Ajker Patrika

এবার অন্তর্বর্তীকালীন কোচকেও ছাঁটাই করল টটেনহাম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ১১: ২০
এবার অন্তর্বর্তীকালীন কোচকেও ছাঁটাই করল টটেনহাম

এবারের মৌসুমে এতই বাজে পারফরম্যান্স যে অন্তর্বর্তীকালীন কোচকেও বরখাস্ত করতে হলো টটেনহামের। গত মাসের শেষের দিকে ছাঁটাই হন পূর্ণকালীন কোচ আন্তোনিও কন্তে। পরে তাঁর জায়গায় ক্রিস্টিয়ান স্টেল্লিনিকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেয় টটেনহাম। কিন্তু এবার তিনিও বরখাস্ত হলেন।

এক মাসের মাথায় স্টেল্লিনিকে ছাঁটাই করেছে টটেনহাম। তাঁর পরিবর্তে এবার অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছেন রায়ান ম্যাসন। প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় পাঁচে থাকলেও এবারের মৌসুমে পারফরম্যান্স একদম বাজে টটেনহামের।

স্টেল্লিনির ছাঁটাই নিয়ে টটেনহামের চেয়ারম্যান ড্যানিয়েল লেভি বলছেন, ‘নিউক্যাসলের বিপক্ষ ৬-১ গোলের ফল অগ্রহণযোগ্য। দেখতে বিধ্বংসী ছিল। এটি কেন ঘটেছে তার কারণ হিসেবে আমরা অনেক কিছু বলতে পারি। সম্মিলিতভাবে বোর্ড, কোচ, খেলোয়াড় এবং আমাকে এর দায়িত্ব নিতে হবে। তবে শেষ পর্যন্ত দায়ভার আমার।’

পরে স্টেল্লিনিকে শুভকামনা জানিয়ে লেভি আরও বলেছেন, ‘ক্রিস্টিয়ান মৌসুমের কঠিন এক সময়ে দায়িত্ব নিয়েছে। এ জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই। পেশাদারি মনোভাব দেখিয়ে সে এবং তার কোচিং স্টাফরা এমন একটি চ্যালেঞ্জিং সময়ে দলকে পরিচালনা করেছে।’

শেষ ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে বিধ্বস্ত হওয়াতেই অবশ্য স্টেল্লিনির ছাঁটাই নিয়ে গুঞ্জন উঠেছিল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। প্রতিপক্ষের মাঠে সেদিন ৬-১ গোলে বিধ্বস্ত হয় টটেনহাম, যা এবারের মৌসুমে তাদের সবচেয়ে বড় পরাজয়। ৬ গোলের ৫টি আবারও ম্যাচ শুরুর ২১ মিনিটেই হজম করে তারা, যার ফল ৪ ম্যাচ পরেই দায়িত্ব থেকে ছাঁটাই হলেন স্টেল্লিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত