নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের এক সহকারী অধ্যাপকের বিরুদ্ধে জিডি করেছেন তাঁর ছাত্রী। উত্তরা পশ্চিম থানায় করা জিডিতে ছাত্রী অভিযোগ করেছেন, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ওই শিক্ষক। বিষয়টি জানাজানি হলে ক্ষতি হবে বলে অভিযুক্ত শিক্ষক ভয় দেখিয়েছেন বলেও দাবি ওই ছাত্রীর।
অভিযুক্ত শিক্ষকের নাম ডা. সালাউদ্দিন চৌধুরী। তিনি হলি ফ্যামিলির ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক। অভিযোগকারী ১৬তম ব্যাচের শিক্ষার্থী।
এ ঘটনায় জিডির পাশাপাশি কলেজ কর্তৃপক্ষকেও লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। আগামী ২ জানুয়ারি কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা। তবে ওই ছাত্রী অভিযোগ করেছেন, শুরুতে এ ঘটনায় অভিযোগ দিতে চাইলেও কলেজ কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি। বাধ্য হয়ে তিনি থানায় জিডি করলে ঘটনার প্রায় ১ বছর পর ওই অভিযোগ আমলে নেয় কলেজ কর্তৃপক্ষ।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সবকিছু অস্বীকার করে ডা. সালাউদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার। তদন্তের মাধ্যমে আসল সত্য উঠে আসবে। সেখানেই সব পরিষ্কার হবে।
জিডিতে ওই ছাত্রী বলেছেন, ২০২০ সালের ৯ সেপ্টেম্বর মেসেঞ্জারে তাঁকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দেন ডা. সালাউদ্দিন। এতে রাজি না হওয়ায় তাঁকে ফেল করিয়ে একই শিক্ষাবর্ষে আটকে রাখার হুমকিও দেন। তাতেও কাজ না হওয়ায় কলেজে বিভিন্নভাবে ডেকে আলাদাভাবে দেখা করতে বলতেন ওই শিক্ষক। টিউশন পড়ানোর নামে ২ দফায় ২০ হাজার টাকাও নিয়েছেন তিনি। টিউশন পড়তে বারবার বাসায় যেতে বলেছেন। কোনো কিছুতেই রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষক অপরিচিত মোবাইল নম্বর থেকে ফোন করে দিনের পর দিন ভয়ভীতি দেখান এবং হুমকি দেন।
ছাত্রীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে হলি ফ্যামিলি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দৌলতুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ২৩ ডিসেম্বর তাঁরা ওই ছাত্রীর কাছ থেকে এমন অভিযোগ পেয়েছেন। অভিযোগ পাওয়া মাত্রই বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটিও গঠন করে দিয়েছেন। কমিটি গঠনের পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত করে বিষয়টি জানাবেন তারা। এতে কেউ দোষী হলে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
জিডি প্রসঙ্গে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক এস এম সামিউল আলম বলেছেন, তাঁরাও বিষয়টি তদন্ত করছেন। এরই মধ্যে অভিযুক্ত এবং অভিযোগকারীদের সঙ্গে কথা বলেছেন।
রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের এক সহকারী অধ্যাপকের বিরুদ্ধে জিডি করেছেন তাঁর ছাত্রী। উত্তরা পশ্চিম থানায় করা জিডিতে ছাত্রী অভিযোগ করেছেন, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ওই শিক্ষক। বিষয়টি জানাজানি হলে ক্ষতি হবে বলে অভিযুক্ত শিক্ষক ভয় দেখিয়েছেন বলেও দাবি ওই ছাত্রীর।
অভিযুক্ত শিক্ষকের নাম ডা. সালাউদ্দিন চৌধুরী। তিনি হলি ফ্যামিলির ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক। অভিযোগকারী ১৬তম ব্যাচের শিক্ষার্থী।
এ ঘটনায় জিডির পাশাপাশি কলেজ কর্তৃপক্ষকেও লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। আগামী ২ জানুয়ারি কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা। তবে ওই ছাত্রী অভিযোগ করেছেন, শুরুতে এ ঘটনায় অভিযোগ দিতে চাইলেও কলেজ কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি। বাধ্য হয়ে তিনি থানায় জিডি করলে ঘটনার প্রায় ১ বছর পর ওই অভিযোগ আমলে নেয় কলেজ কর্তৃপক্ষ।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সবকিছু অস্বীকার করে ডা. সালাউদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার। তদন্তের মাধ্যমে আসল সত্য উঠে আসবে। সেখানেই সব পরিষ্কার হবে।
জিডিতে ওই ছাত্রী বলেছেন, ২০২০ সালের ৯ সেপ্টেম্বর মেসেঞ্জারে তাঁকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দেন ডা. সালাউদ্দিন। এতে রাজি না হওয়ায় তাঁকে ফেল করিয়ে একই শিক্ষাবর্ষে আটকে রাখার হুমকিও দেন। তাতেও কাজ না হওয়ায় কলেজে বিভিন্নভাবে ডেকে আলাদাভাবে দেখা করতে বলতেন ওই শিক্ষক। টিউশন পড়ানোর নামে ২ দফায় ২০ হাজার টাকাও নিয়েছেন তিনি। টিউশন পড়তে বারবার বাসায় যেতে বলেছেন। কোনো কিছুতেই রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষক অপরিচিত মোবাইল নম্বর থেকে ফোন করে দিনের পর দিন ভয়ভীতি দেখান এবং হুমকি দেন।
ছাত্রীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে হলি ফ্যামিলি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দৌলতুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ২৩ ডিসেম্বর তাঁরা ওই ছাত্রীর কাছ থেকে এমন অভিযোগ পেয়েছেন। অভিযোগ পাওয়া মাত্রই বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটিও গঠন করে দিয়েছেন। কমিটি গঠনের পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত করে বিষয়টি জানাবেন তারা। এতে কেউ দোষী হলে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
জিডি প্রসঙ্গে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক এস এম সামিউল আলম বলেছেন, তাঁরাও বিষয়টি তদন্ত করছেন। এরই মধ্যে অভিযুক্ত এবং অভিযোগকারীদের সঙ্গে কথা বলেছেন।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫