Ajker Patrika

১৩০০ কোটি টাকায় কেইনকে বেচতে চায় টটেনহাম

আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৯: ২১
১৩০০ কোটি টাকায় কেইনকে বেচতে চায় টটেনহাম

দলবদলের সময় এগিয়ে এলে তারকা খেলোয়াড়দের নিয়ে নানা রকম গুঞ্জন শোনা যায়। টটেনহাম ফরোয়ার্ড হ্যারি কেইনকে নিয়েও তেমন কথাবার্তা শোনা যাচ্ছে। স্পার্স জানিয়েছে, ১৩০০ কোটি টাকা পেলে তারা কেইনকে বিক্রি করতে রাজি।

ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য টাইমস’ জানিয়েছে, ১০০ মিলিয়ন পাউন্ডে (বাংলাদেশি ১২৮৮ কোটি টাকা) কেইনকে বিক্রি করবে টটেনহাম। ইংল্যান্ডের এই ফরোয়ার্ডকে নিতে কদিন আগে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মেন স্পোর্ট (ম্যানচেস্টার ইভনিং নিউজ) জানতে পেরেছে, কেইনের চুক্তি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে (কেইন) নিতে দৃঢ়প্রতিজ্ঞ এরিক টেন হাগ।

আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল—সব জায়গাতেই দারুণ ছন্দে আছেন কেইন। ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন ওয়েইন রুনি ও কেইন। রুনি, কেইন দুজনেই গোল করেছেন ৫৩। রুনি খেলেছেন ১২০ ম্যাচ ও কেইন ৮০ ম্যাচ খেলেছেন। টটেনহামের হয়ে সর্বোচ্চ গোলদাতা হলেন কেইন। ৪২৫ ম্যাচে করেছেন ২৭১ গোল। স্পার্সদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৬৬ গোল করেন ইংলিশ অধিনায়ক। প্রিমিয়ার লিগে গোলের ডাবল সেঞ্চুরিও (২০৪ গোল) করে ফেলেছেন কেইন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত