ফোল্ডেবল ডিভাইসের দুনিয়ায় চমক আনবে অ্যাপল
ফোল্ডেবল ডিভাইসের দুনিয়ায় নতুন চমক আনবে অ্যাপল। স্যামসাং, ওয়ানপ্লাস, অপ্পো ও মটোরোলার মতো ফ্লোডিং ফোন নয়, কোম্পানিটি আনবে ফ্লোডিং আইপ্যাড। ২০২৪ সালের শেষে বা ২০২৫ সালের শুরুতে ফোল্ডেবল আইপ্যাড বাজারে আসতে পারে। ডিজিটাইমসের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট স্যামমোবাইলের এক প্রতিবেদনে এসব তথ্য জানা য