ভাষ্য, ‘জয়ের রাতে আমি খুব সহজেই ঘুমাতে পারি। কিন্তু জিততে না পারলে দুই থেকে চার ঘণ্টার মধ্যে ঘুম ভেঙে যায়। আমি উঠে বসে পড়ি আর ম্যাচ হারার কারণ খুঁজতে থাকি।’
ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
১৮ মিনিট আগেনিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
১ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
২ ঘণ্টা আগেএম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের শিরোপা উদ্যাপনের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করে কোর্ট। এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্ট আয়োজনে ‘অসুরক্ষিত’ বলছে তদন্ত কমিশনের রিপোর্ট।
৩ ঘণ্টা আগে