স্যামসাংকে হটিয়ে শীর্ষ স্মার্টফোন বিক্রেতা হয়ে উঠেছে অ্যাপল। ১৩ বছর ধরে বিশ্বের বৃহত্তম স্মার্টফোন বিক্রেতা হিসেবে রাজত্ব করেছিল স্যামসাং। তবে আইফোন ১৫ বাজারে ছেড়ে এবার কোরিয়ান কোম্পানিকে টেক্কা দিয়েছে অ্যাপল। গবেষণা সংস্থা আইডিসি ও প্রযুক্তিবিষয়ক বিশ্লেষক ক্যানালিসের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
নভেম্বর ও ডিসেম্বরের উৎসব মৌসুমের আগে ২০২৩ সালের চতুর্থ ত্রৈমাসিকে (অক্টোবর–ডিসেম্বর) আইফোন ১৫ বাজারের ছাড়ার মাধ্যমে এই অবস্থান অর্জন করেছে অ্যাপল। আইডিসি বলেছে, এই ত্রৈমাসিকে কোম্পানিটি ৭ কোটি ২১ লাখ আইফোন ইউনিট বিক্রি করে, যার ফলে স্মার্টফোনের বাজারে অ্যাপলের শেয়ার বেড়ে ২৩ দশমিক ৭ শতাংশে দাঁড়ায়। এসময় স্যামসাংয় মাত্র ৫ কোটি ৯৫ লাখ ইউনিট ফোন বিক্রি করে এবং এর শেয়ার কমে ১৬ দশমিক ৩ শতাংশে নামে।
আইডিসি আরও বলেছে, যদিও দীর্ঘদিন ধরে জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা হিসেবে অ্যাপল পরিচিত, তবুও কোম্পানিটি কখনোই শীর্ষে ওঠেনি। কারণ বিক্রির হারের চেয়ে পণ্যের মানের দিকে নজর দিয়েছে কোম্পানিটি। যখন অ্যাপল প্রিমিয়াম বা উচ্চমূল্যে আইফোন বিক্রি করেছে, তখন স্যামসাং মাঝারি মানের ও কম দামের ফোন বিক্রি করেছে। ফলে স্যামসাং স্মার্টফোনের বাজারে বেশি শেয়ার দখল করতে সক্ষম হয়েছিল। দাম বেশি হলেও এখন আগের চেয়ে বেশি গ্রাহক আইফোন কিনছেন।
আইডিসির গবেষণা পরিচালক নাবিলা পপাল বলেন, প্রিমিয়াম ডিভাইস কেনার প্রবণতা, ট্রেড–ইন অফার (পুরোনো ফোনের বদলে ছাড়) ও সুদমুক্ত কিস্তিতে ফোনের কেনার সুযোগ অ্যাপলকে সাফল্য এনে দিয়েছে। তাই এখন বাজারের ২০ শতাংশের বেশি অ্যাপলের দখলে।
স্যামসাংয়ের পিছিয়ে পড়ার কারণ ব্যাখ্যা করে লিউ বলেন, ২০২৩ সালে লাভের আশায় মাঝারি থেকে উচ্চ দামের ফোনে নজর দেয় স্যামসাং। তখন স্বল্প দামের ফোনের শেয়ার হারিয়ে বিশ্ব বাজারে শীর্ষস্থানীয় খুইয়েছে স্যামসাং।
অ্যাপলের এই শীর্ষ অবস্থান, ক্ষণস্থায়ী হতে পারে। গ্যালাক্সি এস ২৪ সিরিজের ফোনগুলো আজ উন্মোচন করবে স্যামসাং। সিরিজটি এই বছরের প্রথম ত্রৈমাসিকে স্যামসাংকে পুনরায় শীর্ষস্থানে নিয়ে আসতে পারে।
আইডিসি বলেছে, স্মার্টফোন বাজারের ক্ষেত্রে ‘এক ধরনের ক্ষমতার পরিবর্তন’ ঘটছে। এর মানে আসন্ন ত্রৈমাসিকে শীর্ষ অবস্থানে থাকার জন্য অ্যাপল ও স্যামসাং তীব্র লড়াই করবে।
সামগ্রিকভাবে ২০২৩ সালে স্মার্টফোনের চাহিদা কমতে দেখা যায়। আইিডিসি বলছে, ২০২৩ সালে মাত্র ১১৭ কোটি স্মার্টফোন বিক্রি হয়, যা গত এত দশকের মধ্যে এক বছরের হিসাবে সবচেয়ে কম। তবে চতুর্থ ত্রৈমাসিকে স্মার্টফোন বিক্রি প্রায় ৮ শতাংশ বৃদ্ধি পায়। এই বছরে স্মার্টফোনের বাজার পুনরায় বাড়বে বলে এই সংখ্যাটি নির্দেশ করে।
ক্যানালিসের সিনিয়র বিশ্লেষক টবি ঝু বলেন, ‘ইনভেনটরি চাপ এবং বৈশ্বিক মুদ্রাস্ফীতি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বিক্রেতারা অবশেষে পণ্য উদ্ভাবন ও দীর্ঘমেয়াদি কৌশল উন্নয়নের ওপর ফোকাস করতে পারে, যা সামনের বছরের জন্য শক্ত ভিত্তি স্থাপন করবে।’
স্যামসাংকে হটিয়ে শীর্ষ স্মার্টফোন বিক্রেতা হয়ে উঠেছে অ্যাপল। ১৩ বছর ধরে বিশ্বের বৃহত্তম স্মার্টফোন বিক্রেতা হিসেবে রাজত্ব করেছিল স্যামসাং। তবে আইফোন ১৫ বাজারে ছেড়ে এবার কোরিয়ান কোম্পানিকে টেক্কা দিয়েছে অ্যাপল। গবেষণা সংস্থা আইডিসি ও প্রযুক্তিবিষয়ক বিশ্লেষক ক্যানালিসের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
নভেম্বর ও ডিসেম্বরের উৎসব মৌসুমের আগে ২০২৩ সালের চতুর্থ ত্রৈমাসিকে (অক্টোবর–ডিসেম্বর) আইফোন ১৫ বাজারের ছাড়ার মাধ্যমে এই অবস্থান অর্জন করেছে অ্যাপল। আইডিসি বলেছে, এই ত্রৈমাসিকে কোম্পানিটি ৭ কোটি ২১ লাখ আইফোন ইউনিট বিক্রি করে, যার ফলে স্মার্টফোনের বাজারে অ্যাপলের শেয়ার বেড়ে ২৩ দশমিক ৭ শতাংশে দাঁড়ায়। এসময় স্যামসাংয় মাত্র ৫ কোটি ৯৫ লাখ ইউনিট ফোন বিক্রি করে এবং এর শেয়ার কমে ১৬ দশমিক ৩ শতাংশে নামে।
আইডিসি আরও বলেছে, যদিও দীর্ঘদিন ধরে জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা হিসেবে অ্যাপল পরিচিত, তবুও কোম্পানিটি কখনোই শীর্ষে ওঠেনি। কারণ বিক্রির হারের চেয়ে পণ্যের মানের দিকে নজর দিয়েছে কোম্পানিটি। যখন অ্যাপল প্রিমিয়াম বা উচ্চমূল্যে আইফোন বিক্রি করেছে, তখন স্যামসাং মাঝারি মানের ও কম দামের ফোন বিক্রি করেছে। ফলে স্যামসাং স্মার্টফোনের বাজারে বেশি শেয়ার দখল করতে সক্ষম হয়েছিল। দাম বেশি হলেও এখন আগের চেয়ে বেশি গ্রাহক আইফোন কিনছেন।
আইডিসির গবেষণা পরিচালক নাবিলা পপাল বলেন, প্রিমিয়াম ডিভাইস কেনার প্রবণতা, ট্রেড–ইন অফার (পুরোনো ফোনের বদলে ছাড়) ও সুদমুক্ত কিস্তিতে ফোনের কেনার সুযোগ অ্যাপলকে সাফল্য এনে দিয়েছে। তাই এখন বাজারের ২০ শতাংশের বেশি অ্যাপলের দখলে।
স্যামসাংয়ের পিছিয়ে পড়ার কারণ ব্যাখ্যা করে লিউ বলেন, ২০২৩ সালে লাভের আশায় মাঝারি থেকে উচ্চ দামের ফোনে নজর দেয় স্যামসাং। তখন স্বল্প দামের ফোনের শেয়ার হারিয়ে বিশ্ব বাজারে শীর্ষস্থানীয় খুইয়েছে স্যামসাং।
অ্যাপলের এই শীর্ষ অবস্থান, ক্ষণস্থায়ী হতে পারে। গ্যালাক্সি এস ২৪ সিরিজের ফোনগুলো আজ উন্মোচন করবে স্যামসাং। সিরিজটি এই বছরের প্রথম ত্রৈমাসিকে স্যামসাংকে পুনরায় শীর্ষস্থানে নিয়ে আসতে পারে।
আইডিসি বলেছে, স্মার্টফোন বাজারের ক্ষেত্রে ‘এক ধরনের ক্ষমতার পরিবর্তন’ ঘটছে। এর মানে আসন্ন ত্রৈমাসিকে শীর্ষ অবস্থানে থাকার জন্য অ্যাপল ও স্যামসাং তীব্র লড়াই করবে।
সামগ্রিকভাবে ২০২৩ সালে স্মার্টফোনের চাহিদা কমতে দেখা যায়। আইিডিসি বলছে, ২০২৩ সালে মাত্র ১১৭ কোটি স্মার্টফোন বিক্রি হয়, যা গত এত দশকের মধ্যে এক বছরের হিসাবে সবচেয়ে কম। তবে চতুর্থ ত্রৈমাসিকে স্মার্টফোন বিক্রি প্রায় ৮ শতাংশ বৃদ্ধি পায়। এই বছরে স্মার্টফোনের বাজার পুনরায় বাড়বে বলে এই সংখ্যাটি নির্দেশ করে।
ক্যানালিসের সিনিয়র বিশ্লেষক টবি ঝু বলেন, ‘ইনভেনটরি চাপ এবং বৈশ্বিক মুদ্রাস্ফীতি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বিক্রেতারা অবশেষে পণ্য উদ্ভাবন ও দীর্ঘমেয়াদি কৌশল উন্নয়নের ওপর ফোকাস করতে পারে, যা সামনের বছরের জন্য শক্ত ভিত্তি স্থাপন করবে।’
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
৭ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
৭ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১০ ঘণ্টা আগে