Ajker Patrika

বিশিষ্ট ১০০ ব্যক্তিকে স্বীকৃতি দেবে ঢাবি অ্যালামনাই

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১১: ৪৮
বিশিষ্ট ১০০ ব্যক্তিকে স্বীকৃতি দেবে ঢাবি অ্যালামনাই

আগামী জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষ উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের ১০০ জন বিশিষ্ট ব্যক্তিকে স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ।

গতকাল গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রচার ও যোগাযোগ উপকমিটির এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিকে ডিজিটাল করতে কাজ করবে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারটি আধুনিকায়নেরও পরিকল্পনা রয়েছে। এ ছাড়া শত বছর আগে প্রতিষ্ঠিত অনেক বিভাগ এখন রাখা দরকার আছে কি না, সেটি ভেবে দেখার পরামর্শ দেন তিনি।

সভায় গণমাধ্যম ব্যক্তিত্বরা বলেন, বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান দিন দিন অবনতি ঘটছে। একটি বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিংয়ে গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য গবেষণা খাতে অ্যালামনাইদের অবদান রাখতে হবে।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি মোল্লা মো. আবু কাওছার, সহসভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, মহাসচিব রঞ্জন কর্মকার, যুগ্ম মহাসচিব সুভাষ সিংহ রায়, সাংগঠনিক সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, প্রচার উপকমিটির সদস্যসচিব কাজী মোয়াজ্জেম হোসেন প্রমুখ। গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. গোলাম রহমান, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, আমাদের সময় ডটকমের সম্পাদক নাইমুল ইসলাম খান, সমকালের নগর সম্পাদক শাহেদ চৌধুরী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত