Ajker Patrika

বছরে সড়কে ঝরেছে ৫ হাজার প্রাণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১২: ৪০
বছরে সড়কে ঝরেছে ৫ হাজার প্রাণ

দেশে প্রতিদিন গড়ে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হন। তা ছাড়া, চলতি বছর দেশে সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ৩৭০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ‘সেভ দ্য রোড’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির বার্ষিক গবেষণাপত্রে বলা হয়, এ বছর সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ৭০ হাজার ২২২ জন। ফলে গড়ে প্রতিদিন আহতের সংখ্যা ১৯৬।

সংগঠনটি বলছে, ২০২১ সালে ৭১২টি নৌপথ দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৮৮ জন এবং আহত হয়েছেন ৪৬৬ জন। রেলপথ দুর্ঘটনায় আহত হয়েছেন ৩ হাজার ৭৮ জন এবং নিহত হয়েছেন ১৩৮ জন। সড়কপথ দুর্ঘটনা ঘটেছে ৭ হাজার ৫১২টি। এতে ক্ষতি হয়েছে প্রায় ৩২ হাজার কোটি টাকা।

জাতীয় প্রেসক্লাবে গতকাল শুক্রবার সকালে ‘দুর্ঘটনার সংখ্যা-কারণ ও প্রতিকার’ শীর্ষক এক আলোচনাসভায় বার্ষিক গবেষণাপত্রটি প্রকাশ করে সেভ দ্য রোড। এটি উপস্থাপন করেন সংগঠনটির মহাসচিব শান্তা ফারজানা।

গবেষণায় বলা হয়, চলতি বছর সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪২ জন চালক, ৪ জন চালকের সহযোগী, ৪৭২ জন নারী, ১৭৭ জন শিশু, ১৭৭ জন শিক্ষার্থী, ৭ জন সাংবাদিক, ১১ জন চিকিৎসক, ১৮ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ২৭ জন রাজনৈতিক নেতা।

সেভ দ্য রোডের তথ্য অনুযায়ী, সংগঠিত দুর্ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৩৭ দশমিক ৫৫ শতাংশ মোটরসাইকেল জড়িত ছিল। তা ছাড়া ৩৩ শতাংশ বাস, ১২ দশমিক ২৫ শতাংশ ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান, লরি, ৫ দশমিক ৮২ শতাংশ কার-মাইক্রোবাস, ৩ দশমিক ১২ শতাংশ অটোরিকশা, ২ দশমিক ৭৮ শতাংশ নছিমন-করিমন ও ৫ দশমিক ৪৮ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক দুর্ঘটনায় জড়িত ছিল।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বলেন, ‘আমি অস্বীকার করব না যে ড্রাইভাররা বেপরোয়া গাড়ি চালায় না। কিন্তু এ জন্য ড্রাইভারদের একতরফা দায়ী করা যাবে না। ড্রাইভারদের ট্রেনিংসহ সব সুযোগ-সুবিধা দিলেই অনেক দুর্ঘটনা কমে আসবে। শুধু গাড়ির ড্রাইভারদের ওপরে আইন প্রয়োগ করে দুর্ঘটনা কমানো সম্ভব নয়। দুর্ঘটনা কমানোর জন্য জনসচেতনতাও দরকার।’

শাজাহান খান বলেন, রাস্তা পারাপারের সময় মোবাইলে কথা বলা, যত্রতত্র পারাপার হওয়া এবং ট্রাফিক আইন ভঙ্গ করা ইত্যাদি অনিয়ম বন্ধ করতে হবে।

সাবেক নৌপরিবহন মন্ত্রী বলেন, ‘কেউ যদি মনে করে, সড়ক দুর্ঘটনায় এক্কেবারে শূন্যের কোঠায় নেমে আসবে! তা আশা করা ঠিক নয়। পৃথিবীতে এমন কোনো দেশ নাই, যেখানে সড়ক দুর্ঘটনা নাই। তবে এটা ঠিক, দুর্ঘটনা কাম্য নয়।’

সেভ দ্য রোডের সভাপতি জেড এম কামরুল আনামের সভাপতিত্বে সভায় পথদুর্ঘটনায় আহতদের ৩ লাখ ও নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়াসহ ৭ দফা দাবি উপস্থাপন করা হয়। বিভিন্ন জেলায় সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালনে আর্থিক সহায়তার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান সেভ দ্য রোডের ভাইস চেয়ারম্যান বিকাশ রায়।

সড়কে দুর্ঘটনার জন্য অনিয়ম দুর্নীতিকে দায়ী করে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক বলেন, সড়কের দুর্ঘটনায় করণীয় নিয়ে বলতে বলতে আমরা ক্লান্ত। সড়কের বিশৃঙ্খলাগুলোর সমাধান না করলে দুর্ঘটনা কমানো কোনোভাবেই সম্ভব নয়। সে ক্ষেত্রে যাত্রীদের সতর্কতাও দুর্ঘটনা কমাতে পারে না। মোজাম্মেল হক বলেন, এক সময় ফার্মগেট থেকে শাহবাগ পর্যন্ত একটা মডেল ব্যবস্থাপনায় যাত্রীদের চলাচলে আইনের কঠোরতম প্রয়োগ ছিল। আইন না মানলে জরিমানা করা হতো। তখন যাত্রীরা আইন মেনেই চলাচল করত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত