সেন্ট জেমস পার্কের প্রথম ২১ মিনিট দেখেই বোঝা গিয়েছে নিউক্যাসল-টটেনহামের ম্যাচের ফল কী হতে যাচ্ছে। ম্যাচ শেষে অনুমেয় ফলটাই হয়েছে। নির্ধারিত সময় শেষে প্রতিপক্ষের মাঠে ৬-১ গোলে হেরেছে টটেনহাম। এ নিয়ে লিগে টানা দ্বিতীয় ম্যাচে হারল তারা।
গত ম্যাচে নিজেদের মাঠ হটস্পারে বোর্নমাউথের কাছে ৩-২ গোলের পরাজয় ভুলে আজ ঘুরে দাঁড়ানোর ম্যাচ ছিল টটেনহামের। ঘুরে দাঁড়ানো তো হয়নি উল্টো নিউক্যাসলের কাছে বিধ্বস্ত হয়েছে তারা। ম্যাচ শুরু হতে না হতেই ২ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে হ্যারি কেইন-সন হিয়ুং-মিনরা।
জ্যাকব মারফির গোলে নিজেদের দর্শকদের সামনে এগিয়ে যায় নিউক্যাসল। এরপর তো গোল উৎসব শুরু করে তারা। ২১ মিনিটের মধ্যে পাঁচ গোল দিয়ে বসে টটেনহামের জালে। ৯ মিনিটে মারফির দ্বিতীয় গোলের আগে এক গোল করেন জোলিন্টন। আর তিন মিনিটের মধ্যে জোড়া গোল করেন আলেক্সজান্ডার ইসাক। পাঁচ গোল হজম করেন তখন অকুল পাথারের মতো টটেনহাম।
তবে বিরতিতে যাওয়ার আগে আর কোনো গোল হজম করেনি টটেনহাম। দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে এক গোল শোধ করেন অধিনায়ক কেইন। তখন মনে হয়েছিল হয়তো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে তাঁর দল। কিন্তু ম্যাচ শেষে সেটিই তাঁদের প্রথম ও শেষ গোল হয়ে থাকে। এর মাঝে উল্টো আরও একটি গোল হজম করে বসে টটেনহাম। ৬৭ মিনিটে প্রতিপক্ষের জালে শেষ পেরেক দেন নিউক্যাসলের স্ট্রাইকার কালাম উইলসন।
সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত এবারের মৌসুমে সবচেয়ে বড় ব্যবধানের পরাজয় দেখল টটেনহাম। নিউক্যাসলের কাছে ৬-১ গোলে হারার আগে মৌসুমের বড় হারটি ছিল লেস্টার সিটির বিপক্ষে। ১১ ফেব্রুয়ারির ম্যাচে প্রতিপক্ষের মাঠে ৪-১ ব্যবধানে হেরেছিল বর্তমানে পয়েন্ট তালিকার পাঁচে থাকা দল।
এ হারে অবশ্য পয়েন্ট তালিকায় আগের জায়গাই ধরে রেখেছে টটেনহাম। ৩২ ম্যাচে ৫৩ পয়েন্টে পাঁচে আছে তারা। অন্যদিকে নিউক্যাসল এ ম্যাচের তিন পয়েন্টসহ ৫৯ পয়েন্টে তিনে। শুরু থেকেই মৌসুমে দুর্দান্ত খেলা দলটি এখন পর্যন্ত ৩১ ম্যাচ খেলেছে।
সেন্ট জেমস পার্কের প্রথম ২১ মিনিট দেখেই বোঝা গিয়েছে নিউক্যাসল-টটেনহামের ম্যাচের ফল কী হতে যাচ্ছে। ম্যাচ শেষে অনুমেয় ফলটাই হয়েছে। নির্ধারিত সময় শেষে প্রতিপক্ষের মাঠে ৬-১ গোলে হেরেছে টটেনহাম। এ নিয়ে লিগে টানা দ্বিতীয় ম্যাচে হারল তারা।
গত ম্যাচে নিজেদের মাঠ হটস্পারে বোর্নমাউথের কাছে ৩-২ গোলের পরাজয় ভুলে আজ ঘুরে দাঁড়ানোর ম্যাচ ছিল টটেনহামের। ঘুরে দাঁড়ানো তো হয়নি উল্টো নিউক্যাসলের কাছে বিধ্বস্ত হয়েছে তারা। ম্যাচ শুরু হতে না হতেই ২ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে হ্যারি কেইন-সন হিয়ুং-মিনরা।
জ্যাকব মারফির গোলে নিজেদের দর্শকদের সামনে এগিয়ে যায় নিউক্যাসল। এরপর তো গোল উৎসব শুরু করে তারা। ২১ মিনিটের মধ্যে পাঁচ গোল দিয়ে বসে টটেনহামের জালে। ৯ মিনিটে মারফির দ্বিতীয় গোলের আগে এক গোল করেন জোলিন্টন। আর তিন মিনিটের মধ্যে জোড়া গোল করেন আলেক্সজান্ডার ইসাক। পাঁচ গোল হজম করেন তখন অকুল পাথারের মতো টটেনহাম।
তবে বিরতিতে যাওয়ার আগে আর কোনো গোল হজম করেনি টটেনহাম। দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে এক গোল শোধ করেন অধিনায়ক কেইন। তখন মনে হয়েছিল হয়তো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে তাঁর দল। কিন্তু ম্যাচ শেষে সেটিই তাঁদের প্রথম ও শেষ গোল হয়ে থাকে। এর মাঝে উল্টো আরও একটি গোল হজম করে বসে টটেনহাম। ৬৭ মিনিটে প্রতিপক্ষের জালে শেষ পেরেক দেন নিউক্যাসলের স্ট্রাইকার কালাম উইলসন।
সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত এবারের মৌসুমে সবচেয়ে বড় ব্যবধানের পরাজয় দেখল টটেনহাম। নিউক্যাসলের কাছে ৬-১ গোলে হারার আগে মৌসুমের বড় হারটি ছিল লেস্টার সিটির বিপক্ষে। ১১ ফেব্রুয়ারির ম্যাচে প্রতিপক্ষের মাঠে ৪-১ ব্যবধানে হেরেছিল বর্তমানে পয়েন্ট তালিকার পাঁচে থাকা দল।
এ হারে অবশ্য পয়েন্ট তালিকায় আগের জায়গাই ধরে রেখেছে টটেনহাম। ৩২ ম্যাচে ৫৩ পয়েন্টে পাঁচে আছে তারা। অন্যদিকে নিউক্যাসল এ ম্যাচের তিন পয়েন্টসহ ৫৯ পয়েন্টে তিনে। শুরু থেকেই মৌসুমে দুর্দান্ত খেলা দলটি এখন পর্যন্ত ৩১ ম্যাচ খেলেছে।
শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা—গাণিতিক হিসেবে ৬০.২৮ শতাংশ! ক্যারিয়ারের শুরুতে এমন সম্ভাবনা জাগিয়ে অনেকেই হারিয়ে গেছেন কিংবা অনেক আগেই থেমে যায় তাঁদের ক্যারিয়ার। কিন্তু জো রুট একদমই ভিন্ন। শচীনকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে দারুণভাবে ছুটছেন ইংলিশ এ ব্যাটার। পরিসং
৮ ঘণ্টা আগেবাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হারারেতে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের আয়োজন করেছে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে স্বাগতিকদের ২৭৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। যুব ওয়ানডের ইতিহাসে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন জরিক ফন স্কাল্কভিক (২১৫)। ছাড়িয়ে গেলেন সাত বছর আগে করা শ্রীলঙ্কার
৯ ঘণ্টা আগেখেলা থেকে অবসর নেওয়ার পর মোহাম্মদ রফিককে সেভাবে দেখা যায়নি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে। এ ব্যাপারে সব সময় তাঁর অভিযোগ ছিল, তাঁকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাজে লাগায় না। তবে সম্প্রতি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন রফিককে কাজে লাগাবেন। সে কথাই যেন রাখলেন।
৯ ঘণ্টা আগেবাংলাদেশ সফর ভালো যায়নি পাকিস্তানের। ২-১ ব্যবধানে হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। তৃতীয় টি-টোয়েন্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
১১ ঘণ্টা আগে