Ajker Patrika

চুরি হলেও নিরাপদে থাকবে আইফোনের তথ্য

অলকানন্দা রায়, ঢাকা
Thumbnail image

আইফোনপ্রেমীদের সুবিধার জন্য আইওএস ১৭.৩ অপারেটিং সিস্টেমের আপডেটেড সংস্করণ চালু করেছে টেক জায়ান্ট অ্যাপল। উদ্দেশ্য, আইফোনে থাকা তথ্য নিরাপদ রাখা। এতে যোগ করা হয়েছে ‘স্টোলেন ডিভাইস প্রোটেকশন’ নামের বিশেষ সুবিধা। 

এ সুবিধার কারণে আইফোন চুরি হলেও ফোন বা আইক্লাউডে থাকা গুরুত্বপূর্ণ তথ্য, ব্যাংক বা ই-মেইল আইডির পাসকোড বা পাসওয়ার্ড জেনে গেলেও তথ্য হাতিয়ে নেওয়ার সুযোগ পাবে না চোর। নতুন এ নিরাপত্তা ফিচারের জন্য আইফোন ব্যবহারকারীর ফেস আইডি ও আঙুলের ছাপ ছাড়া তাদের আইডিতে প্রবেশ করার সুযোগ নেই অন্য কারও। আইফোনের অপারেটিং সিস্টেম ১৭.৩ সংস্করণে ‘স্টোলেন ডিভাইস প্রোটেকশন’ সুবিধার পাশাপাশি আরেকটি নতুন সুবিধাও যুক্ত হয়েছে। সেটি হলো, চুরি করা আইফোনের পাসকোড পরিবর্তনের বা ফাইন্ড মাই আইফোন নিরাপত্তা সুবিধা বন্ধের সুযোগ। এ সুবিধার ফলে ব্যবহারকারীরা তাঁদের তথ্যের সুরক্ষায় চুরি হওয়া মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করার জন্য পর্যাপ্ত সময় পাবেন। সেই সঙ্গে ব্যবহারকারীরা তাঁদের আইফোনের বিভিন্ন অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধও করতে পারবেন।

আইওএস ১৭.৩ উন্মোচনের ঘোষণায় অ্যাপল বলেছে, আইওএসের আপডেট সংস্করণে ব্যবহারকারীর নিরাপত্তার সুবিধার্থে তাঁদের ফেস আইডি বা টাচ আইডি দিতে হবে। এ জন্য এক ঘণ্টার মধ্যে একটি বায়োমেট্রিক প্রমাণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে এর আগে নিশ্চিত করতে হবে, প্রক্রিয়াটি সম্পাদনা করছেন আইফোনের মালিক নিজেই। অ্যাপল আরও বলেছে, আইফোনের মালিক যখন নিজ ‘বাড়ি বা কাজের’ জায়গা থেকে দূরে থাকবেন, কেবল তখনই প্রমাণীকরণের এই অতিরিক্ত স্তরের প্রয়োজন পড়বে।

‘স্টোলেন ডিভাইস প্রোটেকশন’ সুবিধাটি চালু করতে ব্যবহারকারীকে নিজের আইফোনে থাকা সেটিং অ্যাপে প্রবেশ করতে হবে, যেখানে ফেস আইডি ও পাসকোড বাছাই করলে ফিচারটি চালু হয়ে যাবে। এই ফিচার সম্পর্কে আরও তথ্য জানতে খোঁজ করতে হবে অ্যাপলের ওয়েবসাইটে। 

এ ছাড়া আইওএস ১৭.৩ ও ম্যাকওএস ১৪.৩ সোনোমা অপারেটিং সিস্টেমের জন্য উপযোগী মিউজিক প্লেলিস্ট চালু করেছে অ্যাপল। এর মাধ্যমে ব্যবহারকারীরা পরিচিতদের সঙ্গে অ্যাপল মিউজিক অ্যাপের প্লেলিস্ট শেয়ার করার এবং তাতে নতুন গান যোগ করার সুযোগ পাবেন। এমনকি মিউজিকের প্লেলিস্টে ইমোজি দিয়ে প্রতিক্রিয়াও জানানো যাবে। আইওএস ১৭.৩ সংস্করণে আইফোনের লক স্ক্রিনে সহজে ইউনিটি ব্লুম ওয়ালপেপার ব্যবহার করা যাবে। এতে জার্নাল অ্যাপ সেটিংস থেকে মিডিয়া চালুসহ অ্যাপল মিউজিক সাজেশন সুবিধাও মিলবে। অন্যদিকে বাছাই করা কয়েকটি হোটেলের টিভিতে আইওএস ১৭.৩-এর মাধ্যমে স্ট্রিমিংয়ের সুবিধা চালু করছে অ্যাপল।

শুধু তা-ই নয়, আইওএস ১৫ ও ১৬-এর জন্যও নতুন আপডেট চালুর চেষ্টা করছে অ্যাপল। সেখানেও বিভিন্ন নিরাপত্তা ফিচার যুক্ত করার সম্ভাবনা রয়েছে।

তথ্যসূত্র: এনটিভি৩৬০, দ্য ভার্জ, বিজিআর ডটকম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত