ম্যাচ শেষ হতেই উত্তেজনা। টাচলাইনেই ম্যাচের উত্তাপ ছড়িয়ে পড়ে চেলসি কোচ থমাস টুখেল ও টটেনহাম কোচ আন্তোনিও কন্তের মাঝে। হাত মেলাতে গিয়ে প্রায় হাতাহাতিতেই জড়িয়ে পড়েন দুই কোচ। একপর্যায়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় দুজনকেই। এর আগে ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি চেলসি। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের গোলে পাশার দান উল্টে দেয় টটেনহাম। ম্যাচ শেষ হয় ২-২ গোলের ড্রয়ে।
স্ট্যামফোর্ড ব্রিজে এদিন শুরু থেকেই দাপট ছিল চেলসির। টটেনহামকে চাপে রেখে একের পর এক আক্রমণে যায় তারা। আক্রমণের ধারায় ম্যাচের ১৯ মিনিটে দারুণ এক ভলিতে চেলসিকে এগিয়ে দেন নতুন রিক্রুট কালিদু কোলিবালি। চেলসির দাপটেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।
বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে টটেনহাম। ৬৮ মিনিটে সমতাও ফেরায় তারা। তবে ৯ মিনিট পরেই আবার এগিয়ে যায় চেলসি। রিচ জেমস স্বাগতিকদের দ্বিতীয় গোলটি এনে দেন। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেও আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় চেলসি। অন্য দিকে ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যায় টটেনহামও।
এরপর চেলসি যখন জয় নিয়ে মাঠ ছাড়ার অপেক্ষায়, তখনই বাজিমাত করে টটেনহাম। শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করে স্টামফোর্ড ব্রিজকে স্তব্ধ করে দেন হ্যারি কেন। তাঁর এই গোলে হার এড়িয়ে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে টটেনহাম। তবে ম্যাচের উত্তেজনা এরপর ডাগআউটেও ছড়িয়ে পড়ে। যার ধারাবাহিকতায় লাল কার্ড দেখেন দুই কোচ।
ম্যাচ শেষ হতেই উত্তেজনা। টাচলাইনেই ম্যাচের উত্তাপ ছড়িয়ে পড়ে চেলসি কোচ থমাস টুখেল ও টটেনহাম কোচ আন্তোনিও কন্তের মাঝে। হাত মেলাতে গিয়ে প্রায় হাতাহাতিতেই জড়িয়ে পড়েন দুই কোচ। একপর্যায়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় দুজনকেই। এর আগে ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি চেলসি। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের গোলে পাশার দান উল্টে দেয় টটেনহাম। ম্যাচ শেষ হয় ২-২ গোলের ড্রয়ে।
স্ট্যামফোর্ড ব্রিজে এদিন শুরু থেকেই দাপট ছিল চেলসির। টটেনহামকে চাপে রেখে একের পর এক আক্রমণে যায় তারা। আক্রমণের ধারায় ম্যাচের ১৯ মিনিটে দারুণ এক ভলিতে চেলসিকে এগিয়ে দেন নতুন রিক্রুট কালিদু কোলিবালি। চেলসির দাপটেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।
বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে টটেনহাম। ৬৮ মিনিটে সমতাও ফেরায় তারা। তবে ৯ মিনিট পরেই আবার এগিয়ে যায় চেলসি। রিচ জেমস স্বাগতিকদের দ্বিতীয় গোলটি এনে দেন। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেও আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় চেলসি। অন্য দিকে ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যায় টটেনহামও।
এরপর চেলসি যখন জয় নিয়ে মাঠ ছাড়ার অপেক্ষায়, তখনই বাজিমাত করে টটেনহাম। শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করে স্টামফোর্ড ব্রিজকে স্তব্ধ করে দেন হ্যারি কেন। তাঁর এই গোলে হার এড়িয়ে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে টটেনহাম। তবে ম্যাচের উত্তেজনা এরপর ডাগআউটেও ছড়িয়ে পড়ে। যার ধারাবাহিকতায় লাল কার্ড দেখেন দুই কোচ।
হামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানোর চেষ্টা করছে বাফুফে। কিউবাও খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২৯ মিনিট আগেবাংলাদেশ ক্রিকেটে বড় কোনো সুখবর নেই অনেক দিন হলো। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিলেট টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স বলার মতো হয়নি এখনো। এই যখন অবস্থা বাংলাদেশ ক্রিকেটের, তখন সামাজিক মাধ্যমে বোমা ফাটিয়েছেন নুরুল হাসান সোহান।
১ ঘণ্টা আগেসিলেটে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। বাংলাদেশের চেয়ে লিড নেওয়ার প্রায় কাছাকাছি চলে এসেছে জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে ৪ উইকেটে ১৪৩ রান করেছে সফরকারীরা। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়েছিল। বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের পাশাপাশি আইপিএল...
২ ঘণ্টা আগেটেস্ট শুরুর আগে নাহিদ রানাকে নিয়ে নাজমুল হোসেন শান্ত ও শন উইলিয়ামসের মধ্যে কথার লড়াই জমে উঠেছিল। উইলিয়ামস জানিয়েছিলেন, নাহিদ রানার চেয়েও বেশি গতির বোলিং মেশিন জিম্বাবুয়ের আছে। এরপর শান্ত জবাব দিয়েছিলেন এই বলে যে খেললেই জিম্বাবুয়ে বুঝবে তাঁর (নাহিদ রানার) গতি কী জিনিস।
২ ঘণ্টা আগে