Ajker Patrika

হত্যাকারীরা এখনো ষড়যন্ত্রের জাল বুনছে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১০: ৪১
হত্যাকারীরা এখনো ষড়যন্ত্রের জাল বুনছে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘একাত্তরের পরাজিত অপশক্তি ও পঁচাত্তরের খুনিরা ২০০১-২০০৬ সাল পর্যন্ত হত্যাযজ্ঞ চালিয়েছে। পরে ২০১৩-১৪ সালে আন্দোলনে নেমে তারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে। এখনো তারা দেশে-বিদেশে ষড়যন্ত্রের জাল বুনছে। অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কাজটা শুধু রাজনীতিবিদদের নয়, এ জন্য সবাইকে প্রতিদিন সতর্ক থাকতে হবে।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গতকাল বাংলাদেশ সংগীত পরিষদ আয়োজিত ‘মুজিববর্ষ উদ্‌যাপন’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলা একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘যখন কোনো রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের সমাবেশে হিন্দি গান শুনি, সেটি আমাকে প্রচণ্ড পীড়া ও কষ্ট দেয়। বিয়ের গায়েহলুদের অনুষ্ঠানে হিন্দি গানের তালে তালে আমাদের ছেলেমেয়েরা নাচে। অথচ মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেখানে বিজাতীয় সংস্কৃতি লালনপালন করছি।’ এই অবস্থা থেকে উত্তরণের জন্য মৌলিক সংস্কৃতিচর্চা বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, ‘সারা দেশে সংস্কৃতিচর্চার ঢেউ বইয়ে দিতে পারলে সে ঢেউয়ে অপসংস্কৃতি, মৌলবাদ ও সাম্প্রদায়িকতা ভেসে যাবে। সে কাজটি করার সময় এসেছে।’

একই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে পৌঁছাতে অনেক চ্যালেঞ্জ থাকবে। তবে আমরা ঐক্যবদ্ধ থাকলে সে চ্যালেঞ্জ নিতে সক্ষম হব। আগামীর ভবিষ্যৎ হচ্ছে বাংলাদেশের।’

সংগীত পরিষদের মহাসচিব ফেরদৌস হোসেন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষাবিদ সৈয়দ আনোয়ার হোসেন, সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

চলন্ত বাসে ‘অজ্ঞান’ ঢাবি মেডিকেল সেন্টারের চিকিৎসক, সিসিইউতে ভর্তি

৩য় শ্রেণির কর্মচারীর অঢেল সম্পদ

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

সিএমএইচে মাগুরার শিশুটির অবস্থা অপরিবর্তিত: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত