আইফোনে আরসিএস মেসেজিং ফিচার আনবে অ্যাপল
আইফোন ও অ্যান্ড্রয়েডের মধ্যে মেসেজিংয়ের সুবিধা বাড়াতে আরসিএস (রিচ কমিউনিকেশন সার্ভিস) ফিচার নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করছে অ্যাপল। আইমেসেজ, রিসিপ্ট রিডিং, টাইপিং ইন্ডেকেটর, উচ্চমানের ছবি ও ভিডিও শেয়ারের ক্ষেত্রে এই ফিচার সাহায্য করবে। ফিচারটি আগামী বছরে আইফোনে যুক্ত হতে পারে।