আগামী মৌসুমে টটেনহামের চ্যাম্পিয়নস লিগ খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে আগেই। ‘সান্ত্বনা’ হিসেবে ইউরোপা লিগ, ইউরোপা কনফারেন্স লিগে খেলার সুযোগ ছিল স্পার্সদের সামনে। গতকাল শেষ সুযোগটুকুও হাতছাড়া হয়েছে হ্যারি কেইনদের।
২০২২-২৩ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ দিন ছিল গতকাল। এলান্ড রোডে লিডস ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়েছে টটেনহাম। জোড়া গোল করেছেন কেইন এবং একটি করে গোল করেছেন পেদ্রো পোরো ও লুকাস মউরা। তখন ৬০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাত নম্বরে ছিল স্পার্স। কেইনদের সামনে তখন আগামী মৌসুমে ইউরোপা কনফারেন্স লিগের কোয়ালিফায়ারে খেলার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু এখানে বাধ সাধে অ্যাস্টন ভিলা। ভিলা পার্কে ব্রাইটনকে ২-১ গোলে হারায় অ্যাস্টন ভিলা। স্পার্সকে টপকে সাতে উঠে আসে ভিলা।
অন্যদিকে আগেভাগেই এবারের প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত হয়ে গিয়েছিল ম্যানচেস্টার সিটির। ব্রেন্টফোর্ডের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট শেষ করে ম্যান সিটি। সিটির নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড জয় দিয়ে মৌসুম শেষ করে। ফুলহামকে ২-১ গোলে হারিয়েছে ইউনাইটেড। ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থেকে মৌসুম শেষ করে রেড ডেভিলরা। ৮৪ পয়েন্টে দুইয়ে ও ৭১ পয়েন্টে চারে থেকে টুর্নামেন্ট শেষ করেছে আর্সেনাল ও নিউক্যাসল। আর ৪-৪ গোলে ড্র করেছে সাউদাম্পটন-লিভারপুল। লিভারপুলের হয়ে জোড়া গোল করেছেন দিয়েগো জোতা, একটি করে গোল করেছেন রবার্তো ফিরমিনো ও কোডি গাকপো। ৬৭ পয়েন্ট নিয়ে পাঁচে থেকে টুর্নামেন্ট শেষ করেছে অলরেডরা। ছয়ে থেকে মৌসুম শেষ করেছে ব্রাইটন। ব্রাইটন, লিভারপুল-আগামী মৌসুমের ইউরোপা লিগের গ্রুপ পর্বে খেলতে পারবে। আর বোর্নমাউথকে ১-০ গোলে হারিয়ে অবনমন এড়িয়েছে এভারটন।
২০২২-২৩ ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা সাত দল:
ম্যানচেস্টার সিটি: ৮৯
আর্সেনাল: ৮৪
ম্যানচেস্টার ইউনাইটেড: ৭৫
নিউক্যাসল: ৭১
লিভারপুল: ৬৭
ব্রাইটন: ৬২
অ্যাস্টন ভিলা: ৬১
আগামী মৌসুমে টটেনহামের চ্যাম্পিয়নস লিগ খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে আগেই। ‘সান্ত্বনা’ হিসেবে ইউরোপা লিগ, ইউরোপা কনফারেন্স লিগে খেলার সুযোগ ছিল স্পার্সদের সামনে। গতকাল শেষ সুযোগটুকুও হাতছাড়া হয়েছে হ্যারি কেইনদের।
২০২২-২৩ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ দিন ছিল গতকাল। এলান্ড রোডে লিডস ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়েছে টটেনহাম। জোড়া গোল করেছেন কেইন এবং একটি করে গোল করেছেন পেদ্রো পোরো ও লুকাস মউরা। তখন ৬০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাত নম্বরে ছিল স্পার্স। কেইনদের সামনে তখন আগামী মৌসুমে ইউরোপা কনফারেন্স লিগের কোয়ালিফায়ারে খেলার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু এখানে বাধ সাধে অ্যাস্টন ভিলা। ভিলা পার্কে ব্রাইটনকে ২-১ গোলে হারায় অ্যাস্টন ভিলা। স্পার্সকে টপকে সাতে উঠে আসে ভিলা।
অন্যদিকে আগেভাগেই এবারের প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত হয়ে গিয়েছিল ম্যানচেস্টার সিটির। ব্রেন্টফোর্ডের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট শেষ করে ম্যান সিটি। সিটির নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড জয় দিয়ে মৌসুম শেষ করে। ফুলহামকে ২-১ গোলে হারিয়েছে ইউনাইটেড। ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থেকে মৌসুম শেষ করে রেড ডেভিলরা। ৮৪ পয়েন্টে দুইয়ে ও ৭১ পয়েন্টে চারে থেকে টুর্নামেন্ট শেষ করেছে আর্সেনাল ও নিউক্যাসল। আর ৪-৪ গোলে ড্র করেছে সাউদাম্পটন-লিভারপুল। লিভারপুলের হয়ে জোড়া গোল করেছেন দিয়েগো জোতা, একটি করে গোল করেছেন রবার্তো ফিরমিনো ও কোডি গাকপো। ৬৭ পয়েন্ট নিয়ে পাঁচে থেকে টুর্নামেন্ট শেষ করেছে অলরেডরা। ছয়ে থেকে মৌসুম শেষ করেছে ব্রাইটন। ব্রাইটন, লিভারপুল-আগামী মৌসুমের ইউরোপা লিগের গ্রুপ পর্বে খেলতে পারবে। আর বোর্নমাউথকে ১-০ গোলে হারিয়ে অবনমন এড়িয়েছে এভারটন।
২০২২-২৩ ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা সাত দল:
ম্যানচেস্টার সিটি: ৮৯
আর্সেনাল: ৮৪
ম্যানচেস্টার ইউনাইটেড: ৭৫
নিউক্যাসল: ৭১
লিভারপুল: ৬৭
ব্রাইটন: ৬২
অ্যাস্টন ভিলা: ৬১
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ। এর মধ্যে আমন্ত্রণ এল আরও এক সিরিজ খেলার। অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশকে নিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় আফগানিস্তান।
৫ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার পর আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে কিউইরা। দলের জয়ে ঝোড়ো ইনিংস খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এক বছর পর টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া ডেভন কনওয়ে। ৪০ বলে ৫৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এই ওপেনার
৭ ঘণ্টা আগেশ্রীলঙ্কা সফর ওয়ানডে ও টেস্ট সিরিজ হার। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে শেষটা রাঙিয়েছে বাংলাদেশ দল। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাল থেকে লিটন দাসরা নতুন টি-টোয়েন্টি শুরু জয়ের অভিযানে নামবেন পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ তো এই সিরিজে আগে রাখছেন বাংলাদেশকেই। নিজেদের
৭ ঘণ্টা আগেওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।
৮ ঘণ্টা আগে