Ajker Patrika

চাকরি হারিয়েও টটেনহামকে কন্তের শুভকামনা 

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৫: ৫৪
চাকরি হারিয়েও টটেনহামকে কন্তের শুভকামনা 

কোচদের চাকরি চলে যাওয়া ইউরোপীয় ফুটবলে এখন খুবই নিয়মিত চিত্র। হুলিয়ান নাগলসমানের পর এই তালিকায় নাম লেখালেন আন্তোনিও কন্তে। টটেনহামের কোচের পদ থেকে চাকরি চলে গেছে কন্তের।

এই মৌসুমের শেষ পর্যন্ত টটেনহামের সঙ্গে চুক্তি ছিল কন্তের। মৌসুমের মাঝামাঝি এসে চাকরি চলে যায় এই ইতালিয়ানের। গত পরশু পারস্পরিক সমঝোতার ভিত্তিতে টটেনহামের সঙ্গে সম্পর্ক শেষ হয় কন্তের। সম্পর্ক শেষ হলেও সামাজিক মাধ্যমে স্পার্সদের শুভকামনা জানিয়েছেন তিনি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই ইতালিয়ান পোস্ট করেছেন, ‘ফুটবল আমার কাছে আবেগ। স্পার্সের সবাইকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমার আবেগের প্রশংসা করেছে। ভক্তদের বিশেষ ধন্যবাদ, যারা সব সময় পাশে ছিল। নিজের নামে গান শুনতে পারা সত্যি অবিস্মরণীয়। একসঙ্গে আমাদের যাত্রা শেষ হয়েছে। সবাইকে শুভকামনা জানাই।’

২০২১-এর ২ নভেম্বর থেকে ২০২৩-এর ২৬ মার্চ পর্যন্ত টটেনহামের কোচ ছিলেন সান্তোস। ১৬ মাসে তাঁর অধীনে ৭৬ ম্যাচ খেলেছে স্পার্স। জিতেছে ৪১ ম্যাচ, ড্র করেছে ১২ ম্যাচ এবং হেরেছে ২৩ ম্যাচ। স্পার্সদের হয়ে অবশ্য কোনো শিরোপা জেতা হয়নি কন্তের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত