Ajker Patrika

টাইপ-সি অ্যাপল পেনসিল

প্রযুক্তি ডেস্ক
টাইপ-সি অ্যাপল পেনসিল

অ্যাপল পেনসিলে এবার ইউএসবি-সি পোর্ট যুক্ত হলো। প্রথমবারের মতো ইউএসবি-সি চার্জিং পয়েন্ট সমন্বিত আইপ্যাড বা আইম্যাকে ক্রিয়েটিভ কাজ করার ক্ষেত্রে শিল্পী ও ক্রিয়েটরদের জন্য নতুন পেনসিল নিয়ে এসেছে অ্যাপল।

নতুন এই পেনসিল ভারতসহ ৩২টি দেশ ও অঞ্চলে অ্যাপল অনুমোদিত রিসেলার এবং অ্যাপল স্টোর থেকে অর্ডার করা যাবে। এর দাম শুরু হচ্ছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ হাজার টাকা থেকে। এত দিন শুধু প্রথম প্রজন্মের আইপ্যাডে অ্যাপল পেনসিল কাজ করত। কিন্তু নতুন অ্যাপল পেনসিল দশম প্রজন্মের আইপ্যাডেও ব্যবহার করা যাবে। নতুন পেনসিলগুলোকে চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে আইপ্যাডের পাশে আটকে রাখা যায়। ফলে অ্যাইপ্যাড ও পেনসিল একসঙ্গেই রাখা যায়। তবে পেয়ারিং ও চার্জ দেওয়ার জন্য ইউএসবি-সি কেব্‌ল ব্যবহার করতে হয়। নতুন ডিভাইসটির এক পাশে চার্জিং পোর্ট যোগ করা হয়েছে। সত্যিকারের কলমের মতো এই ডিজিটাল কলমেও আছে একটি ঢাকনা। ঢাকনা সরালেই দেখা যায় চার্জিং পোর্টটিকে।

অ্যাপলের এই পেনসিল নানান ফিচারসহ বাজারে এসেছে। নোটস নেওয়া, স্কেচিং করাসহ লেখা এবং আঁকাআঁকির জন্য এটি পিক্সেল-পারফেক্ট অ্যাকুরেসি, লো ল্যাটেন্সি এবং টিল্ট সেন্সিটিভিটি প্রদান করে। ইজি স্টোরেজের জন্য এর স্মুথ ম্যাট ফিনিশ এবং আইপ্যাডের ম্যাগনেটিক অ্যাটাচমেন্ট এটিকে ইউজারদের জন্য একটি সুবিধাজনক টুল হিসেবে গড়ে তোলা হয়েছে। তবে ফিচার বিবেচনা করলে, ওয়ারলেস পেয়ারিং, চার্জিং, প্রেশার সেন্সিবিলিটি এবং ডাবল টেপ অপশনে ঘাটতি চোখে পড়ে; যা দ্বিতীয় প্রজন্মের পণ্যে ছিল না।

ছবি: সংগৃহীতযেসব ডিভাইসে ব্যবহার করা যাবে টাইপ-সি অ্যাপল পেন
» ১২ দশমিক ৯ ইঞ্চি আইপ্যাড প্রোর তৃতীয় থেকে ষষ্ঠ জেনারেশন
» ১১ ইঞ্চি অ্যাইপ্যাড প্রোর সব মডেল
» আইপ্যাড এয়ারের চতুর্থ ও পঞ্চম জেনারেশন
» আইপ্যাড মিনির ষষ্ঠ জেনারেশন
» আইপ্যাডের দশম জেনারেশন।

সূত্র: অ্যাপল, দ্য ভার্জ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত