Ajker Patrika

রিকশাচালকদের আয় কমেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১১: ০৬
রিকশাচালকদের আয় কমেছে

করোনায় লকডাউন ও লকডাউন-পরবর্তী সময়ে রিকশাচালকদের আয় প্রায় ৫০ শতাংশ পর্যন্ত কমেছে। আয় কমায় পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন অনেকে।

গতকাল সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) আয়োজিত সেমিনারে এক গবেষণা প্রতিবেদন থেকে এ তথ্য উপস্থাপন করা হয়। ‘অতিমারি লকডাউনে ঢাকা শহরের রিকশা: উপস্থাপক চালকদের জীবন ও জীবিকা: কার্যকর সুরক্ষায় ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক ওই সেমিনারে ওই তথ্য তুলে ধরেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক রেজাউল করিম।

বিলসের তথ্য অনুযায়ী, ঢাকা শহরে বসবাস করেন ২২ লাখ রিকশাশ্রমিক। সরকারের কোনো নিরাপত্তা কর্মসূচিতে তাঁরা অন্তর্ভুক্ত নন। করোনাকালে নানা সমস্যায় তাঁদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তীব্রতর হয়েছে এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিতে তাঁদের সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা প্রবল হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিলসের ভাইস চেয়ারম্যান সাংসদ শিরীন আখতার। বক্তব্য দেন বিলসের উপদেষ্টা মেজবাউদ্দিন আহম্মেদ, অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান, সহকারী অধ্যাপক কাজী মো. সাইফুন নেওয়াজ, রিকশা ভ্যান মালিক সমিতির সভাপতি হারুন অর রশিদ, রিকশা ভ্যান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী প্রমুখ।

সেমিনারে ইনসুর আলী বলেন, করোনায় বিভিন্ন সেক্টরের ক্ষতিগ্রস্ত শ্রমিকেরা অনুদান পেয়েছেন, কিন্তু রিকশাচালকেরা কিছু পাননি। তাঁদের কথাও ভাবতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত