আইমেসেজে বিপার মিনির অ্যাকসেস বা প্রবেশাধিকার বন্ধ করল অ্যাপল। এই অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনের গ্রাহকেরা আইমেসেজ অ্যাপ ব্যবহার করে মেসেজ পাঠাতে পারেন। নিরাপত্তার ঝুঁকির কথা উল্লেখ করে অ্যাপটির অ্যাকসেস বন্ধ করে দিয়েছে অ্যাপল।
বিপার মিনি অ্যাপটি ৫ ডিসেম্বর উন্মোচন করা হয়। এর মধ্যেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্যে এটি ব্যাপক সাড়া ফেলে। বিপার মিনির মূল অ্যাপটি বিপার ক্লাউড নামে পরিচিত। এটি একটি দূরবর্তী ম্যাক কম্পিউটারের মাধ্যমে আইমেসেজের মেসেজগুলোর অ্যাকসেস পায়। তবে বিপার মিনি নিজস্ব সার্ভার বাদ দিয়ে অ্যাপলের সার্ভারের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে। এর ফলে আইমেসেজে নিরাপত্তা বিঘ্নিত হয়।
বিপার মিনির এই পদ্ধতির জন্য আইমেসেজের অ্যাকসেস পেতে গ্রাহকদের কোনো অ্যাপল আইডিরও প্রয়োজন নেই। তাই অ্যান্ড্রয়েড গ্রাহকেরা নির্বিঘ্নে আইমেসেজ ব্যবহার করতে পারতেন। স্বাভাবিকভাবেই বিষয়টি ভালোভাবে নেয়নি অ্যাপল। মেটাডেটা ফাঁস ও স্প্যামের মতো নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বিপার মিনির অ্যাকসেস বন্ধ করেছে কোম্পানিটি।
এক বিবৃতিতে এ প্রসঙ্গে অ্যাপল বলছে, সর্বোচ্চ গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করে অ্যাপল তাদের পণ্য ও সেবা তৈরি করে। গ্রাহকদের ডেটা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়গুলো বিবেচনা করে এসব প্রযুক্তির নকশা করা হয়েছে। ভুয়া বা নকল পদ্ধতি ব্যবহার করে আইমেসেজে অ্যাকসেস করে এমন কৌশলগুলো গ্রাহকের সুরক্ষার স্বার্থে বন্ধ করে দিয়েছে অ্যাপল। কৌশলগুলো মেটাডেটা এক্সপোজার, অবাঞ্ছিত বার্তা, স্প্যাম ও ফিশিং আক্রমণের সম্ভাবনা তৈরি করে। এজন্য আইমেসেজের নিরাপত্তার জন্য কোম্পানিটি ভবিষ্যতে আরও আপডেট নিয়ে আসবে।
অন্যদিকে বিপার বলছে, তাদের অ্যাপটি নিরাপদ এবং আনক্রিপটেড এসএমএসের চেয়ে বেশি গোপনীয়তা নিশ্চিত করে। এমনকি নিরাপত্তা মূল্যায়নের জন্য তৃতীয় পক্ষের সঙ্গে কোম্পানিটির সম্পূর্ণ সোর্স কোড শেয়ার করার প্রস্তাবও দিয়েছে বিপার।
বিপার ক্লাউড চালু থাকলেও, বিপার মিনি বর্তমানে বন্ধ রয়েছে। সব ব্যবহারকারীর অ্যান্ড্রয়েড ফোন নম্বর নিবন্ধনমুক্ত করেছে বিপার এবং বিনা মূল্যে ট্রায়ালের সময়কাল আরও এক সপ্তাহ বাড়িয়েছে।
অ্যাপল আসন্ন আইওএস ১৭.২ আপডেটে আই মেসেজে আরও নিরাপত্তাব্যবস্থা যুক্ত করার পরিকল্পনা ঘোষণা করেছে।
আইমেসেজে বিপার মিনির অ্যাকসেস বা প্রবেশাধিকার বন্ধ করল অ্যাপল। এই অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনের গ্রাহকেরা আইমেসেজ অ্যাপ ব্যবহার করে মেসেজ পাঠাতে পারেন। নিরাপত্তার ঝুঁকির কথা উল্লেখ করে অ্যাপটির অ্যাকসেস বন্ধ করে দিয়েছে অ্যাপল।
বিপার মিনি অ্যাপটি ৫ ডিসেম্বর উন্মোচন করা হয়। এর মধ্যেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্যে এটি ব্যাপক সাড়া ফেলে। বিপার মিনির মূল অ্যাপটি বিপার ক্লাউড নামে পরিচিত। এটি একটি দূরবর্তী ম্যাক কম্পিউটারের মাধ্যমে আইমেসেজের মেসেজগুলোর অ্যাকসেস পায়। তবে বিপার মিনি নিজস্ব সার্ভার বাদ দিয়ে অ্যাপলের সার্ভারের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে। এর ফলে আইমেসেজে নিরাপত্তা বিঘ্নিত হয়।
বিপার মিনির এই পদ্ধতির জন্য আইমেসেজের অ্যাকসেস পেতে গ্রাহকদের কোনো অ্যাপল আইডিরও প্রয়োজন নেই। তাই অ্যান্ড্রয়েড গ্রাহকেরা নির্বিঘ্নে আইমেসেজ ব্যবহার করতে পারতেন। স্বাভাবিকভাবেই বিষয়টি ভালোভাবে নেয়নি অ্যাপল। মেটাডেটা ফাঁস ও স্প্যামের মতো নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বিপার মিনির অ্যাকসেস বন্ধ করেছে কোম্পানিটি।
এক বিবৃতিতে এ প্রসঙ্গে অ্যাপল বলছে, সর্বোচ্চ গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করে অ্যাপল তাদের পণ্য ও সেবা তৈরি করে। গ্রাহকদের ডেটা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়গুলো বিবেচনা করে এসব প্রযুক্তির নকশা করা হয়েছে। ভুয়া বা নকল পদ্ধতি ব্যবহার করে আইমেসেজে অ্যাকসেস করে এমন কৌশলগুলো গ্রাহকের সুরক্ষার স্বার্থে বন্ধ করে দিয়েছে অ্যাপল। কৌশলগুলো মেটাডেটা এক্সপোজার, অবাঞ্ছিত বার্তা, স্প্যাম ও ফিশিং আক্রমণের সম্ভাবনা তৈরি করে। এজন্য আইমেসেজের নিরাপত্তার জন্য কোম্পানিটি ভবিষ্যতে আরও আপডেট নিয়ে আসবে।
অন্যদিকে বিপার বলছে, তাদের অ্যাপটি নিরাপদ এবং আনক্রিপটেড এসএমএসের চেয়ে বেশি গোপনীয়তা নিশ্চিত করে। এমনকি নিরাপত্তা মূল্যায়নের জন্য তৃতীয় পক্ষের সঙ্গে কোম্পানিটির সম্পূর্ণ সোর্স কোড শেয়ার করার প্রস্তাবও দিয়েছে বিপার।
বিপার ক্লাউড চালু থাকলেও, বিপার মিনি বর্তমানে বন্ধ রয়েছে। সব ব্যবহারকারীর অ্যান্ড্রয়েড ফোন নম্বর নিবন্ধনমুক্ত করেছে বিপার এবং বিনা মূল্যে ট্রায়ালের সময়কাল আরও এক সপ্তাহ বাড়িয়েছে।
অ্যাপল আসন্ন আইওএস ১৭.২ আপডেটে আই মেসেজে আরও নিরাপত্তাব্যবস্থা যুক্ত করার পরিকল্পনা ঘোষণা করেছে।
নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) কম্পিউটিং সিস্টেম উন্মোচন করেছে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস। এই প্রযুক্তিটি মার্কিন চিপনির্মাতা এনভিডিয়ার সবচেয়ে উন্নত সিস্টেমকেও টেক্কা দিতে সক্ষম বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
১ ঘণ্টা আগেঅ্যাপটির চুরি হওয়া ছবির মধ্যে ১৩ হাজার সেলফি ও ফটো আইডি রয়েছে, যেগুলো অ্যাকাউন্ট যাচাইয়ের জন্য ব্যবহারকারীরা দিয়েছিলেন। এ ছাড়া, পোস্ট, মন্তব্য ও ডাইরেক্ট মেসেজ থেকে সংগৃহীত আরও ৫৯ হাজার ছবি হ্যাকারদের হাতে পড়েছে।
৩ ঘণ্টা আগেইউটিউব এখন শুধু বিনোদন নয়; তথ্য, শিক্ষা ও আয়ের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন এখানে হাজার হাজার নতুন ভিডিও প্রকাশিত হচ্ছে। এই প্রতিযোগিতার ভিড়ে একজন কনটেন্ট ক্রিয়েটরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দর্শকদের দৃষ্টি আকর্ষণ করা। আর সেই দৃষ্টি আকর্ষণের প্রথম ধাপ হলো, একটি আকর্ষণীয় ও কার্যকর টাইটেল।
৪ ঘণ্টা আগেচ্যাটজিপিটি বা অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই অ্যাপে) থেরাপি বা মানসিক সহায়তা নেওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীদের সতর্ক হওয়া উচিত। কারণ, এখনো এই প্রযুক্তিতে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করার উপযুক্ত আইনি কাঠামো তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান।
২০ ঘণ্টা আগে