Ajker Patrika

বর্ণবাদের শিকার সনের পাশে টটেনহাম

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

ইউরোপীয় ফুটবলে বর্ণবাদ তেমন নতুন কিছু নয়। মাঠে, সামাজিকমাধ্যমে-সবখানেই খেলোয়াড়দের উদ্দেশ্যে বর্ণবাদী আচরণ করেন। এবার সন হিউং-মিনের ওপর বর্ণবাদের প্রতিবাদ করেছে টটেনহাম। 

গতকাল হটস্পার স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে মুখোমুখি হয় টটেনহাম ও ওয়েস্ট হ্যাম। এই ম্যাচে সামাজিকমাধ্যমে বর্ণবাদের শিকার হয়েছেন সন। এমন ঘটনা ঘটেছে প্রিমিয়ার লিগের ‘নো রুম ফর রেসিজম’ ক্যাম্পেইনের দ্বিতীয় সপ্তাহে। সনের ওপর বর্ণবাদী আক্রমণের প্রতিবাদ করে এক বিবৃতিতে টটেনহাম তাদের টুইটার অ্যাকাউন্টে লিখেছে, আজকের ম্যাচে হিউং মিন সন সামাজিকমাধ্যমে যে অবমাননার শিকার হয়েছেন, সেই ব্যাপারে আমাদের জানানো হয়েছে। আমরা সনের সঙ্গে আছি। সামাজিকমাধ্যম কোম্পানি এবং কর্তৃপক্ষকে এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি। 

ওয়েস্ট হামকে গতকাল ২-০ গোলে হারিয়েছিল টটেনহাম। প্রথমার্ধে গোলশূন্য ড্র হয়েছিল। এরপর স্পার্সদের হয়ে গোল দুটো করেছিলেন এমারসন রয়েল ও সন।

সন ছাড়াও ভিনিসিয়ুস জুনিয়র প্রায়ই বর্ণবাদের শিকার হচ্ছেন। মাঠে, সামাজিকমাধ্যমে ভক্তদের দ্বারা বর্ণবাদের শিকার হচ্ছেন ব্রাজিলিয়ান এই ফুটবলার। ভিনিসিয়ুসকে লক্ষ্য করে খেলোয়াড়েরাও বর্ণবাদী মন্তব্য করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত