আইফোনের আপডেটে আসছে নতুন ৫ ফিচার
আইফোনের অপারেটিং সিস্টেমের (আইওএস) ১৭.৪ বেটা সংস্করণ উন্মোচন করেছে অ্যাপল। এর মধ্যে নতুন সব ইমোজিসহ অ্যাপল পডকাস্ট, গেমিং, সিরিসহ ডিভাইসের নিরাপত্তায় নতুন ফিচার যুক্ত হয়েছে। আগামী বসন্তে আইওএস ১৭.৪ মূল সংস্করণ আসবে বলে ধারণা করা হচ্ছে। বেটা সংস্করণে সাধারণত ডেভেলপারদের জন্য উন্মুক্ত করা হয়। তবে এই স