Ajker Patrika

বছরজুড়ে আলোচনায় জাপানি দুই শিশুর মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৮: ০৪
বছরজুড়ে আলোচনায় জাপানি দুই শিশুর মামলা

মহামারি করোনার মধ্যে শারীরিক এবং ভার্চুয়াল দু্‌ইভাবেই চলেছে উচ্চ আদালতের কার্যক্রম। সুরাহা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার। তবে বছরের বেশির ভাগ সময়ই আলোচনায় ছিল জাপানের দুই শিশুর জিম্মা নিয়ে চলা মামলা। বিষয়টি হাইকোর্টে বেশ কয়েকবার শুনানি শেষে সিদ্ধান্ত হওয়ার পর তা গড়ায় আপিল বিভাগেও।

এখনো শেষ হয়নি সেই দুই শিশুর জিম্মা-সংক্রান্ত মামলা। ৩ জানুয়ারি আপিল বিভাগে এই মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করা আছে। এ ছাড়া সন্তানের জিম্মা নিয়ে ভারতীয় নারী সাদিকা শেখের মামলা চলছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের ছেলের ঘরের নাতনি নিয়ে মামলা চলেছে হাইকোর্টে।

রাজারবাগ পীরের ‘মামলা সিন্ডিকেট’ নিয়েও বেশ আলোচনায় ছিলেন সুপ্রিম কোর্ট। পীর দিল্লুর রহমান ও তাঁর অনুসারীদের নজরদারিতে রাখতে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমকে (সিটিটিসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তা ছাড়া ৪৯ মামলার আসামি একরামুল আহসান কাঞ্চন পীর দিল্লুর রহমান ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে মামলা করতে চাইলে সিআইডির প্রতিবেদনকে আমলে নিতে বলা হয়েছে।

কাউন্টার টেররিজম ইউনিটের একটি প্রতিবেদনে বলা হয়, রাজারবাগ পীর ও তাঁর অনুসারীরা জঙ্গিবাদ ছড়িয়ে দিচ্ছে। তাঁদের কার্যক্রম দেশের প্রচলিত আইন, সংবিধান ও মুক্তিযুদ্ধের মূল চেতনার পরিপন্থী; তাঁরা ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষ হত্যাকে উসকে দিচ্ছে। নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনগুলো যে উদ্দেশ্য নিয়ে তাঁদের মতবাদ প্রচার করছে, রাজারবাগের পীর ও তাঁর অনুসারীদের কার্যক্রমও জঙ্গিদের কার্যক্রমের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তাঁরা ভিন্ন ধর্মের মানুষদের হত্যা করা ইমানি দায়িত্ব বলে ফতোয়া প্রচার করেছে। এই বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি দিন ধার্য রয়েছে। তা ছাড়া অর্থ পাচার, মাসুদ রানার কপিরাইট, খালেদা জিয়ার জন্মদিন, বিচারক কামরুন্নাহারের ক্ষমতা কেড়ে নেওয়া, কোটালীপাড়ায় বোমা হামলার মামলার রায়, হাজি সেলিমের দণ্ড, আল জাজিরার প্রতিবেদন ও মুরাদের অশ্লীল মন্তব্য ইন্টারনেট থেকে সরানো, চিত্রনায়িকা পরীমনির রিমান্ড, পুলিশের অপরাধ তদন্তে স্বাধীন কমিশন, নোবেল বিজয়ী ড. ইউনুসকে তলব, যাবজ্জীবন মানে ৩০ বছরের রায়, ক্ষতিকর গেমস বন্ধের নির্দেশ এবং ই-কমার্স খাতের বিশৃঙ্খলা, ঋণখেলাপিদের তলবসহ নানা বিষয় আলোচনায় ছিল।

সালতামামির অন্যান্য আয়োজন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ১৯, আহত শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

এবার তিন নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়ে ডিসিদের চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত