নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লালবাগের শহীদ নগর এলাকায় বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল উদ্ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য যৌথভাবে অভিযান পরিচালনা শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও জেলা প্রশাসন। এদিকে ‘অলিখিত নোটিশে উচ্ছেদ অভিযান’ পরিচালনার জন্য প্রতিবাদ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা।
গতকাল রোববার বেলা ১১টায় বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুল্লাহর নেতৃত্বে এই অভিযান শুরু হয়। এদিন আদি চ্যানেলের ওপর অবৈধভাবে গড়ে তোলা বাস্তুহারা লীগের লালবাগের প্রধান কার্যালয়সহ মোট ২৬টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
বিআইডব্লিউটিএর ঢাকা বন্দরের উপপরিচালক গুলজার আলী বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। ছয় দিনব্যাপী এই উচ্ছেদ অভিযানে কয়েকটি বহুতল ভবনসহ মোট ৭৪টি স্থাপনা উচ্ছেদের নির্দেশনা রয়েছে শহীদ নগর এলাকায়।’
এদিকে উচ্ছেদ অভিযানের বিরোধিতা করে উচ্ছেদ চলাকালীন মানববন্ধন করেছেন শহীদ নগরের উচ্ছেদের শিকার বাসিন্দারা। উচ্ছেদের শিকার শহীদ নগরের বাসিন্দা মো. সাগীর আহম্মেদ সুজন বলেন, ‘৫০ থেকে ৬০ বছর ধরে আমরা এখানে ইমারত ও সেমিপাকা ঘর নির্মাণ করে ৫-৭ হাজার লোক সুখে-শান্তিতে বসবাস করছি। কিন্তু গত ২৩ ডিসেম্বর সকাল ১০টার দিকে বিআইডব্লিউটিএর উচ্ছেদের অভিযানের কথা জানিয়ে মাইকিং করা হয়। আমরা জানতে পারি, ২৬ ডিসেম্বর থেকে উচ্ছেদ অভিযান শুরু হবে; যা সম্পূর্ণ অবৈধ এবং অনাকাঙ্ক্ষিত। অথচ এসব ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি নিয়ে আমাদের পক্ষে জজকোর্ট, হাইকোর্ট ও মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ রয়েছে।’
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাজাহান বলেন, ‘আমাদের এইভাবে হঠাৎ করে চলে যেতে বলার কোনো মানে নেই। আমরা হাইকোর্টের আদেশক্রমে এখানে বসবাস করছি। আমাদের কিছু সময় দেওয়া হোক।’ উচ্ছেদ অভিযানে আল হলি কুরআন নামে একটি মাদ্রাসার স্থাপনাও ভেঙে দেওয়া হয়। মাদ্রাসাসংশ্লিষ্ট মো. আজাদি বলেন, ‘মাদ্রাসা, স্কুলসহ বেশ কিছু প্রতিষ্ঠান ছিল এখানে। এগুলো তো তিন দিনের মধ্যে গুছিয়ে অন্য জায়গায় নেওয়া সম্ভব না।’
লালবাগের শহীদ নগর এলাকায় বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল উদ্ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য যৌথভাবে অভিযান পরিচালনা শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও জেলা প্রশাসন। এদিকে ‘অলিখিত নোটিশে উচ্ছেদ অভিযান’ পরিচালনার জন্য প্রতিবাদ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা।
গতকাল রোববার বেলা ১১টায় বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুল্লাহর নেতৃত্বে এই অভিযান শুরু হয়। এদিন আদি চ্যানেলের ওপর অবৈধভাবে গড়ে তোলা বাস্তুহারা লীগের লালবাগের প্রধান কার্যালয়সহ মোট ২৬টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
বিআইডব্লিউটিএর ঢাকা বন্দরের উপপরিচালক গুলজার আলী বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। ছয় দিনব্যাপী এই উচ্ছেদ অভিযানে কয়েকটি বহুতল ভবনসহ মোট ৭৪টি স্থাপনা উচ্ছেদের নির্দেশনা রয়েছে শহীদ নগর এলাকায়।’
এদিকে উচ্ছেদ অভিযানের বিরোধিতা করে উচ্ছেদ চলাকালীন মানববন্ধন করেছেন শহীদ নগরের উচ্ছেদের শিকার বাসিন্দারা। উচ্ছেদের শিকার শহীদ নগরের বাসিন্দা মো. সাগীর আহম্মেদ সুজন বলেন, ‘৫০ থেকে ৬০ বছর ধরে আমরা এখানে ইমারত ও সেমিপাকা ঘর নির্মাণ করে ৫-৭ হাজার লোক সুখে-শান্তিতে বসবাস করছি। কিন্তু গত ২৩ ডিসেম্বর সকাল ১০টার দিকে বিআইডব্লিউটিএর উচ্ছেদের অভিযানের কথা জানিয়ে মাইকিং করা হয়। আমরা জানতে পারি, ২৬ ডিসেম্বর থেকে উচ্ছেদ অভিযান শুরু হবে; যা সম্পূর্ণ অবৈধ এবং অনাকাঙ্ক্ষিত। অথচ এসব ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি নিয়ে আমাদের পক্ষে জজকোর্ট, হাইকোর্ট ও মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ রয়েছে।’
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাজাহান বলেন, ‘আমাদের এইভাবে হঠাৎ করে চলে যেতে বলার কোনো মানে নেই। আমরা হাইকোর্টের আদেশক্রমে এখানে বসবাস করছি। আমাদের কিছু সময় দেওয়া হোক।’ উচ্ছেদ অভিযানে আল হলি কুরআন নামে একটি মাদ্রাসার স্থাপনাও ভেঙে দেওয়া হয়। মাদ্রাসাসংশ্লিষ্ট মো. আজাদি বলেন, ‘মাদ্রাসা, স্কুলসহ বেশ কিছু প্রতিষ্ঠান ছিল এখানে। এগুলো তো তিন দিনের মধ্যে গুছিয়ে অন্য জায়গায় নেওয়া সম্ভব না।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
২ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪