Ajker Patrika

পেশাদারত্বেও অনন্য ছিলেন রিয়াজ উদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১০: ৫১
পেশাদারত্বেও অনন্য ছিলেন রিয়াজ উদ্দিন আহমেদ

সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ ছিলেন বিভক্ত সাংবাদিকদের অবিভক্ত নেতা। পেশাদারত্বের জায়গায়ও ছিলেন অনন্য। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন অভিভাবককে হারিয়েছে বলেই মনে করছেন সাংবাদিক, সম্পাদক ও সংবাদপত্রের মালিকেরা। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত রিয়াজ উদ্দিন আহমেদের স্মরণসভায় এমন মন্তব্য করেছেন তাঁরা।

যৌথভাবে এই স্মরণসভার আয়োজন করে সম্পাদক পরিষদ ও নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের স্মরণে আয়োজিত সভায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সম্পাদক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় স্মরণসভায় সভাপতির বক্তৃতায় নোয়াব সভাপতি এ কে আজাদ বলেন, ‘রিয়াজ ভাইকে আমরা একজন পরিপূর্ণ মানুষ হিসেবে পেয়েছি। যেকোনো সংকট সমাধানে তিনি সঠিক পরামর্শ দিতেন।’ নোয়াবের সহসভাপতি শহীদুল্লাহ খান বাদল বলেন, ‘তিনি ছিলেন সাংবাদিকদের অকৃত্রিম বন্ধু।’

দ্য ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘পাকিস্তান অবজারভারে রিয়াজ ভাইয়ের সঙ্গে কাজ করেছি। ছাত্রজীবনে আমরা দুজনই ছাত্রলীগ করেছি। পরবর্তীকালে মতাদর্শের ভিন্নতা থাকলেও ব্যক্তিগত সম্পর্কে কখনো বৈরিতা আসেনি।’

ইকবাল সোবহান বলেন, ‘রিয়াজ ভাই ছিলেন অবিভক্ত সাংবাদিক ইউনিয়নের নেতা; আমরা তা ধরে রাখতে পারিনি।’

যুগান্তর সম্পাদক সাইফুল আলম বলেন, ‘আজীবন পেশাদারত্ব বজায় রেখে কাজ করেছেন রিয়াজ ভাই।’

স্মরণসভায় আরও বক্তব্য রাখেন সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন , সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও রিয়াজ উদ্দিন আহমেদের ছেলে মাশরুর রিয়াজ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত