Ajker Patrika

লাল কার্ডে সবার শীর্ষে যে ইংলিশ ক্লাব

লাল কার্ডে সবার শীর্ষে যে ইংলিশ ক্লাব

গতকাল এভারটন-টটেনহাম ম্যাচে যেন ছিল কার্ডের ছড়াছড়ি। একটু পরপর কার্ড বের করছিলেন রেফারি। দুটো দলই দেখেছে লাল কার্ড।

গুডিসন পার্কে গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় এভারটন-টটেনহাম। ম্যাচে প্রথম লাল কার্ড দেখে এভারটন। ৫৮ মিনিটে হ্যারি কেইনকে ফাউল করেন আবদুলায়ে দুকুরে। শুধু তাই নয়, দুকুরে নিজেকে নির্দোষ প্রমাণে রেফারির সঙ্গে তর্কে জড়ান। তাতে সরাসরি লাল কার্ড দেখেন এভারটনের এই মিডফিল্ডার। ১০৫ লাল কার্ড নিয়ে প্রিমিয়ার লিগে শীর্ষে এভারটন। 

এভারটনের পর লাল কার্ড দেখেছে টটেনহাম। ৮৮ মিনিটে লাল কার্ড দেখেন স্পার্স মিডফিল্ডার লুকাস মৌরা। গুডিসন পার্কের এই ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে। টটেনহামের হয়ে পেনাল্টিতে গোল করেন কেইন। আর এভারটনের হয়ে গোল করেন মাইকেল কিন। 

প্রিমিয়ার লিগে লাল কার্ডে এভারটনের পর দ্বিতীয় স্থানে আর্সেনাল। গানার্সরা পেয়েছে ১০২ লাল কার্ড। 

প্রিমিয়ার লিগে লাল কার্ড পাওয়া শীর্ষ পাঁচ ক্লাব: 
এভারটন: ১০৫ 
আর্সেনাল: ১০২ 
নিউক্যাসল ইউনাইটেড:  ৯২ 
চেলসি: ৮৫ 
ওয়েস্ট হাম: ৮০

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত