আইফোন ও অ্যান্ড্রয়েডের মধ্যে মেসেজিংয়ের সুবিধা বাড়াতে আরসিএস (রিচ কমিউনিকেশন সার্ভিস) ফিচার নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করছে অ্যাপল। আইমেসেজ, রিসিপ্ট রিডিং, টাইপিং ইন্ডেকেটর, উচ্চমানের ছবি ও ভিডিও শেয়ারের ক্ষেত্রে এই ফিচার সাহায্য করবে। ফিচারটি আগামী বছরে আইফোনে যুক্ত হতে পারে।
মোবাইল ডেটা বা ওয়াইফাইয়ে আরসিএস কাজ করবে। শুধু ডেটা ব্যবহার করেই এর মাধ্যমে মেসেজ আদান প্রদান করা যায়। এর জন্য অতিরিক্ত অর্থ খরচ করতে হয় না।
বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনে এই ফিচারটি রয়েছে। ২০২৪ সালে সফটওয়্যার আপডেটের মাধ্যমে নতুন ফিচারটি পাওয়া যাবে।
নাম প্রকাশের অনিচ্ছুক অ্যাপলের এক কর্মীর বরাত দিয়ে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুভাইভ এক প্রতিবেদনে বলেছে, আগামী বছর থেকে আইফোনে আরসিএস সুবিধা আসবে যা এসএমএস বা এমএমএসের চেয়ে আরও উন্নত হবে। এটি আইমেসেজের সঙ্গে কাজ করবে এবং ব্যবহারকারীদের সবচেয়ে নিরাপদ মেসেজিংয়ের সুবিধা দিবে।
আইফোনের এই ফিচার যুক্ত করার ফলে গ্রাহকেরা টেক্সট থ্রেডের আদলে লোকেশন শেয়ার করতে পারবে। এসএমএসের মত আরিসিএস মেসেজেগুলোকেও সবুজ রঙে দেখা যেতে পারে।
প্রায় এক বছরের বেশি সময় ধরে গুগল ও স্যামসাংয়ের অনুরোধেও ফিচারটি ডিভাইসে অন্তর্ভুক্ত করেনি অ্যাপল। ইতিমধ্যে পুরো বিশ্বের অ্যান্ড্রয়েড ফোনে এই মেসেজিং স্ট্যান্ডার্ড গ্রহণ করা হয়েছে।
অ্যাপলে ডিভাইসে আরসিএস ফিচার নিয়ে আসা হলে আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর মধ্যে যোগাযোগ করা আরও উন্নত হবে। তবে অ্যাপল ডিভাইসে আইমেসেজ ডিফল্ট হিসেবে থাকবে।
অ্যাপলের এই ঘোষণার প্রতিক্রিয়ায় গুগলের প্ল্যাটফর্ম ও ইকোসিস্টেমের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিরোশি লকহেইমার বলেছেন, প্রত্যেকেরই উচিত নিরাপদ ও আধুনিক মেসেজিং সিস্টেম ব্যবহার করা। মেসেজিং আরও ভালো করার জন্য অ্যাপলে ডিভাইসে আরসিএসের ব্যবহারের সিদ্ধান্তে গুগল কোম্পানি খুশি হয়েছে।
নাথিং ফোনে আইমেসেজে দেখার সুবিধা আনার ঘোষণা দেওয়ার কিছুদিন পর অ্যাপল আরসিএস ফিচারের তথ্য প্রকাশ করে।
আইফোন ও অ্যান্ড্রয়েডের মধ্যে মেসেজিংয়ের সুবিধা বাড়াতে আরসিএস (রিচ কমিউনিকেশন সার্ভিস) ফিচার নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করছে অ্যাপল। আইমেসেজ, রিসিপ্ট রিডিং, টাইপিং ইন্ডেকেটর, উচ্চমানের ছবি ও ভিডিও শেয়ারের ক্ষেত্রে এই ফিচার সাহায্য করবে। ফিচারটি আগামী বছরে আইফোনে যুক্ত হতে পারে।
মোবাইল ডেটা বা ওয়াইফাইয়ে আরসিএস কাজ করবে। শুধু ডেটা ব্যবহার করেই এর মাধ্যমে মেসেজ আদান প্রদান করা যায়। এর জন্য অতিরিক্ত অর্থ খরচ করতে হয় না।
বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনে এই ফিচারটি রয়েছে। ২০২৪ সালে সফটওয়্যার আপডেটের মাধ্যমে নতুন ফিচারটি পাওয়া যাবে।
নাম প্রকাশের অনিচ্ছুক অ্যাপলের এক কর্মীর বরাত দিয়ে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুভাইভ এক প্রতিবেদনে বলেছে, আগামী বছর থেকে আইফোনে আরসিএস সুবিধা আসবে যা এসএমএস বা এমএমএসের চেয়ে আরও উন্নত হবে। এটি আইমেসেজের সঙ্গে কাজ করবে এবং ব্যবহারকারীদের সবচেয়ে নিরাপদ মেসেজিংয়ের সুবিধা দিবে।
আইফোনের এই ফিচার যুক্ত করার ফলে গ্রাহকেরা টেক্সট থ্রেডের আদলে লোকেশন শেয়ার করতে পারবে। এসএমএসের মত আরিসিএস মেসেজেগুলোকেও সবুজ রঙে দেখা যেতে পারে।
প্রায় এক বছরের বেশি সময় ধরে গুগল ও স্যামসাংয়ের অনুরোধেও ফিচারটি ডিভাইসে অন্তর্ভুক্ত করেনি অ্যাপল। ইতিমধ্যে পুরো বিশ্বের অ্যান্ড্রয়েড ফোনে এই মেসেজিং স্ট্যান্ডার্ড গ্রহণ করা হয়েছে।
অ্যাপলে ডিভাইসে আরসিএস ফিচার নিয়ে আসা হলে আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর মধ্যে যোগাযোগ করা আরও উন্নত হবে। তবে অ্যাপল ডিভাইসে আইমেসেজ ডিফল্ট হিসেবে থাকবে।
অ্যাপলের এই ঘোষণার প্রতিক্রিয়ায় গুগলের প্ল্যাটফর্ম ও ইকোসিস্টেমের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিরোশি লকহেইমার বলেছেন, প্রত্যেকেরই উচিত নিরাপদ ও আধুনিক মেসেজিং সিস্টেম ব্যবহার করা। মেসেজিং আরও ভালো করার জন্য অ্যাপলে ডিভাইসে আরসিএসের ব্যবহারের সিদ্ধান্তে গুগল কোম্পানি খুশি হয়েছে।
নাথিং ফোনে আইমেসেজে দেখার সুবিধা আনার ঘোষণা দেওয়ার কিছুদিন পর অ্যাপল আরসিএস ফিচারের তথ্য প্রকাশ করে।
নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) কম্পিউটিং সিস্টেম উন্মোচন করেছে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস। এই প্রযুক্তিটি মার্কিন চিপনির্মাতা এনভিডিয়ার সবচেয়ে উন্নত সিস্টেমকেও টেক্কা দিতে সক্ষম বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
১ ঘণ্টা আগেঅ্যাপটির চুরি হওয়া ছবির মধ্যে ১৩ হাজার সেলফি ও ফটো আইডি রয়েছে, যেগুলো অ্যাকাউন্ট যাচাইয়ের জন্য ব্যবহারকারীরা দিয়েছিলেন। এ ছাড়া, পোস্ট, মন্তব্য ও ডাইরেক্ট মেসেজ থেকে সংগৃহীত আরও ৫৯ হাজার ছবি হ্যাকারদের হাতে পড়েছে।
৩ ঘণ্টা আগেইউটিউব এখন শুধু বিনোদন নয়; তথ্য, শিক্ষা ও আয়ের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন এখানে হাজার হাজার নতুন ভিডিও প্রকাশিত হচ্ছে। এই প্রতিযোগিতার ভিড়ে একজন কনটেন্ট ক্রিয়েটরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দর্শকদের দৃষ্টি আকর্ষণ করা। আর সেই দৃষ্টি আকর্ষণের প্রথম ধাপ হলো, একটি আকর্ষণীয় ও কার্যকর টাইটেল।
৪ ঘণ্টা আগেচ্যাটজিপিটি বা অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই অ্যাপে) থেরাপি বা মানসিক সহায়তা নেওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীদের সতর্ক হওয়া উচিত। কারণ, এখনো এই প্রযুক্তিতে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করার উপযুক্ত আইনি কাঠামো তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান।
২০ ঘণ্টা আগে