আবু রুশদ্ সাহিত্য পুরস্কার পাচ্ছেন যাঁরা
আনোয়ারা সৈয়দ হককে ‘চোখ’ ও ওয়াসি আহমেদকে ‘বরফকল’ উপন্যাসের জন্য ‘আবু রুশদ্ সাহিত্য পুরস্কার ২০২১’ প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও মুক্তিযোদ্ধা আবু রুশদ্ মতিনউদ্দিনের স্মরণে গঠিত আবু রুশদ্ স্মৃতি পর্ষদের এক সাম্প্রতিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।