Ajker Patrika

কোনোমতে বেঁচে গিয়েও যে ‘অস্বস্তি’ কন্তের

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১৪: ০৩
কোনোমতে বেঁচে গিয়েও যে ‘অস্বস্তি’ কন্তের

ঠিক যেন কানের পাশ দিয়ে গুলি বেরিয়ে গেছে আন্তোনিও কন্তের। ব্রেন্টফোর্ডের বিপক্ষে গতকাল নিশ্চিত হারতে থাকা ম্যাচ ড্র করে টটেনহাম। ড্র করার পরেও দুশ্চিন্তায় রয়েছেন স্পার্স কোচ। 

গতকাল টেক কমিউনিটি স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় ব্রেন্টফোর্ড-টটেনহাম। প্রথমে দুটি গোল হজম করেছিল টটেনহাম। ১৫ ও ৫৪ মিনিটে ব্রেন্টফোর্ডের গোল দুটি করেন ভাইটালি জ্যানেল্ট ও ইভান টনি। শেষ ৩৬ মিনিটে নিশ্চিত হারতে থাকা ম্যাচ ড্র করে স্পার্স। ৬৫ মিনিটে হ্যারি কেইন ও ৭১ মিনিটে পিয়েরে এমিল হজবার্গ করলে ২-২ গোলে ম্যাচ শেষ হয়। 

প্রথমে গোল হজম করাটাকে দুশ্চিন্তার কারণ হিসেবে দেখছেন কন্তে। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে টটেনহাম কোচ বলেন, ‘টানা ৯ ম্যাচে আমরা প্রথমে গোল হজম করেছি। একটা দলকে ভালো অবস্থানে থাকতে হলে স্থিতিশীল থাকতে হয়। প্রথমে ১টা বা ২টট গোল হজম করার পর ওখান থেকে ঘুরে দাঁড়াতে হয়। আমাদের এই সমস্যার সমাধান করতে হবে।’ 

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১৬ ম্যাচ খেলেছে টটেনহাম। ৯ জয়, ৩ ড্র ও ৪ পরাজয়ে ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৪ নম্বরে আছে স্পার্সরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত