ইউরোপীয় ইউনিয়নে আইফোন ও অ্যাপলের অন্যান্য ডিভাইসে নিজস্ব অ্যাপ স্টোর ছাড়াও অন্য অ্যাপ স্টোর ব্যবহারের সুবিধা আসছে। আগামী মার্চ থেকে এই সুবিধা পাওয়া যাবে বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।
গ্রাহকদের তথ্যের গোপনীয়তা রক্ষা করে তা সব সময় গুরুত্ব দিয়েছে অ্যাপল। কোম্পানির অ্যাপ স্টোরের বাইরে থার্ড পার্টির সফটওয়্যার ডাউনলোড ও ব্যবহার করার অনুমতি ডিভাইসে দেওয়া হয় না। এই নিয়মের মাধ্যমে কোম্পানিটি একচেটিয়া ব্যবসা করছে বলে অভিযোগ উঠেছে। কারণ অ্যাপল স্টোর ছাড়া অন্যান্য অ্যাপ ডিভাইসে ব্যবহার করতে পারে না গ্রাহকেরা এবং স্টোরে অ্যাপ রাখার জন্য ডেভেলপারদের ৩০ শতাংশ কমিশন দিতে হয়। এর ফলে যে ডেভেলপাররা অ্যাপলের মানদণ্ড পূরণে বা ফি প্রদান করতে ব্যর্থ হয়, তারা অ্যাপলের কোটি কোটি গ্রাহকের কাছে তাদের অ্যাপগুলো পৌঁছাতে পারে না।
এই পরিবর্তন এখনই যুক্তরাজ্যের ডিভাইসে দেখা যাবে না। যুক্তরাজ্যের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট বর্তমানে দেশটির পার্লামেন্টে যাচাই-বাছাই চলছে। অ্যাপলের এই সিদ্ধান্তের অনুরূপ নিয়ম তৈরির চিন্তাভাবনা করছে দেশটি।
অ্যাপলে নীতির বিরোধিতা করে অ্যাপ স্টোর থেকে জনপ্রিয় গেমগুলো সরিয়ে ফেলে ফোর্টনাইট গেমের প্রস্তুতকারক কোম্পানি এপিক গেমস। ২০২০ সাল থেকে অ্যাপ স্টোরে গেমগুলো পাওয়া যাচ্ছে না। তবে ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপল ডিভাইসে গেমগুলো খেলা যায়। নতুন নীতি অনুসারে ফোর্টনাইট অ্যাপটি অন্য অ্যাপ স্টোর থেকে ইনস্টল করে আইফোনের গ্রাহকেরা ব্যবহার করতে পারবে।
ইউরোপীয় ইউনিয়ন ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (DMA) কার্যকর করার কয়েক মাস পর অ্যাপলের নীতিতে এই পরিবর্তন এল। এই নতুন আইনের লক্ষ্য হলো—প্রতিষ্ঠিত ও ছোট কোম্পানিগুলোর জন্য বাজারের প্রতিযোগিতাকে আরও ন্যায্য করতে সার্চ ইঞ্জিন ও অ্যাপ স্টোরের মতো সেবা দেয় এমন বড় কোম্পানিগুলো নিয়ন্ত্রণ করা।
অ্যাপলের ডিভাইসে ডিফল্ট ব্রাউজার হিসেবে থাকে সাফারি। অর্থাৎ কোনো লিংক খুললে তা স্বয়ংক্রিয়ভাবে সাফারি ব্রাউজারে খুলে যায়। তবে ইউরোপীয় ইউনিয়নের গ্রাহকদের পছন্দমতো ব্রাউজার ব্যবহার করার সুবিধা দেওয়ার বিষয়েও চিন্তাভাবনা করছে।
থার্ড পার্ট অ্যাপ ও স্টোর ব্যবহারের মাধ্যমে ডিভাইসের নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে বলে গ্রাহকদের সতর্ক করেছে অ্যাপল। এর মাধ্যমে বিভিন্ন ম্যালওয়্যার বা ভাইরাস এসব অ্যাপের মাধ্যমে ডিভাইসে ঢুকে পড়তে পারে।
অ্যাপল বলছে, ‘আমরা আজ যে পরিবর্তনগুলো ঘোষণা করছি, তা ইউরোপীয় ইউনিয়নে ডিজিটাল মার্কেটস অ্যাক্টের নিয়মগুলো মেনে চলে। গোপনীয়তা ও নিরাপত্তার হুমকি থেকে ইউরোপীয় ইউনিয়নের গ্রাহকদের রক্ষা করতে এই নিয়মগুলো সহায়তা করে ৷’
উচ্চমূল্যের ডিভাইসগুলো গ্রাহকদের ডেটার অতিরিক্ত নিরাপত্তা দেয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের টেক জায়ান্টটি।
অ্যান্ড্রয়েডে বিভিন্ন স্টোর থেকে অ্যাপ স্টোর করা যায়। তাই অ্যাপল থেকেও এসব ডিভাইসে ভাইরাসের আক্রমণ বেশি হয়।
ইউরোপীয় ইউনিয়নের নতুন নিয়ম ও যুক্তরাজ্যের প্রস্তাবনাগুলো অন্যান্য প্রযুক্তি কোম্পানিকে সাফল্যের সঙ্গে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য সাহায্য করবে।
ইউরোপীয় ইউনিয়নে আইফোন ও অ্যাপলের অন্যান্য ডিভাইসে নিজস্ব অ্যাপ স্টোর ছাড়াও অন্য অ্যাপ স্টোর ব্যবহারের সুবিধা আসছে। আগামী মার্চ থেকে এই সুবিধা পাওয়া যাবে বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।
গ্রাহকদের তথ্যের গোপনীয়তা রক্ষা করে তা সব সময় গুরুত্ব দিয়েছে অ্যাপল। কোম্পানির অ্যাপ স্টোরের বাইরে থার্ড পার্টির সফটওয়্যার ডাউনলোড ও ব্যবহার করার অনুমতি ডিভাইসে দেওয়া হয় না। এই নিয়মের মাধ্যমে কোম্পানিটি একচেটিয়া ব্যবসা করছে বলে অভিযোগ উঠেছে। কারণ অ্যাপল স্টোর ছাড়া অন্যান্য অ্যাপ ডিভাইসে ব্যবহার করতে পারে না গ্রাহকেরা এবং স্টোরে অ্যাপ রাখার জন্য ডেভেলপারদের ৩০ শতাংশ কমিশন দিতে হয়। এর ফলে যে ডেভেলপাররা অ্যাপলের মানদণ্ড পূরণে বা ফি প্রদান করতে ব্যর্থ হয়, তারা অ্যাপলের কোটি কোটি গ্রাহকের কাছে তাদের অ্যাপগুলো পৌঁছাতে পারে না।
এই পরিবর্তন এখনই যুক্তরাজ্যের ডিভাইসে দেখা যাবে না। যুক্তরাজ্যের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট বর্তমানে দেশটির পার্লামেন্টে যাচাই-বাছাই চলছে। অ্যাপলের এই সিদ্ধান্তের অনুরূপ নিয়ম তৈরির চিন্তাভাবনা করছে দেশটি।
অ্যাপলে নীতির বিরোধিতা করে অ্যাপ স্টোর থেকে জনপ্রিয় গেমগুলো সরিয়ে ফেলে ফোর্টনাইট গেমের প্রস্তুতকারক কোম্পানি এপিক গেমস। ২০২০ সাল থেকে অ্যাপ স্টোরে গেমগুলো পাওয়া যাচ্ছে না। তবে ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপল ডিভাইসে গেমগুলো খেলা যায়। নতুন নীতি অনুসারে ফোর্টনাইট অ্যাপটি অন্য অ্যাপ স্টোর থেকে ইনস্টল করে আইফোনের গ্রাহকেরা ব্যবহার করতে পারবে।
ইউরোপীয় ইউনিয়ন ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (DMA) কার্যকর করার কয়েক মাস পর অ্যাপলের নীতিতে এই পরিবর্তন এল। এই নতুন আইনের লক্ষ্য হলো—প্রতিষ্ঠিত ও ছোট কোম্পানিগুলোর জন্য বাজারের প্রতিযোগিতাকে আরও ন্যায্য করতে সার্চ ইঞ্জিন ও অ্যাপ স্টোরের মতো সেবা দেয় এমন বড় কোম্পানিগুলো নিয়ন্ত্রণ করা।
অ্যাপলের ডিভাইসে ডিফল্ট ব্রাউজার হিসেবে থাকে সাফারি। অর্থাৎ কোনো লিংক খুললে তা স্বয়ংক্রিয়ভাবে সাফারি ব্রাউজারে খুলে যায়। তবে ইউরোপীয় ইউনিয়নের গ্রাহকদের পছন্দমতো ব্রাউজার ব্যবহার করার সুবিধা দেওয়ার বিষয়েও চিন্তাভাবনা করছে।
থার্ড পার্ট অ্যাপ ও স্টোর ব্যবহারের মাধ্যমে ডিভাইসের নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে বলে গ্রাহকদের সতর্ক করেছে অ্যাপল। এর মাধ্যমে বিভিন্ন ম্যালওয়্যার বা ভাইরাস এসব অ্যাপের মাধ্যমে ডিভাইসে ঢুকে পড়তে পারে।
অ্যাপল বলছে, ‘আমরা আজ যে পরিবর্তনগুলো ঘোষণা করছি, তা ইউরোপীয় ইউনিয়নে ডিজিটাল মার্কেটস অ্যাক্টের নিয়মগুলো মেনে চলে। গোপনীয়তা ও নিরাপত্তার হুমকি থেকে ইউরোপীয় ইউনিয়নের গ্রাহকদের রক্ষা করতে এই নিয়মগুলো সহায়তা করে ৷’
উচ্চমূল্যের ডিভাইসগুলো গ্রাহকদের ডেটার অতিরিক্ত নিরাপত্তা দেয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের টেক জায়ান্টটি।
অ্যান্ড্রয়েডে বিভিন্ন স্টোর থেকে অ্যাপ স্টোর করা যায়। তাই অ্যাপল থেকেও এসব ডিভাইসে ভাইরাসের আক্রমণ বেশি হয়।
ইউরোপীয় ইউনিয়নের নতুন নিয়ম ও যুক্তরাজ্যের প্রস্তাবনাগুলো অন্যান্য প্রযুক্তি কোম্পানিকে সাফল্যের সঙ্গে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য সাহায্য করবে।
চ্যাটজিপিটি বা অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই অ্যাপে) থেরাপি বা মানসিক সহায়তা নেওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীদের সতর্ক হওয়া উচিত। কারণ, এখনো এই প্রযুক্তিতে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করার উপযুক্ত আইনি কাঠামো তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান।
১২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সাবেক নৌবাহিনী কর্মকর্তাদের প্রতিষ্ঠিত স্টার্টআপ স্পিয়ার এআই প্রথমবারের মতো বাইরের কোনো উৎস থেকে বিনিয়োগ পেয়েছে। কোম্পানিটি সাবমেরিন বা ডুবোজাহাজ থেকে সংগৃহীত জটিল ডেটা বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে থাকে।
১৩ ঘণ্টা আগেবিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল তাদের ইতিহাসের অন্যতম বড় পুনর্গঠনের পথে হাঁটছে। মার্কিন এই কোম্পানি ২০২৫ সালের মধ্যে প্রায় ২৪ হাজার কর্মী ছাঁটাই করবে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। খরচ কমাতে এবং কোম্পানিটিকে লাভজনক করতে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিপ-বু টান এর নেতৃত্বে...
১৩ ঘণ্টা আগেবিশ্ববিখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই আগামী আগস্টে তাদের পরবর্তী প্রজন্মের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল জিপিটি-৫ উন্মোচনের পরিকল্পনা করছে। এ বছরের শুরুতেই মাইক্রোসফটের প্রকৌশলীরা নতুন এই মডেলের জন্য সার্ভার প্রস্তুতির কাজ শুরু করেছিলেন। সে সময়ে গুঞ্জন ছিল, জিপিটি-৫ গত মে মাসের শেষ দিকে...
১৭ ঘণ্টা আগে