এম ৩ সিরিজের প্রসেসরসহ ম্যাকবুক প্রোর নতুন মডেল নিয়ে এল অ্যাপল। ল্যাপটপগুলোতে নতুন এম৩, এম৩ প্রো ও এম৩ ম্যাক্স চিপ ব্যবহার করা হয়েছে। লিকুইড রেটিনা এক্সডিআর ডিসপ্লেসহ ল্যাপটপগুলো ২২ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ পাবে বলে কোম্পানি দাবি করছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গেজেট ৩৬০ এক প্রতিবেদনে বলছে, ‘স্ক্যারি ফাস্ট’ নামের ইভেন্টে নতুন ম্যাকবুক প্রো মডেলসহ এম৩, এম৩ প্রো ও এম৩ ম্যাক্স চিপের উন্মোচন করে অ্যাপল।
ম্যাকবুক প্রো (২০২৩) এর স্পেসিফিকেশন ও ফিচার
ম্যাকবুক প্রো (২০২৩) মডেলের ল্যাপটপগুলোতে এম৩ সিরিজের চিপ ব্যবহার করা হয়েছে। এই এম ৩ সিরিজে মধ্যে রয়েছে–এম৩, এম৩ প্রো ও এম৩ ম্যাক্স চিপ। নতুন চিপগুলোতে টিএসএমসি এর ৩ এনএম প্রসেস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে ১৬ সিপিউ কোরস, ৪০ জিপিউ কোরস ও ১৬ নিউরাল ইঞ্জিন কোর রয়েছে। এম ৩ ম্যাক্স চিপযুক্ত ল্যাপটপে ১২৮ জিবি পর্যন্ত র্যাম ব্যবহার করা যাবে। এম ৩, এম ৩ প্রো চিপযুক্ত মডেলগুলোতে যথাক্রমে ২৪ জিবি ও ৩৬ জিবি র্যাম রয়েছে। ল্যাপটপগুলোতে ১ টিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা যাবে।
অ্যাপল দাবি করছে, এম ৩ চিপগুলো আগের এম ১ প্রো প্রসেসরের তুলনায় ৪০ গুণ এবং ইন্টেলের কোরআই৭ চালিত ম্যাকবুক প্রোর তুলনায় ১১ গুণ দ্রুত কাজ করবে।
ম্যাকবুক প্রো মডেলগুলো ১৪ ও ১৬ ইঞ্চির দুই ধরনের ডিসপ্লেতে পাওয়া যাবে। ডিসপ্লেগুলোতে ১২০ হার্টজ রিফ্রেশ পাওয়া যাবে ও ব্রাইটনেস থাকবে ১৬০০ নিটস (এইচডিআর কনটেন্টে) ও ৬০০ নিটস (এসডিআর কনটেন্টে)। ল্যাপটপগুলোর কিবোর্ডে বায়োমেট্রিক অথেনটিক্যাশনের জন্য টাচ আইডির সমর্থনও রয়েছে।
এম ৩ চিপসহ ১৪ ইঞ্চির ম্যাকবুক ল্যাপটপ একবার চার্জ দিলে ২২ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ ও এম ৩ প্রো ও এম ৩ চিপসহ মডেলগুলো ১৮ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাবে। এদিকে এম ৩ প্রো ও এম ৩ ম্যাক্স চিপযুক্ত ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো মডেলে ২২ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।
দাম ও রং
১৪ ইঞ্চির এম ৩ চিপসহ ম্যাকবুক প্রো এর বেস মডেলের দাম ১ লাখ ৬৯ হাজার ৯০০ রুপি এবং এম ৩ প্রো চিপসহ ল্যাপটপটির দাম ১ লাখ ৯৯ হাজার ৯০০ রুপি। অপরদিকে ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো এর বেস মডেলের দাম ২ লাখ ৪৯ হাজার ৯০০ রুপি। ২৭টি দেশে প্রি–অর্ডারে নতুন মডেলগুলো পাওয়া যাবে। ৭ নভেম্বর থেকে মডেলগুলো অ্যাপলের ওয়েবসাইট ও অফিশিয়াল স্টোরে কেনা যাবে।
সিলভার (রুপালি) ও স্পেস ব্ল্যাক (কালো) রঙে এই তিনটি মডেল পাওয়া যাবে।
এম ৩ সিরিজের প্রসেসরসহ ম্যাকবুক প্রোর নতুন মডেল নিয়ে এল অ্যাপল। ল্যাপটপগুলোতে নতুন এম৩, এম৩ প্রো ও এম৩ ম্যাক্স চিপ ব্যবহার করা হয়েছে। লিকুইড রেটিনা এক্সডিআর ডিসপ্লেসহ ল্যাপটপগুলো ২২ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ পাবে বলে কোম্পানি দাবি করছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গেজেট ৩৬০ এক প্রতিবেদনে বলছে, ‘স্ক্যারি ফাস্ট’ নামের ইভেন্টে নতুন ম্যাকবুক প্রো মডেলসহ এম৩, এম৩ প্রো ও এম৩ ম্যাক্স চিপের উন্মোচন করে অ্যাপল।
ম্যাকবুক প্রো (২০২৩) এর স্পেসিফিকেশন ও ফিচার
ম্যাকবুক প্রো (২০২৩) মডেলের ল্যাপটপগুলোতে এম৩ সিরিজের চিপ ব্যবহার করা হয়েছে। এই এম ৩ সিরিজে মধ্যে রয়েছে–এম৩, এম৩ প্রো ও এম৩ ম্যাক্স চিপ। নতুন চিপগুলোতে টিএসএমসি এর ৩ এনএম প্রসেস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে ১৬ সিপিউ কোরস, ৪০ জিপিউ কোরস ও ১৬ নিউরাল ইঞ্জিন কোর রয়েছে। এম ৩ ম্যাক্স চিপযুক্ত ল্যাপটপে ১২৮ জিবি পর্যন্ত র্যাম ব্যবহার করা যাবে। এম ৩, এম ৩ প্রো চিপযুক্ত মডেলগুলোতে যথাক্রমে ২৪ জিবি ও ৩৬ জিবি র্যাম রয়েছে। ল্যাপটপগুলোতে ১ টিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা যাবে।
অ্যাপল দাবি করছে, এম ৩ চিপগুলো আগের এম ১ প্রো প্রসেসরের তুলনায় ৪০ গুণ এবং ইন্টেলের কোরআই৭ চালিত ম্যাকবুক প্রোর তুলনায় ১১ গুণ দ্রুত কাজ করবে।
ম্যাকবুক প্রো মডেলগুলো ১৪ ও ১৬ ইঞ্চির দুই ধরনের ডিসপ্লেতে পাওয়া যাবে। ডিসপ্লেগুলোতে ১২০ হার্টজ রিফ্রেশ পাওয়া যাবে ও ব্রাইটনেস থাকবে ১৬০০ নিটস (এইচডিআর কনটেন্টে) ও ৬০০ নিটস (এসডিআর কনটেন্টে)। ল্যাপটপগুলোর কিবোর্ডে বায়োমেট্রিক অথেনটিক্যাশনের জন্য টাচ আইডির সমর্থনও রয়েছে।
এম ৩ চিপসহ ১৪ ইঞ্চির ম্যাকবুক ল্যাপটপ একবার চার্জ দিলে ২২ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ ও এম ৩ প্রো ও এম ৩ চিপসহ মডেলগুলো ১৮ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাবে। এদিকে এম ৩ প্রো ও এম ৩ ম্যাক্স চিপযুক্ত ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো মডেলে ২২ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।
দাম ও রং
১৪ ইঞ্চির এম ৩ চিপসহ ম্যাকবুক প্রো এর বেস মডেলের দাম ১ লাখ ৬৯ হাজার ৯০০ রুপি এবং এম ৩ প্রো চিপসহ ল্যাপটপটির দাম ১ লাখ ৯৯ হাজার ৯০০ রুপি। অপরদিকে ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো এর বেস মডেলের দাম ২ লাখ ৪৯ হাজার ৯০০ রুপি। ২৭টি দেশে প্রি–অর্ডারে নতুন মডেলগুলো পাওয়া যাবে। ৭ নভেম্বর থেকে মডেলগুলো অ্যাপলের ওয়েবসাইট ও অফিশিয়াল স্টোরে কেনা যাবে।
সিলভার (রুপালি) ও স্পেস ব্ল্যাক (কালো) রঙে এই তিনটি মডেল পাওয়া যাবে।
টিসিএস জানিয়েছে, এই কর্মী ছাঁটাইয়ের মূল কারণ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অন্যান্য নতুন প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি। একই সঙ্গে সংস্থাটি নতুন বাজারে প্রবেশ করছে এবং বিশ্বজুড়ে প্রযুক্তির চাহিদা অনিশ্চিত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিসিএস আশ্বস্ত করেছে, এই পরিবর্তনের কারণে ক্লায়েন্টদের
১০ ঘণ্টা আগেযুক্তরাজ্যে পর্নোগ্রাফি দেখতে হলে এখন থেকে বয়স যাচাইয়ের জন্য সেলফি কিংবা ছবিসহ আইডি কার্ড দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। গত শুক্রবার (২৫ জুলাই) থেকে কার্যকর হওয়া সরকারের নতুন নিয়ম অনুযায়ী, পর্নো কনটেন্ট প্রকাশ বা প্রদর্শনকারী যেকোনো ওয়েবসাইটকে ‘ব্যাপকভাবে কার্যকর’ বয়স যাচাইকরণ ব্যবস্থা চালু করতে হবে।
১৬ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় চলতি মাসে অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) প্রশ্ন মানুষের মতো সমাধান করে ‘স্বর্ণপদকের মান’ (গোল্ড স্ট্যান্ডার্ড) অর্জন করেছে গুগল ডিপমাইন্ডের তৈরি একটি চ্যাটবট এআই সিস্টেম। ছয়টি সমস্যার মধ্যে পাঁচটির সমাধান করে এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রথমবারের মতো এমন উচ্চস্তরের পারফরম্যা
১৮ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে সহযোগিতা বাড়াতে একটি নতুন আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব করছে চীন। গতকাল শনিবার শাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স’-এ চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এই প্রস্তাব দেন।
২০ ঘণ্টা আগে